• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Bangla kobita

******* আজকের রুবী রায় ********

আমি কোনো দিন তোমাকে বোঝাতে
পারলাম না আমি যে তোমাকে ভালবাসি,
তোমার মনের শুকনো মরুভুমিতে ভালবাসার
জলের খোঁজ করতে গিয়ে কাটায় ক্ষত
বিক্ষতই হয়েছি ..তবুও তোমার মনে
কোনো ছাপ ফেলতে পারিনি, হয়েতো
তোমাকে ভালবাসার কোনো অধিকারই আমার
নেই i আমি হয়েতো তোমার মনের কাছে
উপহাসের বিলাস সামগ্রীর মতো, যা কিনা
কোনো দিন তোমার হৃদয় স্পর্শ করতে
পারেনি i এক দিন শুধু খেলার ছলে জিজ্ঞেস
করেছিলে ...কোথায় থাকো তুমি ? আজও
ভুলিনি সেই কথাটা ..দূর থেকে দেখি দু
বিনুনি দুলিয়ে বন্ধুদের সাথে তুমি একটি
ছট ফটে ঝরনার মত উচ্ছল হয়ে স্কুলে
যাও, কিছু দুরে কেউ এক জন শুধু তোমাকে
একবার দেখার জন্য দাঁড়িয়ে থাকে সেটা
ভুলেও বুঝতে পারো না তুমি i রুবী রায়ের
জন্য কিশোর ছেলেটি হয়েতো চিঠি হাতে
দাঁড়িয়ে থাকতো আর আমি তোমাকে দেবার
জন্য ..শীতের মেঠো পথ পাড়ি দিয়ে, বর্ষার
কাদা জলে কদম ফুল পেড়ে, চৈত্রের দুপুরের
আমের মুকুল সব নিয়ে দাড়িয়ে থাকতাম যদি
একবার চোখ তুলে দেখো । আমি জানি তুমি
আমাকে দেখেও এমন ভাব করতে যেন
আমি এই পৃথিবীতে অজানা কোনো জীব i
শুধু ওই এক দিনই বন্ধুদের সাথে শান্ত
নদীর মত স্কুল এর পথে যেতে যেতে থমকে
দাড়িয়ে ছিলে আমার সামনে আর চোখে চোখ
রেখে আমাকে বলেছিলে ..কোথায় থাকো তুমি ?
 
*** মনের মাঝে ***
&& &&
মনের মাঝে তুই
চোখের তারায় তুই,
দুচোখে ঘুম জড়িয়ে এলে
তোর কোলেই শুই।
তোকে আমি দেখবো বলে
দূর আকশে চোখ মেলেছি
অথই অতল তোর মন ছুঁতে
নীল সাগরে ঝাপ দিয়েছি
আকাশ ওড়া বকের পাখায়
নামটা আমি তোর লিখেছি
আমার মনের প্রেমের ফুলে
তোর গলার হার গেঁথেছি।
তুইতো আমার জীবন মরন
তুইতো আমার আশা,
তোরই জন্য হৃদয়ে আমার
অনেক ভালোবাসা।***
 
** গল্প ***
&& &&

গল্প মাঝে গল্প গুলো
অল্প অল্প মনে পরে,
তোমার মনের রূপকথারা
আমার মনকে জড়িয়ে ধরে।
গল্প ছিল তোমার আমার
গল্প ছিল ভালোবাসার,
নদীর পাড়ে বসে ছিলাম
গল্প ছিল তোমার আসার।
তুমি এলে গল্প হলো
ঢেউয়ের বুকে তারার ছায়া,
তোমার আমার ভালোবাসার
গল্প মাঝে হারিয়ে যাওয়া।.........
 
& স্বাধীনতা সংগ্রামী &
* *
(৬ই জুলাই ২০২২)
দিকে দিকে জয়োদ্ধনী
স্বাধীনতা দিবস আজ,
প্রতিজ্ঞা করো আজ সকলে
রাখবো তেরঙা পতাকার লাজ।
স্বাধীনতা সংগ্রামী শহিদেরা আজ
চলে গেছে পেছন পাতায়
নানা দুঃস্কৃতী আর দুর্জ্জনের নাম
ভড়ে আছে সমাজের খাতায়।
অতিতের পাতা থেকে নেতাজীর
কন্ঠ আবার খুঁজে আমরা নেবো,
"তোমরা আমাকে রক্ত দাও
আমি তোমাদের স্বাধীনতা দেবো।"
ইংরেজের যুপকাষ্ঠে শহিদ হয়েছিল
বঙলার দামাল ছেলে ক্ষুদিরাম বোস,
তারি সাথে মনের মাঝে লেখা হয়ে আছে
স্বাধীনতা সংগ্রামী ঋষি অরবিন্দ ঘোষ।
ভুলে যেওনা কেউ বিনয় বাদল
দীনেশের মহাকরণ অভিযান,
আজ স্বাধীনতা দিবসে পুষ্প স্তবক
অর্পনে রেখো স্বাধীনতার মান।
এসো আজ স্মরণ করি সেই অচেনা
অজানা স্বাধীনতা সংগ্রামীদের নাম,
যারা ভারতের স্বাধীনতার জন্য
নিরবে নিভৃতে করেছিল আত্ম
বলিদান..........
আমাদের ভারত আমাদের মাতাকে
আবার কালিমা মুক্ত করে তুলতে হবে,
তবেইতো ভারত আবার জগত সভায়
শ্রেষ্ঠ আসন লবে। .......
 
***** ভালবাসি তোমায় ******
& &

যদি চোখ দুটো ছোঁয়
সকাল বেলার হীমেল শিশির ,
যদি ঘুম ভাঙ্গা মন শোনে
রাত জাগা পাখির কিচির মিচির ,
যদি শিশির ধোঁয়া চোখ তুলে চাও
পূব দিগন্তে সূর্য ওঠার পথে ,
রঙ্গীন আকাশ রামধনু হয়ে ধরা
দেবে তোমার চোখে শিশির বিন্দুর
সাথে । তখন তোমার মনের
রূপকথার রাজকন্যারা পরী হয়ে উড়ে
বেড়াবে তোমার রঙ্গীন আকাশ জুড়ে ।
যদি তোমার মনটাকে ছুঁয়ে যায়
আগুন রাঙা কৃঁষ্ণচূড়ার ফুল, তখন
তোমার কানের দুল, রঙ্গীন হয়ে
রং ছেটাবে প্রজাপতির পাখায় আর
পলাশ গাছের শাখায় i
যদি তোমার মনে ছোঁয়া লাগে বসন্তের
দক্ষিনা বাতাস, মন পেতে চায় বকের
পাখায় আরেকটি মনের আকাশ i
তখন তোমার মনে লেখা হয়ে যায়
সেই মনেরি নাম, মনে পড়ে যায়
আমায়, নীল আকাশে লিখে দিও
ভালবাসি তোমায় *******
 
************* দশমী ************
&& &&

ও মা তুমি যাচ্ছ কোথায়
গাঁজাখোর ওই বাবার ডেড়ায় ?
সাপের মালা গলায় দিয়ে
শশ্মান মশান ঘুরে বেড়ায় ?
এক টানে যে কল্কে ফাটায়
নন্দী ভৃঙ্গী আশেপাশে,
আকাশ কাপে বাতাস কাপে
ভাঙ্গের নেশার অট্টহাসে ...
তুমি সতী তোমার পতি
গঁঙ্গা মাকে জটায় ধরে ,
ভুল বুঝো না ব্যোমভোলাকে
সৃষ্টিকে সে রক্ষা করে ...
যাও মা তুমি বাবার কাছে
কৈলাশেতে বাবা একা ,
আসছে বছর আবার এসো
পাই যেন মা তোমার দেখা ...
 
বসন্তের ডাক
spring.jpg
অনুরাগে ভরে বসন্ত বাতাস
আহা কিবা তার রঙের বাহার ।
চারিদিকে অতসী সুবাস,
হৃদি মাঝে বাজে বাঁশরী কাহার ।।
বিগলিত দু'কূলা তটিনী সম,
মম হৃদয় যে আজ ছন্দে বহে।
কিংশুক রঞ্জিত অঞ্চল মম,
জানিনা কাহারে অণ্বেষিতে চাহে।।
মহুয়া সুবাসে হইয়া মাতাল,
গুঞ্জে ফেরে অলি দ্বার হতে দ্বার।
সেই সুরে বাঁশরী মেলায় যে তাল,
বাঁশরীয়া বলে আমি তবে কার ?
এ মধু বসন্তে পুষ্পপ্রেঙ্খা দোলে,
রক্ত বর্ণকৌমুদী বুকে ভ্রমর
চুম্বন আঁকি সকল ব্যথা ভোলে,
ভরে যায় দোঁহের দু'টি অন্তর।
 
****** বৃষ্টি ******----

আমি তোমার কাছে বৃষ্টি চেয়েছিলাম
তুমি দিলে এক মুঠো মেঘ,
সেই মেঘের কাজল আমি পরিয়ে
দিয়েছিলাম তোমার দু চোখে।
সেই কাজল টানা চোখ দুটি তুলে
তুমি আমাকে বলেছিলে, আমাকে
তুমি কি দেবে? আমি বলেছিলাম,
তোমাকে আমি এনে দেবো দূর আকাশে
ওড়া হংসপাখা। সেই হংসপাখা দিয়ে
তুমি আমার নাম লিখে দিও বৃষ্টির
ফোঁটাতে। আর আমি বৃষ্টির ফোঁটা হয়ে
অঝোরে ঝরে পরবো আর ভিজিয়ে
দেবো তোমার নীল শারী, যে নীল শারী
পরে তুমি কলসি কাঁখে জল আনতে
গিয়েছিলে নীল যমুনার পাড়ে।
তোমার সেই মেঘের কাজল পরা নীল
বৃষ্টি ভেঁজা চোখ দুটি আমি এখনো
দেখতে পাই, শ্রাবণী মেঘের গায়ে আঁকা,
যেনো আমাকে বলছে, ভুলে যেও না
আমাকে, আমিইতো তোমার বৃষ্টি।
Good one ❤️
 
Top