• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Bangla kobita

A

arunbose

Guest
প্রজাপতি আজ মেলেছে ডানা
রঙিন হয়েছে শিমুল পলাশ
দখিনা বাতাসে ভেসে আসে
ফুলের বনের মিষ্টি সুবাস।
নীল আকাশে বকের পাখায়
উড়ে যেতে চায় মন দূর বহুদূর ,
থেমে গেছে আজ সব কোলাহল
আকাশে বাতাসে কোকিলের সুর।
আবীরের রঙে রঙিন প্রকৃতি
হোলির রঙে মন মাতাল,
এই মধুমাস গানে গানে ভরা
সকলের মনে মাদলের তাল।
ফাগুন ফাগুন আগুন লেগেছে
কৃষ্ণচূড়ার শাখায় শাখায়,
বাসন্তী মনের রঙের ছোঁয়া
মন প্রজাপতির রঙিন পাখায়।
***************************
 
আঁধার শেষে সূর্য ওঠে
ঘুম ভাঙ্গানো পাখীর ডাকে,
ফুল ফুটেছে ডালে ডালে
রোদের ঝিলিক পাতার ফাকে ।
নীলকন্ঠ পাখীর নীলে
তোমার চোখে নীলের ছোঁয়া,
আকাশ খুশি বাতাস খুশি
সব কিছু আজ বৃষ্টি ধোয়া ।
তোমার মনের শিউলি বকুল
গন্ধ ছড়ায় সাঁঝের বেলা ,
স্বপ্ন মাখা মনের ছোঁয়ায়
দূর আকাশে রঙের খেলা .
সোনার ছোঁয়ায় স্বর্নালী আজ
তোমার মনের ভাবনা গুলো
স্মৃতির আকাশ হাত বাড়িয়ে
তোমার রঙ্গীন হৃদয় ছুঁলো ।
মনের দুয়ার খুলে দিয়ে
দূরকে ডাকো হাতছানিতে,
দেখবে ও মন হারিয়ে গেছে
বৃষ্টি ভেজা দূরদিগন্তে ।
 
আমার একটা ইচ্ছে ছিল নদী হবার
বুকের মাঝে ঝর্ণা গুলো জড়িয়ে ধরার।
নীল সাগরের ডাক শুনে ছুটে চলি
দূর আকাশে মেঘের সাথে কথা বলি।
আমার একটা ইচ্ছে ছিল পাখি হবার
তোমার মনে গুনগুনিয়ে গান গাওয়ার।
রাখালিয়ার বাশীর সুরে আমি হারিয়ে যাই
তোমার মনের মুক্তো আমি কুড়িয়ে পাই।
আমার একটা ইচ্ছে ছিল বাতাস হবার
তোমার চোখের স্বপ্ন গুলো ছিনিয়ে নেবার।
উড়ে যাওয়া বকের পাখায় তোমার নামটা লিখি
তোমার মনে আমার মনের আয়না দেখি।
আমার একটা ইচ্ছে ছিল ভালোবাসার
তোমার মাঝে ইচ্ছে হয়ে লুকিয়ে থাকার।
তাইতো, তোমায় আমি স্বপ্নে দেখি
চাঁদের বুকে আমার প্রেমের পত্র লিখি।
******************************-
 
তোমার গালে একটু রঙের ছোঁয়া
তোমায় দেখে মনটা বাঁধন হারা,
হারিয়ে যাওয়া দোলের স্মৃতি গুলো
মনের মাঝে আজকে দিলো ধরা।
আগুন লাগা কৃষ্ণচূড়ার ডালে
তোমার গালের আবির ছুঁয়ে আছে,
তোমার মনের উষ্ণ পরশ নিয়ে
ফুল ফুটেছে গাছে।
রাখালিয়ার খুশির গানের সুর
প্রজাপতির ডানায় ছবি আঁকা,
কোকিল কণ্ঠে বসন্ত বাহার রাগে
ফুলে ফুলে ভরা পলাশ শাখা।
আবির ওড়া সকাল দুপুর সাঁঝে
আজ ফাগুনে মনটা কেমন করে,
খুশির রঙে রঙিন আকাশ দেখে
বারে বারে তোমায় মনে পরে।
********************************
 
নীল আকাশের হংস পাখা
তোমার চোখের আয়নাতে,
স্বপ্নগুলো তোমায় দিলাম
তোমার মনের বায়নাতে।
*
তোমার চোখের কাঁজল দিয়ে
শ্রাবণ সাঁঝের মেঘ কালো,
তোমার ঠোঁটের মিষ্টি হাসি
পূব আকাশের ঊষার আলো।
*
দূর সাগরের ঢেউএর ছোঁয়ায়
তোমার মনে প্রেমের দোলা,
ফুলের বনে ফুলের কানে
দখীন হাওয়ার কথা বলা।
*
তোমায় দেখে চাঁদ ওঠে আর
তোমায় দেখে ফুল ফোঁটে,
তোমার ঠোঁটের মহুল বনে
মৌমাছিরা মধু লোটে।
তুমি এলে আমার কাছে
বললে হেসে আমায় তুমি,
আপন করে নাও আমাকে
দুচোখ ভরে দাও চুমি।
 
নীল আকাশের হংস পাখা
তোমার চোখের আয়নাতে,
স্বপ্নগুলো তোমায় দিলাম
তোমার মনের বায়নাতে।
*
তোমার চোখের কাঁজল দিয়ে
শ্রাবণ সাঁঝের মেঘ কালো,
তোমার ঠোঁটের মিষ্টি হাসি
পূব আকাশের ঊষার আলো।
*
দূর সাগরের ঢেউএর ছোঁয়ায়
তোমার মনে প্রেমের দোলা,
ফুলের বনে ফুলের কানে
দখীন হাওয়ার কথা বলা।
*
তোমায় দেখে চাঁদ ওঠে আর
তোমায় দেখে ফুল ফোঁটে,
তোমার ঠোঁটের মহুল বনে
মৌমাছিরা মধু লোটে।
তুমি এলে আমার কাছে
বললে হেসে আমায় তুমি,
আপন করে নাও আমাকে
দুচোখ ভরে দাও চুমি।
Bah khub sundor ❤️
 
প্রজাপতি আজ মেলেছে ডানা
রঙিন হয়েছে শিমুল পলাশ
দখিনা বাতাসে ভেসে আসে
ফুলের বনের মিষ্টি সুবাস।
নীল আকাশে বকের পাখায়
উড়ে যেতে চায় মন দূর বহুদূর ,
থেমে গেছে আজ সব কোলাহল
আকাশে বাতাসে কোকিলের সুর।
আবীরের রঙে রঙিন প্রকৃতি
হোলির রঙে মন মাতাল,
এই মধুমাস গানে গানে ভরা
সকলের মনে মাদলের তাল।
ফাগুন ফাগুন আগুন লেগেছে
কৃষ্ণচূড়ার শাখায় শাখায়,
বাসন্তী মনের রঙের ছোঁয়া
মন প্রজাপতির রঙিন পাখায়।
***************************
ধন্যবাদ
 
******** রূপ *******
তোমায় দেখে
বকুল বনে বন্যা এলো,
তোমার চুলে রামধনু রঙ হারিয়ে গেলো ।
তোমার ঠোঁটে
মহুল বনের রস জমেছে,
তাই দেখে আজ
মৗমাছিদের মন মজেছে ।
তোমার হাসি
সবুজ বনের স্নিগ্ধ মায়া ,
তোমার চোখে
সাগর জলে হারিয়ে যাওয়া ।
তোমার ছোঁয়ায়
হাসণূহানার সুবাস মাখা ,
তোমার মনে
প্রজাপতির রঙ্গীন পাখা ।
তুমি ছাড়া
এই পৃথিবী অন্ধকারে ,
সূ্র্য লুকায়
অস্তাচলের বন্ধ দ্বারে ।*******
 
** সবুজ পাতা **
তোমার মনের সবুজ পাতায়
শিশির ভেঁজা সকাল বেলা,
নীল আকাশের সাগর বুকে
সাদা মেঘের ভেলা।
শীত সকালের রোদের আমেজ
তোমার মনের পাতায় পাতায়,
তোমায় নিয়ে মন উড়ে যায়
সবুজ বনের পাহাড় চূড়ায়।
কুয়াশা ঢাকা সাগর বুকে
ঢেউয়ের চূড়ায় মুক্তো জ্বলে,
বেলফুলের মালা গলে
দাঁড়িয়ে আছো আকাশ তলে।
আমায় তুমি ডাক দিয়েছো
তোমার মনের ফুলের বনে,
জ্বালতে আমার প্রেমের প্রদীপ
তোমার মনের গহিন কোণে।
 
****** কিশোর মন ********
সবে গোঁফের রেখা দেখা দিয়েছে ঠোঁটের ওপর,
তাই কতবার আয়নায় মুখ দেখি নিজের, চুলটা
চেষ্টা করি কোনো পরিচিত নায়কের মত করতে ।
একটু লুকিয়ে ফরসা হওয়ার ক্রীমও মুখে মাখি ।
বুঝতে পারছিনা কি যেন হয়েছে আমার ।
সারা দিন মনের মধ্যে উরু উরু ভাব, সব কিছু আজ
সুন্দর আমার চোখে, শরতের নীল আকাশ, পেঁজা তুলোর
মত মেঘ, পাখীদের কিচির মিচির সব কিছু
ভাল লাগছে, চুপি চুপি বলি সকালের কাক গুলোকেও
কেমন যেন কোকিলের মত লাগছিলো ।
পড়া শোনা থেকে মন উড়ে গেছে..কি যে হলো ।
এক দিন ছাদে ঘুরে বেড়াচ্ছি ,টব গুলোতে ফুল
ফুটেছে…..খুব কবিতা লেখার ইচ্ছে হলো কিন্তু
কি লিখবো কিছুই আসে না মাথায় …. হটাৎ শুনি
নুপূরের আওয়াজ পাশের বাড়ির ছাদে, হাঁ করে তাকিয়ে
থাকি …. রূপকথার গল্পে পড়া পরীর মত সুন্দর
একটি মেয়ে যেন ভেসে বেড়াচ্ছে ছাদের ওপর ।
আর রং বেরঙ্গের প্রজাপতী উড়ছে ওর চার দিকে ।
বিকেলের আকাশ হাসছে, বাতাস ওকে ছুঁয়ে
ওর শরীরের গন্ধ মেখে আমাকে জড়িয়ে ধরছে ।
সমস্ত প্রকৃতিটাই রূপকথা হয়ে গেছে….কেমন যেন
ঘোরের মধ্যে ও কে ডেকে জিগ্যেস করলাম……
" তোমার নাম কি ?" মিষ্টি সুরের বীণা আর জলতরঙ্গের
মতো উত্তর ভেসে এলো " আমি কবিতা, তুমি আমার
বন্ধু হবে ?"……..
নিমেষের মধ্যে সব কিছু পাল্টে গেলো, আকাশ থেকে
হীরের চুমকীর মতো তারারা ঝরে পড়ছে আমাদের
ওপর, আমার সব স্বপ্ন গুলো পরী হয়ে আকাশ থেকে নেমে
এলো, আমাদের দুজনের হাত ধরে উড়িয়ে নিয়ে
চললো নীল আকাশের বুকে দূরে বহু দূরে ।
আমি আমার কবিতাকে খুঁজে পেয়েছি …………….
 
Top