A
arunbose
Guest
প্রজাপতি আজ মেলেছে ডানা
রঙিন হয়েছে শিমুল পলাশ
দখিনা বাতাসে ভেসে আসে
ফুলের বনের মিষ্টি সুবাস।
নীল আকাশে বকের পাখায়
উড়ে যেতে চায় মন দূর বহুদূর ,
থেমে গেছে আজ সব কোলাহল
আকাশে বাতাসে কোকিলের সুর।
আবীরের রঙে রঙিন প্রকৃতি
হোলির রঙে মন মাতাল,
এই মধুমাস গানে গানে ভরা
সকলের মনে মাদলের তাল।
ফাগুন ফাগুন আগুন লেগেছে
কৃষ্ণচূড়ার শাখায় শাখায়,
বাসন্তী মনের রঙের ছোঁয়া
মন প্রজাপতির রঙিন পাখায়।
***************************
রঙিন হয়েছে শিমুল পলাশ
দখিনা বাতাসে ভেসে আসে
ফুলের বনের মিষ্টি সুবাস।
নীল আকাশে বকের পাখায়
উড়ে যেতে চায় মন দূর বহুদূর ,
থেমে গেছে আজ সব কোলাহল
আকাশে বাতাসে কোকিলের সুর।
আবীরের রঙে রঙিন প্রকৃতি
হোলির রঙে মন মাতাল,
এই মধুমাস গানে গানে ভরা
সকলের মনে মাদলের তাল।
ফাগুন ফাগুন আগুন লেগেছে
কৃষ্ণচূড়ার শাখায় শাখায়,
বাসন্তী মনের রঙের ছোঁয়া
মন প্রজাপতির রঙিন পাখায়।
***************************