misstti
Wellknown Ace
প্রতি দিন ছাদে বসে বা জানালার ফাঁক দিয়ে দেখি পাখি গুলো ঘরে ফিরছে বা হয়তো দূর কোনো দেশ থেকে আসা বা ফিরে যাওয়ার পথে কোথাও কোনো এক গাছের ডালে বসে বিশ্রাম নেবে বলে, তড়িঘড়ি উরে যাচ্ছে আগে জায়গা দখল করতে , ঠিক আমাদের মনের মত তাই না ? রোজ আমদের মন ভাবনা চিন্তা কল্পনাতে কত দূরে কত দূরে দিগন্তে ছাপিয়ে যায়, মনপাখির উরে বেড়ানোর কোনো সীমা নেই , অন্য মানুষের বুকে ফাঁকা তাক খুঁজে সেও বিশ্রাম করে আবার উরে ছুট দেয়, কেউ কেউ সেই অন্যে মানুষ টির বুকে বাসা বেধেই থেকে যায় যদি তার মন পাখি আগন্তুক কে ধাক্কা মারে উড়িয়ে না দেয় , সে আবার হয়ে ত অন্য কারোর মনে বিশ্রাম খুঁজছে ...... কি জানি এই আমাদের মনপাখি গুলো ঘরে ফেরে কিনা . ফেরে ??? আদৌ কোনো ঘর আছে ??? নাকি আমরা বন্য , নয় উরে বেড়াই নাহলে দুমড়ে মুচড়ে মাটিতে পড়ি ||
.............@misstti
# i am not misstti ...
.............@misstti
# i am not misstti ...
Last edited: