• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

মনপাখি

misstti

Wellknown Ace
20231005_192407.jpgপ্রতি দিন ছাদে বসে বা জানালার ফাঁক দিয়ে দেখি পাখি গুলো ঘরে ফিরছে বা হয়তো দূর কোনো দেশ থেকে আসা বা ফিরে যাওয়ার পথে কোথাও কোনো এক গাছের ডালে বসে বিশ্রাম নেবে বলে, তড়িঘড়ি উরে যাচ্ছে আগে জায়গা দখল করতে , ঠিক আমাদের মনের মত তাই না ? রোজ আমদের মন ভাবনা চিন্তা কল্পনাতে কত দূরে কত দূরে দিগন্তে ছাপিয়ে যায়, মনপাখির উরে বেড়ানোর কোনো সীমা নেই , অন্য মানুষের বুকে ফাঁকা তাক খুঁজে সেও বিশ্রাম করে আবার উরে ছুট দেয়, কেউ কেউ সেই অন্যে মানুষ টির বুকে বাসা বেধেই থেকে যায় যদি তার মন পাখি আগন্তুক কে ধাক্কা মারে উড়িয়ে না দেয় , সে আবার হয়ে ত অন্য কারোর মনে বিশ্রাম খুঁজছে ...... কি জানি এই আমাদের মনপাখি গুলো ঘরে ফেরে কিনা . ফেরে ??? আদৌ কোনো ঘর আছে ??? নাকি আমরা বন্য , নয় উরে বেড়াই নাহলে দুমড়ে মুচড়ে মাটিতে পড়ি ||
.............@misstti
# i am not misstti ...
 
Last edited:
View attachment 169719প্রতি দিন ছাদে বসে বা জানালার ফাঁক দিয়ে দেখি পাখি গুলো ঘরে ফিরছে বা হয়তো দূর কোনো দেশ থেকে আসা বা ফিরে যাওয়ার পথে কোথায়ো কোনো এক গাছের ডালে বসে বিশ্রাম নেবে বলে, তড়িঘড়ি উরে জাচ্ছে আগে জায়গা দখল করতে , ঠিক আমাদের মনের মত তাই না ? রোজ আমদের মন ভাবনা চিন্তা কল্পনাতে কত দূরে কত দূরে দিগন্তে ছাপিয়ে যায়, মনপাখির উরে বেড়ানোর কোনো সীমা নেই , অন্য মানুষের বুকে ফাঁকা তাক খুঁজে সেও বিশ্রাম করে আবার উরে ছুট দেয়, কেউ কেউ সেই অন্যে মানুষ টির বুকে বাসা বেধেই থেকে যায় যদি তার মন পাখি আগন্তুক কে ধাক্কা মারে উড়িয়ে না দেয় , সে আবার হয়ে ত অন্য কারোর মনে বিশ্রাম খুঁজছে ...... কি জানি এই আমাদের মনপাখি গুলো ঘরে ফেরে কিনা . ফেরে ??? আদৌ কোনো ঘর আছে ??? নাকি আমরা বন্য , নয় উরে বেড়াই নাহলে দুমড়ে মুচড়ে মাটিতে পড়ি ||
.............@misstti
# i am not misstti ...
মন বড় বিষম জটিল বস্তু রে......
 
View attachment 169719প্রতি দিন ছাদে বসে বা জানালার ফাঁক দিয়ে দেখি পাখি গুলো ঘরে ফিরছে বা হয়তো দূর কোনো দেশ থেকে আসা বা ফিরে যাওয়ার পথে কোথায়ো কোনো এক গাছের ডালে বসে বিশ্রাম নেবে বলে, তড়িঘড়ি উরে জাচ্ছে আগে জায়গা দখল করতে , ঠিক আমাদের মনের মত তাই না ? রোজ আমদের মন ভাবনা চিন্তা কল্পনাতে কত দূরে কত দূরে দিগন্তে ছাপিয়ে যায়, মনপাখির উরে বেড়ানোর কোনো সীমা নেই , অন্য মানুষের বুকে ফাঁকা তাক খুঁজে সেও বিশ্রাম করে আবার উরে ছুট দেয়, কেউ কেউ সেই অন্যে মানুষ টির বুকে বাসা বেধেই থেকে যায় যদি তার মন পাখি আগন্তুক কে ধাক্কা মারে উড়িয়ে না দেয় , সে আবার হয়ে ত অন্য কারোর মনে বিশ্রাম খুঁজছে ...... কি জানি এই আমাদের মনপাখি গুলো ঘরে ফেরে কিনা . ফেরে ??? আদৌ কোনো ঘর আছে ??? নাকি আমরা বন্য , নয় উরে বেড়াই নাহলে দুমড়ে মুচড়ে মাটিতে পড়ি ||
.............@misstti
# i am not misstti ...
লেখাটা ঠিক আছে কিন্তু বানান অনেক ভুল তোমার কিছু কিছু বানান গুলো ঠিক করো নাহলে বাংলায় লেখাটা মানায় না।
 
লেখাটা ঠিক আছে কিন্তু বানান অনেক ভুল তোমার কিছু কিছু বানান গুলো ঠিক করো নাহলে বাংলায় লেখাটা মানায় না।
করে দাও হেল্প করো আমি এডিট করে দেবো , লিখে ফেল ভুল বানান গুলো ঠিক করে , আমি এডিট করে দিচ্ছি .
 
করে দাও হেল্প করো আমি এডিট করে দেবো , লিখে ফেল ভুল বানান গুলো ঠিক করে , আমি এডিট করে দিচ্ছি .
আচ্ছা বলছি"যাওয়ার পথে (কোথায়ো)¹ কোনো এক গাছের ডালে বসে বিশ্রাম নেবে বলে, তড়িঘড়ি (উরে জাচ্ছে)²আগে জায়গা দখল করতে," এটার মধ্যে ¹কোথাও হবে,²উড়ে যাচ্ছে হবে। তুমি যখন লিখবে উড়ে যাচ্ছে লিখবে
 
আচ্ছা বলছি"যাওয়ার পথে (কোথায়ো)¹ কোনো এক গাছের ডালে বসে বিশ্রাম নেবে বলে, তড়িঘড়ি (উরে জাচ্ছে)²আগে জায়গা দখল করতে," এটার মধ্যে ¹কোথাও হবে,²উড়ে যাচ্ছে হবে। তুমি যখন লিখবে উড়ে যাচ্ছে লিখবে
Done copy pest korlam , are amar key board khub সমস্যা করে তাই .... thank you
 
View attachment 169719প্রতি দিন ছাদে বসে বা জানালার ফাঁক দিয়ে দেখি পাখি গুলো ঘরে ফিরছে বা হয়তো দূর কোনো দেশ থেকে আসা বা ফিরে যাওয়ার পথে কোথাও কোনো এক গাছের ডালে বসে বিশ্রাম নেবে বলে, তড়িঘড়ি উরে যাচ্ছে আগে জায়গা দখল করতে , ঠিক আমাদের মনের মত তাই না ? রোজ আমদের মন ভাবনা চিন্তা কল্পনাতে কত দূরে কত দূরে দিগন্তে ছাপিয়ে যায়, মনপাখির উরে বেড়ানোর কোনো সীমা নেই , অন্য মানুষের বুকে ফাঁকা তাক খুঁজে সেও বিশ্রাম করে আবার উরে ছুট দেয়, কেউ কেউ সেই অন্যে মানুষ টির বুকে বাসা বেধেই থেকে যায় যদি তার মন পাখি আগন্তুক কে ধাক্কা মারে উড়িয়ে না দেয় , সে আবার হয়ে ত অন্য কারোর মনে বিশ্রাম খুঁজছে ...... কি জানি এই আমাদের মনপাখি গুলো ঘরে ফেরে কিনা . ফেরে ??? আদৌ কোনো ঘর আছে ??? নাকি আমরা বন্য , নয় উরে বেড়াই নাহলে দুমড়ে মুচড়ে মাটিতে পড়ি ||
.............@misstti
# i am not misstti ...
আহা❤️
 
View attachment 169719প্রতি দিন ছাদে বসে বা জানালার ফাঁক দিয়ে দেখি পাখি গুলো ঘরে ফিরছে বা হয়তো দূর কোনো দেশ থেকে আসা বা ফিরে যাওয়ার পথে কোথাও কোনো এক গাছের ডালে বসে বিশ্রাম নেবে বলে, তড়িঘড়ি উরে যাচ্ছে আগে জায়গা দখল করতে , ঠিক আমাদের মনের মত তাই না ? রোজ আমদের মন ভাবনা চিন্তা কল্পনাতে কত দূরে কত দূরে দিগন্তে ছাপিয়ে যায়, মনপাখির উরে বেড়ানোর কোনো সীমা নেই , অন্য মানুষের বুকে ফাঁকা তাক খুঁজে সেও বিশ্রাম করে আবার উরে ছুট দেয়, কেউ কেউ সেই অন্যে মানুষ টির বুকে বাসা বেধেই থেকে যায় যদি তার মন পাখি আগন্তুক কে ধাক্কা মারে উড়িয়ে না দেয় , সে আবার হয়ে ত অন্য কারোর মনে বিশ্রাম খুঁজছে ...... কি জানি এই আমাদের মনপাখি গুলো ঘরে ফেরে কিনা . ফেরে ??? আদৌ কোনো ঘর আছে ??? নাকি আমরা বন্য , নয় উরে বেড়াই নাহলে দুমড়ে মুচড়ে মাটিতে পড়ি ||
.............@misstti
# i am not misstti ...
তোমার অনেক গুণ।
 
Done copy pest korlam , are amar key board khub সমস্যা করে তাই .... thank you
সে ঠিক আছে আমাকে বলবে পোস্ট করার সময় আমি বানান ভুল গুলো দেখে নেবো
 
View attachment 169719প্রতি দিন ছাদে বসে বা জানালার ফাঁক দিয়ে দেখি পাখি গুলো ঘরে ফিরছে বা হয়তো দূর কোনো দেশ থেকে আসা বা ফিরে যাওয়ার পথে কোথাও কোনো এক গাছের ডালে বসে বিশ্রাম নেবে বলে, তড়িঘড়ি উরে যাচ্ছে আগে জায়গা দখল করতে , ঠিক আমাদের মনের মত তাই না ? রোজ আমদের মন ভাবনা চিন্তা কল্পনাতে কত দূরে কত দূরে দিগন্তে ছাপিয়ে যায়, মনপাখির উরে বেড়ানোর কোনো সীমা নেই , অন্য মানুষের বুকে ফাঁকা তাক খুঁজে সেও বিশ্রাম করে আবার উরে ছুট দেয়, কেউ কেউ সেই অন্যে মানুষ টির বুকে বাসা বেধেই থেকে যায় যদি তার মন পাখি আগন্তুক কে ধাক্কা মারে উড়িয়ে না দেয় , সে আবার হয়ে ত অন্য কারোর মনে বিশ্রাম খুঁজছে ...... কি জানি এই আমাদের মনপাখি গুলো ঘরে ফেরে কিনা . ফেরে ??? আদৌ কোনো ঘর আছে ??? নাকি আমরা বন্য , নয় উরে বেড়াই নাহলে দুমড়ে মুচড়ে মাটিতে পড়ি ||
.............@misstti
# i am not misstti ...
খুব সুন্দর প্রস্তাবনা
 
View attachment 169719প্রতি দিন ছাদে বসে বা জানালার ফাঁক দিয়ে দেখি পাখি গুলো ঘরে ফিরছে বা হয়তো দূর কোনো দেশ থেকে আসা বা ফিরে যাওয়ার পথে কোথাও কোনো এক গাছের ডালে বসে বিশ্রাম নেবে বলে, তড়িঘড়ি উরে যাচ্ছে আগে জায়গা দখল করতে , ঠিক আমাদের মনের মত তাই না ? রোজ আমদের মন ভাবনা চিন্তা কল্পনাতে কত দূরে কত দূরে দিগন্তে ছাপিয়ে যায়, মনপাখির উরে বেড়ানোর কোনো সীমা নেই , অন্য মানুষের বুকে ফাঁকা তাক খুঁজে সেও বিশ্রাম করে আবার উরে ছুট দেয়, কেউ কেউ সেই অন্যে মানুষ টির বুকে বাসা বেধেই থেকে যায় যদি তার মন পাখি আগন্তুক কে ধাক্কা মারে উড়িয়ে না দেয় , সে আবার হয়ে ত অন্য কারোর মনে বিশ্রাম খুঁজছে ...... কি জানি এই আমাদের মনপাখি গুলো ঘরে ফেরে কিনা . ফেরে ??? আদৌ কোনো ঘর আছে ??? নাকি আমরা বন্য , নয় উরে বেড়াই নাহলে দুমড়ে মুচড়ে মাটিতে পড়ি ||
.............@misstti
# i am not misstti ...
Tui satty drawing ta khub valo korish...akjon artist tui....lekhatao besh.. :clapping:
 
View attachment 169719প্রতি দিন ছাদে বসে বা জানালার ফাঁক দিয়ে দেখি পাখি গুলো ঘরে ফিরছে বা হয়তো দূর কোনো দেশ থেকে আসা বা ফিরে যাওয়ার পথে কোথাও কোনো এক গাছের ডালে বসে বিশ্রাম নেবে বলে, তড়িঘড়ি উরে যাচ্ছে আগে জায়গা দখল করতে , ঠিক আমাদের মনের মত তাই না ? রোজ আমদের মন ভাবনা চিন্তা কল্পনাতে কত দূরে কত দূরে দিগন্তে ছাপিয়ে যায়, মনপাখির উরে বেড়ানোর কোনো সীমা নেই , অন্য মানুষের বুকে ফাঁকা তাক খুঁজে সেও বিশ্রাম করে আবার উরে ছুট দেয়, কেউ কেউ সেই অন্যে মানুষ টির বুকে বাসা বেধেই থেকে যায় যদি তার মন পাখি আগন্তুক কে ধাক্কা মারে উড়িয়ে না দেয় , সে আবার হয়ে ত অন্য কারোর মনে বিশ্রাম খুঁজছে ...... কি জানি এই আমাদের মনপাখি গুলো ঘরে ফেরে কিনা . ফেরে ??? আদৌ কোনো ঘর আছে ??? নাকি আমরা বন্য , নয় উরে বেড়াই নাহলে দুমড়ে মুচড়ে মাটিতে পড়ি ||
.............@misstti
# i am not misstti ...
অঙ্কনশৈলী খুব সুন্দর সাথে মনের ভাবনা গুলো ।
 
Top