• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

বছর শেষের মুহূর্তে

Oishi

Epic Legend
Posting Freak
বছরের শেষ দিনের দিনলিপি লিখতে বসেছি অনেক কিছু মনে পড়ছে……… সবচেয়ে উল্লেখ্য যা তা হল তোমার ফিরে আসা । কিন্তু সত্যি কি ফিরে এসেছিলে !? সেটা বুঝতে বুঝতে কেটে গেলো আরো কয়েকটা মাস। যেদিন বুঝলাম, সেদিন আমি আবার একা। যান্ত্রিকসম দিন কাটাতে লাগলাম। সকালে কোনরকমে নাকে মুখে গুজে ছুটতাম অফিসে, সেখানে কাজে ডুবে থাকতাম, বিকেলে ফিরে আসতাম আমার একাকী ঘরে। কাজ শেষ হলে পড়তাম। যে করেই হোক নিজেকে ব্যস্ত রাখার ফন্দি আটতাম।

এতকিছু পর বিধ্বস্ত আমি কথা বলার মানুষ খুঁজতে খুঁজতে এসে পড়লাম ভার্চুয়াল জগতে। এখানে কেউ কাওকে চেনে না আসল নাম জানে না শুধু জানে ওপর প্রান্তেও একটা একা মানুষ জুটে যায়। কেও নিজের কথা বলতে চাই, কেউ নিষিদ্ধ মনের গোপন আলোচনাতে মত্ত, কেউ বা এখানেও অন্য কাওকে নোংরা কথা বলে কুণ্ঠিত করতে ব্যস্ত। কেউ বন্ধুত্ত্ব খুঁজছে, কেউ বা ভালোবাসা। এখানে এসে এরম অনেক রকম মানুষের সাথে আলাপ হয়েছে। তাদের অনেক কাহিনী আমায় অনেক কিছু শিখিয়েছে। জানতে পেরেছি আমার মতনই বহু মানুষ একা ঘুরে বেড়াচ্ছে, অনবরত খুঁজে চলেছে নিজেদের ব্যস্ত রাখার ফন্দি।



আমি কিছু খুঁজতে আসিনি কখনই। কিন্তু কি করে যেন পেয়ে গেছি তাকে। বিশ্বাস, ভরসা, বন্ধুত্ত্ব, ভালোবাসা…. এমন অনেক অনুভূতির নাম সে। তাকে না পেলে এজীবনে জানতেই পারতাম না আমার জন্যেও কেউ অপেক্ষা করে, আমাকেও কেউ মিস করতে পারে। অপেক্ষার জীবনে আমার জন্য কেউ অপেক্ষা করবে…… সে ছাড়া কেউ অনুভব করায় নি আমাকে। এখন আমি জানি ঘরে ফিরলে তার একটা বার্তা পাবো, অনেকক্ষণ অফলাইন থাকলে খুঁজে বেড়াবে সে আমায়। ভবিষ্যত আমি বা আমরা কেউই জানি না। জানি এই মুহূর্তে ভালো আছি দুজনে। একটুকুই যথেষ্ট।

20231228_022815.jpg

বছরের শেষ দিনে প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব নিয়ে বসার মানুষ কোনো কালেই আমি ছিলাম না। যা গেছে তা যাওয়ারই ছিল, যা আসবে তাকেও গ্রহণ করায় শ্রেয়। আর যা থেকে যাবে তা না হয় সে আর আমি ভাগ করে নেবো।
 
বছরের শেষ দিনের দিনলিপি লিখতে বসেছি অনেক কিছু মনে পড়ছে……… সবচেয়ে উল্লেখ্য যা তা হল তোমার ফিরে আসা । কিন্তু সত্যি কি ফিরে এসেছিলে !? সেটা বুঝতে বুঝতে কেটে গেলো আরো কয়েকটা মাস। যেদিন বুঝলাম, সেদিন আমি আবার একা। যান্ত্রিকসম দিন কাটাতে লাগলাম। সকালে কোনরকমে নাকে মুখে গুজে ছুটতাম অফিসে, সেখানে কাজে ডুবে থাকতাম, বিকেলে ফিরে আসতাম আমার একাকী ঘরে। কাজ শেষ হলে পড়তাম। যে করেই হোক নিজেকে ব্যস্ত রাখার ফন্দি আটতাম।

এতকিছু পর বিধ্বস্ত আমি কথা বলার মানুষ খুঁজতে খুঁজতে এসে পড়লাম ভার্চুয়াল জগতে। এখানে কেউ কাওকে চেনে না আসল নাম জানে না শুধু জানে ওপর প্রান্তেও একটা একা মানুষ জুটে যায়। কেও নিজের কথা বলতে চাই, কেউ নিষিদ্ধ মনের গোপন আলোচনাতে মত্ত, কেউ বা এখানেও অন্য কাওকে নোংরা কথা বলে কুণ্ঠিত করতে ব্যস্ত। কেউ বন্ধুত্ত্ব খুঁজছে, কেউ বা ভালোবাসা। এখানে এসে এরম অনেক রকম মানুষের সাথে আলাপ হয়েছে। তাদের অনেক কাহিনী আমায় অনেক কিছু শিখিয়েছে। জানতে পেরেছি আমার মতনই বহু মানুষ একা ঘুরে বেড়াচ্ছে, অনবরত খুঁজে চলেছে নিজেদের ব্যস্ত রাখার ফন্দি।



আমি কিছু খুঁজতে আসিনি কখনই। কিন্তু কি করে যেন পেয়ে গেছি তাকে। বিশ্বাস, ভরসা, বন্ধুত্ত্ব, ভালোবাসা…. এমন অনেক অনুভূতির নাম সে। তাকে না পেলে এজীবনে জানতেই পারতাম না আমার জন্যেও কেউ অপেক্ষা করে, আমাকেও কেউ মিস করতে পারে। অপেক্ষার জীবনে আমার জন্য কেউ অপেক্ষা করবে…… সে ছাড়া কেউ অনুভব করায় নি আমাকে। এখন আমি জানি ঘরে ফিরলে তার একটা বার্তা পাবো, অনেকক্ষণ অফলাইন থাকলে খুঁজে বেড়াবে সে আমায়। ভবিষ্যত আমি বা আমরা কেউই জানি না। জানি এই মুহূর্তে ভালো আছি দুজনে। একটুকুই যথেষ্ট।

View attachment 191221

বছরের শেষ দিনে প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব নিয়ে বসার মানুষ কোনো কালেই আমি ছিলাম না। যা গেছে তা যাওয়ারই ছিল, যা আসবে তাকেও গ্রহণ করায় শ্রেয়। আর যা থেকে যাবে তা না হয় সে আর আমি ভাগ করে নেবো।
Khub sundar lekha ta...r tar thekeo misty tor drawing.... Happy New year 2024....khub khub valo kata new year...tor wish jeno fulfill hoi....onek onek khushi tor life voriye dik.....onek baje baje katha bolechi...parle khoma korishhh....
 
বছরের শেষ দিনের দিনলিপি লিখতে বসেছি অনেক কিছু মনে পড়ছে……… সবচেয়ে উল্লেখ্য যা তা হল তোমার ফিরে আসা । কিন্তু সত্যি কি ফিরে এসেছিলে !? সেটা বুঝতে বুঝতে কেটে গেলো আরো কয়েকটা মাস। যেদিন বুঝলাম, সেদিন আমি আবার একা। যান্ত্রিকসম দিন কাটাতে লাগলাম। সকালে কোনরকমে নাকে মুখে গুজে ছুটতাম অফিসে, সেখানে কাজে ডুবে থাকতাম, বিকেলে ফিরে আসতাম আমার একাকী ঘরে। কাজ শেষ হলে পড়তাম। যে করেই হোক নিজেকে ব্যস্ত রাখার ফন্দি আটতাম।

এতকিছু পর বিধ্বস্ত আমি কথা বলার মানুষ খুঁজতে খুঁজতে এসে পড়লাম ভার্চুয়াল জগতে। এখানে কেউ কাওকে চেনে না আসল নাম জানে না শুধু জানে ওপর প্রান্তেও একটা একা মানুষ জুটে যায়। কেও নিজের কথা বলতে চাই, কেউ নিষিদ্ধ মনের গোপন আলোচনাতে মত্ত, কেউ বা এখানেও অন্য কাওকে নোংরা কথা বলে কুণ্ঠিত করতে ব্যস্ত। কেউ বন্ধুত্ত্ব খুঁজছে, কেউ বা ভালোবাসা। এখানে এসে এরম অনেক রকম মানুষের সাথে আলাপ হয়েছে। তাদের অনেক কাহিনী আমায় অনেক কিছু শিখিয়েছে। জানতে পেরেছি আমার মতনই বহু মানুষ একা ঘুরে বেড়াচ্ছে, অনবরত খুঁজে চলেছে নিজেদের ব্যস্ত রাখার ফন্দি।



আমি কিছু খুঁজতে আসিনি কখনই। কিন্তু কি করে যেন পেয়ে গেছি তাকে। বিশ্বাস, ভরসা, বন্ধুত্ত্ব, ভালোবাসা…. এমন অনেক অনুভূতির নাম সে। তাকে না পেলে এজীবনে জানতেই পারতাম না আমার জন্যেও কেউ অপেক্ষা করে, আমাকেও কেউ মিস করতে পারে। অপেক্ষার জীবনে আমার জন্য কেউ অপেক্ষা করবে…… সে ছাড়া কেউ অনুভব করায় নি আমাকে। এখন আমি জানি ঘরে ফিরলে তার একটা বার্তা পাবো, অনেকক্ষণ অফলাইন থাকলে খুঁজে বেড়াবে সে আমায়। ভবিষ্যত আমি বা আমরা কেউই জানি না। জানি এই মুহূর্তে ভালো আছি দুজনে। একটুকুই যথেষ্ট।

View attachment 191221

বছরের শেষ দিনে প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব নিয়ে বসার মানুষ কোনো কালেই আমি ছিলাম না। যা গেছে তা যাওয়ারই ছিল, যা আসবে তাকেও গ্রহণ করায় শ্রেয়। আর যা থেকে যাবে তা না হয় সে আর আমি ভাগ করে নেবো।
খুব সুন্দর আত্ম উপলব্ধি। ভালো লাগলো।
মনের সুন্দর স্বপ্নের ছোঁয়া পেলাম তোমার নিজের আঁকা ছবির মধ্যে।
 
Last edited:
Khub sundar lekha ta...r tar thekeo misty tor drawing.... Happy New year 2024....khub khub valo kata new year...tor wish jeno fulfill hoi....onek onek khushi tor life voriye dik.....onek baje baje katha bolechi...parle khoma korishhh....
নতুন বছরে নতুন স্মৃতিরা জায়গা পাক। হ্যাপি নিউ ইয়ার :Laugh1:
 
খুব সুন্দর আত্ম উপলব্ধি। ভালো লাগলো।
মনের সুন্দর স্বপ্নের ছোঁয়া পেলাম তোমার নিজের আঁকা ছবির মধ্যে।
অনেক ধন্যবাদ এবং হ্যাপি নিউ ইয়ার
 
বছরের শেষ দিনের দিনলিপি লিখতে বসেছি অনেক কিছু মনে পড়ছে……… সবচেয়ে উল্লেখ্য যা তা হল তোমার ফিরে আসা । কিন্তু সত্যি কি ফিরে এসেছিলে !? সেটা বুঝতে বুঝতে কেটে গেলো আরো কয়েকটা মাস। যেদিন বুঝলাম, সেদিন আমি আবার একা। যান্ত্রিকসম দিন কাটাতে লাগলাম। সকালে কোনরকমে নাকে মুখে গুজে ছুটতাম অফিসে, সেখানে কাজে ডুবে থাকতাম, বিকেলে ফিরে আসতাম আমার একাকী ঘরে। কাজ শেষ হলে পড়তাম। যে করেই হোক নিজেকে ব্যস্ত রাখার ফন্দি আটতাম।

এতকিছু পর বিধ্বস্ত আমি কথা বলার মানুষ খুঁজতে খুঁজতে এসে পড়লাম ভার্চুয়াল জগতে। এখানে কেউ কাওকে চেনে না আসল নাম জানে না শুধু জানে ওপর প্রান্তেও একটা একা মানুষ জুটে যায়। কেও নিজের কথা বলতে চাই, কেউ নিষিদ্ধ মনের গোপন আলোচনাতে মত্ত, কেউ বা এখানেও অন্য কাওকে নোংরা কথা বলে কুণ্ঠিত করতে ব্যস্ত। কেউ বন্ধুত্ত্ব খুঁজছে, কেউ বা ভালোবাসা। এখানে এসে এরম অনেক রকম মানুষের সাথে আলাপ হয়েছে। তাদের অনেক কাহিনী আমায় অনেক কিছু শিখিয়েছে। জানতে পেরেছি আমার মতনই বহু মানুষ একা ঘুরে বেড়াচ্ছে, অনবরত খুঁজে চলেছে নিজেদের ব্যস্ত রাখার ফন্দি।



আমি কিছু খুঁজতে আসিনি কখনই। কিন্তু কি করে যেন পেয়ে গেছি তাকে। বিশ্বাস, ভরসা, বন্ধুত্ত্ব, ভালোবাসা…. এমন অনেক অনুভূতির নাম সে। তাকে না পেলে এজীবনে জানতেই পারতাম না আমার জন্যেও কেউ অপেক্ষা করে, আমাকেও কেউ মিস করতে পারে। অপেক্ষার জীবনে আমার জন্য কেউ অপেক্ষা করবে…… সে ছাড়া কেউ অনুভব করায় নি আমাকে। এখন আমি জানি ঘরে ফিরলে তার একটা বার্তা পাবো, অনেকক্ষণ অফলাইন থাকলে খুঁজে বেড়াবে সে আমায়। ভবিষ্যত আমি বা আমরা কেউই জানি না। জানি এই মুহূর্তে ভালো আছি দুজনে। একটুকুই যথেষ্ট।

View attachment 191221

বছরের শেষ দিনে প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব নিয়ে বসার মানুষ কোনো কালেই আমি ছিলাম না। যা গেছে তা যাওয়ারই ছিল, যা আসবে তাকেও গ্রহণ করায় শ্রেয়। আর যা থেকে যাবে তা না হয় সে আর আমি ভাগ করে নেবো।
খুব সুন্দর
 
বছরের শেষ দিনের দিনলিপি লিখতে বসেছি অনেক কিছু মনে পড়ছে……… সবচেয়ে উল্লেখ্য যা তা হল তোমার ফিরে আসা । কিন্তু সত্যি কি ফিরে এসেছিলে !? সেটা বুঝতে বুঝতে কেটে গেলো আরো কয়েকটা মাস। যেদিন বুঝলাম, সেদিন আমি আবার একা। যান্ত্রিকসম দিন কাটাতে লাগলাম। সকালে কোনরকমে নাকে মুখে গুজে ছুটতাম অফিসে, সেখানে কাজে ডুবে থাকতাম, বিকেলে ফিরে আসতাম আমার একাকী ঘরে। কাজ শেষ হলে পড়তাম। যে করেই হোক নিজেকে ব্যস্ত রাখার ফন্দি আটতাম।

এতকিছু পর বিধ্বস্ত আমি কথা বলার মানুষ খুঁজতে খুঁজতে এসে পড়লাম ভার্চুয়াল জগতে। এখানে কেউ কাওকে চেনে না আসল নাম জানে না শুধু জানে ওপর প্রান্তেও একটা একা মানুষ জুটে যায়। কেও নিজের কথা বলতে চাই, কেউ নিষিদ্ধ মনের গোপন আলোচনাতে মত্ত, কেউ বা এখানেও অন্য কাওকে নোংরা কথা বলে কুণ্ঠিত করতে ব্যস্ত। কেউ বন্ধুত্ত্ব খুঁজছে, কেউ বা ভালোবাসা। এখানে এসে এরম অনেক রকম মানুষের সাথে আলাপ হয়েছে। তাদের অনেক কাহিনী আমায় অনেক কিছু শিখিয়েছে। জানতে পেরেছি আমার মতনই বহু মানুষ একা ঘুরে বেড়াচ্ছে, অনবরত খুঁজে চলেছে নিজেদের ব্যস্ত রাখার ফন্দি।



আমি কিছু খুঁজতে আসিনি কখনই। কিন্তু কি করে যেন পেয়ে গেছি তাকে। বিশ্বাস, ভরসা, বন্ধুত্ত্ব, ভালোবাসা…. এমন অনেক অনুভূতির নাম সে। তাকে না পেলে এজীবনে জানতেই পারতাম না আমার জন্যেও কেউ অপেক্ষা করে, আমাকেও কেউ মিস করতে পারে। অপেক্ষার জীবনে আমার জন্য কেউ অপেক্ষা করবে…… সে ছাড়া কেউ অনুভব করায় নি আমাকে। এখন আমি জানি ঘরে ফিরলে তার একটা বার্তা পাবো, অনেকক্ষণ অফলাইন থাকলে খুঁজে বেড়াবে সে আমায়। ভবিষ্যত আমি বা আমরা কেউই জানি না। জানি এই মুহূর্তে ভালো আছি দুজনে। একটুকুই যথেষ্ট।

View attachment 191221

বছরের শেষ দিনে প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব নিয়ে বসার মানুষ কোনো কালেই আমি ছিলাম না। যা গেছে তা যাওয়ারই ছিল, যা আসবে তাকেও গ্রহণ করায় শ্রেয়। আর যা থেকে যাবে তা না হয় সে আর আমি ভাগ করে নেবো।
Drawing and lekha 2toi khub sundor.happy new year
 
বছরের শেষ দিনের দিনলিপি লিখতে বসেছি অনেক কিছু মনে পড়ছে……… সবচেয়ে উল্লেখ্য যা তা হল তোমার ফিরে আসা । কিন্তু সত্যি কি ফিরে এসেছিলে !? সেটা বুঝতে বুঝতে কেটে গেলো আরো কয়েকটা মাস। যেদিন বুঝলাম, সেদিন আমি আবার একা। যান্ত্রিকসম দিন কাটাতে লাগলাম। সকালে কোনরকমে নাকে মুখে গুজে ছুটতাম অফিসে, সেখানে কাজে ডুবে থাকতাম, বিকেলে ফিরে আসতাম আমার একাকী ঘরে। কাজ শেষ হলে পড়তাম। যে করেই হোক নিজেকে ব্যস্ত রাখার ফন্দি আটতাম।

এতকিছু পর বিধ্বস্ত আমি কথা বলার মানুষ খুঁজতে খুঁজতে এসে পড়লাম ভার্চুয়াল জগতে। এখানে কেউ কাওকে চেনে না আসল নাম জানে না শুধু জানে ওপর প্রান্তেও একটা একা মানুষ জুটে যায়। কেও নিজের কথা বলতে চাই, কেউ নিষিদ্ধ মনের গোপন আলোচনাতে মত্ত, কেউ বা এখানেও অন্য কাওকে নোংরা কথা বলে কুণ্ঠিত করতে ব্যস্ত। কেউ বন্ধুত্ত্ব খুঁজছে, কেউ বা ভালোবাসা। এখানে এসে এরম অনেক রকম মানুষের সাথে আলাপ হয়েছে। তাদের অনেক কাহিনী আমায় অনেক কিছু শিখিয়েছে। জানতে পেরেছি আমার মতনই বহু মানুষ একা ঘুরে বেড়াচ্ছে, অনবরত খুঁজে চলেছে নিজেদের ব্যস্ত রাখার ফন্দি।



আমি কিছু খুঁজতে আসিনি কখনই। কিন্তু কি করে যেন পেয়ে গেছি তাকে। বিশ্বাস, ভরসা, বন্ধুত্ত্ব, ভালোবাসা…. এমন অনেক অনুভূতির নাম সে। তাকে না পেলে এজীবনে জানতেই পারতাম না আমার জন্যেও কেউ অপেক্ষা করে, আমাকেও কেউ মিস করতে পারে। অপেক্ষার জীবনে আমার জন্য কেউ অপেক্ষা করবে…… সে ছাড়া কেউ অনুভব করায় নি আমাকে। এখন আমি জানি ঘরে ফিরলে তার একটা বার্তা পাবো, অনেকক্ষণ অফলাইন থাকলে খুঁজে বেড়াবে সে আমায়। ভবিষ্যত আমি বা আমরা কেউই জানি না। জানি এই মুহূর্তে ভালো আছি দুজনে। একটুকুই যথেষ্ট।

View attachment 191221

বছরের শেষ দিনে প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব নিয়ে বসার মানুষ কোনো কালেই আমি ছিলাম না। যা গেছে তা যাওয়ারই ছিল, যা আসবে তাকেও গ্রহণ করায় শ্রেয়। আর যা থেকে যাবে তা না হয় সে আর আমি ভাগ করে নে

বছরের শেষ দিনের দিনলিপি লিখতে বসেছি অনেক কিছু মনে পড়ছে……… সবচেয়ে উল্লেখ্য যা তা হল তোমার ফিরে আসা । কিন্তু সত্যি কি ফিরে এসেছিলে !? সেটা বুঝতে বুঝতে কেটে গেলো আরো কয়েকটা মাস। যেদিন বুঝলাম, সেদিন আমি আবার একা। যান্ত্রিকসম দিন কাটাতে লাগলাম। সকালে কোনরকমে নাকে মুখে গুজে ছুটতাম অফিসে, সেখানে কাজে ডুবে থাকতাম, বিকেলে ফিরে আসতাম আমার একাকী ঘরে। কাজ শেষ হলে পড়তাম। যে করেই হোক নিজেকে ব্যস্ত রাখার ফন্দি আটতাম।

এতকিছু পর বিধ্বস্ত আমি কথা বলার মানুষ খুঁজতে খুঁজতে এসে পড়লাম ভার্চুয়াল জগতে। এখানে কেউ কাওকে চেনে না আসল নাম জানে না শুধু জানে ওপর প্রান্তেও একটা একা মানুষ জুটে যায়। কেও নিজের কথা বলতে চাই, কেউ নিষিদ্ধ মনের গোপন আলোচনাতে মত্ত, কেউ বা এখানেও অন্য কাওকে নোংরা কথা বলে কুণ্ঠিত করতে ব্যস্ত। কেউ বন্ধুত্ত্ব খুঁজছে, কেউ বা ভালোবাসা। এখানে এসে এরম অনেক রকম মানুষের সাথে আলাপ হয়েছে। তাদের অনেক কাহিনী আমায় অনেক কিছু শিখিয়েছে। জানতে পেরেছি আমার মতনই বহু মানুষ একা ঘুরে বেড়াচ্ছে, অনবরত খুঁজে চলেছে নিজেদের ব্যস্ত রাখার ফন্দি।



আমি কিছু খুঁজতে আসিনি কখনই। কিন্তু কি করে যেন পেয়ে গেছি তাকে। বিশ্বাস, ভরসা, বন্ধুত্ত্ব, ভালোবাসা…. এমন অনেক অনুভূতির নাম সে। তাকে না পেলে এজীবনে জানতেই পারতাম না আমার জন্যেও কেউ অপেক্ষা করে, আমাকেও কেউ মিস করতে পারে। অপেক্ষার জীবনে আমার জন্য কেউ অপেক্ষা করবে…… সে ছাড়া কেউ অনুভব করায় নি আমাকে। এখন আমি জানি ঘরে ফিরলে তার একটা বার্তা পাবো, অনেকক্ষণ অফলাইন থাকলে খুঁজে বেড়াবে সে আমায়। ভবিষ্যত আমি বা আমরা কেউই জানি না। জানি এই মুহূর্তে ভালো আছি দুজনে। একটুকুই যথেষ্ট।

View attachment 191221

বছরের শেষ দিনে প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব নিয়ে বসার মানুষ কোনো কালেই আমি ছিলাম না। যা গেছে তা যাওয়ারই ছিল, যা আসবে তাকেও গ্রহণ করায় শ্রেয়। আর যা থেকে যাবে তা না হয় সে আর আমি ভাগ করে নেবো।
Sotty khub sundor drowning ta tomar hate kaj ache
 
বছরের শেষ দিনের দিনলিপি লিখতে বসেছি অনেক কিছু মনে পড়ছে……… সবচেয়ে উল্লেখ্য যা তা হল তোমার ফিরে আসা । কিন্তু সত্যি কি ফিরে এসেছিলে !? সেটা বুঝতে বুঝতে কেটে গেলো আরো কয়েকটা মাস। যেদিন বুঝলাম, সেদিন আমি আবার একা। যান্ত্রিকসম দিন কাটাতে লাগলাম। সকালে কোনরকমে নাকে মুখে গুজে ছুটতাম অফিসে, সেখানে কাজে ডুবে থাকতাম, বিকেলে ফিরে আসতাম আমার একাকী ঘরে। কাজ শেষ হলে পড়তাম। যে করেই হোক নিজেকে ব্যস্ত রাখার ফন্দি আটতাম।

এতকিছু পর বিধ্বস্ত আমি কথা বলার মানুষ খুঁজতে খুঁজতে এসে পড়লাম ভার্চুয়াল জগতে। এখানে কেউ কাওকে চেনে না আসল নাম জানে না শুধু জানে ওপর প্রান্তেও একটা একা মানুষ জুটে যায়। কেও নিজের কথা বলতে চাই, কেউ নিষিদ্ধ মনের গোপন আলোচনাতে মত্ত, কেউ বা এখানেও অন্য কাওকে নোংরা কথা বলে কুণ্ঠিত করতে ব্যস্ত। কেউ বন্ধুত্ত্ব খুঁজছে, কেউ বা ভালোবাসা। এখানে এসে এরম অনেক রকম মানুষের সাথে আলাপ হয়েছে। তাদের অনেক কাহিনী আমায় অনেক কিছু শিখিয়েছে। জানতে পেরেছি আমার মতনই বহু মানুষ একা ঘুরে বেড়াচ্ছে, অনবরত খুঁজে চলেছে নিজেদের ব্যস্ত রাখার ফন্দি।



আমি কিছু খুঁজতে আসিনি কখনই। কিন্তু কি করে যেন পেয়ে গেছি তাকে। বিশ্বাস, ভরসা, বন্ধুত্ত্ব, ভালোবাসা…. এমন অনেক অনুভূতির নাম সে। তাকে না পেলে এজীবনে জানতেই পারতাম না আমার জন্যেও কেউ অপেক্ষা করে, আমাকেও কেউ মিস করতে পারে। অপেক্ষার জীবনে আমার জন্য কেউ অপেক্ষা করবে…… সে ছাড়া কেউ অনুভব করায় নি আমাকে। এখন আমি জানি ঘরে ফিরলে তার একটা বার্তা পাবো, অনেকক্ষণ অফলাইন থাকলে খুঁজে বেড়াবে সে আমায়। ভবিষ্যত আমি বা আমরা কেউই জানি না। জানি এই মুহূর্তে ভালো আছি দুজনে। একটুকুই যথেষ্ট।

View attachment 191221

বছরের শেষ দিনে প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব নিয়ে বসার মানুষ কোনো কালেই আমি ছিলাম না। যা গেছে তা যাওয়ারই ছিল, যা আসবে তাকেও গ্রহণ করায় শ্রেয়। আর যা থেকে যাবে তা না হয় সে আর আমি ভাগ করে নেবো।
লেখাটা প্রথমবার যখন পড়েছি, তখন কেমন অচেনা অজানা একটা অনুভূতি কাজ করছিল। সেটা বুঝে উঠতে পারি নি এখনও। এরপর আরও অনেকবার লেখাটি পড়েছি। প্রথমবারের অনুভূতিটা এখনও পরিষ্কারভাবে বুঝতে পারি নি। তবে তোমার জীবনের একটা বছরের সারমর্ম খুব গোছানো কয়েকটি বাক্যে ঘুরেফিরে দেখতে প্রতিবারই ভাল লাগছে। ফেলে আসা জীবনের এরকম বাঁকগুলোয় তোমার হাত ধরে বেড়াতে আমার ভালই লাগে। ঠিক তোমার আঁকা এই ছবিটার মত। যেটা দেখলে বলতে মন চায়, "ঐ সুদূর নীলিমায়, মন হারিয়ে যেতে চায়, যেথায় সময় থেমে রয় তোমারই আশায়।"

না হয় তোমার লেখা শেষ লাইনের মতই, ভাগাভাগি করে একসাথে ঘুরে বেড়াবো তোমার আঁকা পৃথিবীর ঐ ভবিষ্যতের নীলেই, এক হাতের প্রতিটি আঙুলের ফাঁকে তোমার এক হাতের একটি করে আঙুলকে শক্ত করে আঁকড়ে ধরে। সেইখানে, যেখানটায় আর কেউ আগে যায় নি, যেখানে দুটি মন এক হয়ে ছবির মত জেগে রয়।
 
লেখাটা প্রথমবার যখন পড়েছি, তখন কেমন অচেনা অজানা একটা অনুভূতি কাজ করছিল। সেটা বুঝে উঠতে পারি নি এখনও। এরপর আরও অনেকবার লেখাটি পড়েছি। প্রথমবারের অনুভূতিটা এখনও পরিষ্কারভাবে বুঝতে পারি নি। তবে তোমার জীবনের একটা বছরের সারমর্ম খুব গোছানো কয়েকটি বাক্যে ঘুরেফিরে দেখতে প্রতিবারই ভাল লাগছে। ফেলে আসা জীবনের এরকম বাঁকগুলোয় তোমার হাত ধরে বেড়াতে আমার ভালই লাগে। ঠিক তোমার আঁকা এই ছবিটার মত। যেটা দেখলে বলতে মন চায়, "ঐ সুদূর নীলিমায়, মন হারিয়ে যেতে চায়, যেথায় সময় থেমে রয় তোমারই আশায়।"

না হয় তোমার লেখা শেষ লাইনের মতই, ভাগাভাগি করে একসাথে ঘুরে বেড়াবো তোমার আঁকা পৃথিবীর ঐ ভবিষ্যতের নীলেই, এক হাতের প্রতিটি আঙুলের ফাঁকে তোমার এক হাতের একটি করে আঙুলকে শক্ত করে আঁকড়ে ধরে। সেইখানে, যেখানটায় আর কেউ আগে যায় নি, যেখানে দুটি মন এক হয়ে ছবির মত জেগে রয়।
Chamot kar oti sunder
 
Last edited:
বছরের শেষ দিনের দিনলিপি লিখতে বসেছি অনেক কিছু মনে পড়ছে……… সবচেয়ে উল্লেখ্য যা তা হল তোমার ফিরে আসা । কিন্তু সত্যি কি ফিরে এসেছিলে !? সেটা বুঝতে বুঝতে কেটে গেলো আরো কয়েকটা মাস। যেদিন বুঝলাম, সেদিন আমি আবার একা। যান্ত্রিকসম দিন কাটাতে লাগলাম। সকালে কোনরকমে নাকে মুখে গুজে ছুটতাম অফিসে, সেখানে কাজে ডুবে থাকতাম, বিকেলে ফিরে আসতাম আমার একাকী ঘরে। কাজ শেষ হলে পড়তাম। যে করেই হোক নিজেকে ব্যস্ত রাখার ফন্দি আটতাম।

এতকিছু পর বিধ্বস্ত আমি কথা বলার মানুষ খুঁজতে খুঁজতে এসে পড়লাম ভার্চুয়াল জগতে। এখানে কেউ কাওকে চেনে না আসল নাম জানে না শুধু জানে ওপর প্রান্তেও একটা একা মানুষ জুটে যায়। কেও নিজের কথা বলতে চাই, কেউ নিষিদ্ধ মনের গোপন আলোচনাতে মত্ত, কেউ বা এখানেও অন্য কাওকে নোংরা কথা বলে কুণ্ঠিত করতে ব্যস্ত। কেউ বন্ধুত্ত্ব খুঁজছে, কেউ বা ভালোবাসা। এখানে এসে এরম অনেক রকম মানুষের সাথে আলাপ হয়েছে। তাদের অনেক কাহিনী আমায় অনেক কিছু শিখিয়েছে। জানতে পেরেছি আমার মতনই বহু মানুষ একা ঘুরে বেড়াচ্ছে, অনবরত খুঁজে চলেছে নিজেদের ব্যস্ত রাখার ফন্দি।



আমি কিছু খুঁজতে আসিনি কখনই। কিন্তু কি করে যেন পেয়ে গেছি তাকে। বিশ্বাস, ভরসা, বন্ধুত্ত্ব, ভালোবাসা…. এমন অনেক অনুভূতির নাম সে। তাকে না পেলে এজীবনে জানতেই পারতাম না আমার জন্যেও কেউ অপেক্ষা করে, আমাকেও কেউ মিস করতে পারে। অপেক্ষার জীবনে আমার জন্য কেউ অপেক্ষা করবে…… সে ছাড়া কেউ অনুভব করায় নি আমাকে। এখন আমি জানি ঘরে ফিরলে তার একটা বার্তা পাবো, অনেকক্ষণ অফলাইন থাকলে খুঁজে বেড়াবে সে আমায়। ভবিষ্যত আমি বা আমরা কেউই জানি না। জানি এই মুহূর্তে ভালো আছি দুজনে। একটুকুই যথেষ্ট।

View attachment 191221

বছরের শেষ দিনে প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব নিয়ে বসার মানুষ কোনো কালেই আমি ছিলাম না। যা গেছে তা যাওয়ারই ছিল, যা আসবে তাকেও গ্রহণ করায় শ্রেয়। আর যা থেকে যাবে তা না হয় সে আর আমি ভাগ করে নেবো।
Aj abr ekbr tmr lekha ta porlm ..eto kotha ki kre ei koyak ta line e lekha Jai otai bhabche ..amr mone hoi somoi katate tmr lekhar upr o ektu jor dao uchit.
 
লেখাটা প্রথমবার যখন পড়েছি, তখন কেমন অচেনা অজানা একটা অনুভূতি কাজ করছিল। সেটা বুঝে উঠতে পারি নি এখনও। এরপর আরও অনেকবার লেখাটি পড়েছি। প্রথমবারের অনুভূতিটা এখনও পরিষ্কারভাবে বুঝতে পারি নি। তবে তোমার জীবনের একটা বছরের সারমর্ম খুব গোছানো কয়েকটি বাক্যে ঘুরেফিরে দেখতে প্রতিবারই ভাল লাগছে। ফেলে আসা জীবনের এরকম বাঁকগুলোয় তোমার হাত ধরে বেড়াতে আমার ভালই লাগে। ঠিক তোমার আঁকা এই ছবিটার মত। যেটা দেখলে বলতে মন চায়, "ঐ সুদূর নীলিমায়, মন হারিয়ে যেতে চায়, যেথায় সময় থেমে রয় তোমারই আশায়।"

না হয় তোমার লেখা শেষ লাইনের মতই, ভাগাভাগি করে একসাথে ঘুরে বেড়াবো তোমার আঁকা পৃথিবীর ঐ ভবিষ্যতের নীলেই, এক হাতের প্রতিটি আঙুলের ফাঁকে তোমার এক হাতের একটি করে আঙুলকে শক্ত করে আঁকড়ে ধরে। সেইখানে, যেখানটায় আর কেউ আগে যায় নি, যেখানে দুটি মন এক হয়ে ছবির মত জেগে রয়।
অফুরান ভালোবাসা
 
Chamot kar oti sunder
Aj abr ekbr tmr lekha ta porlm ..eto kotha ki kre ei koyak ta line e lekha Jai otai bhabche ..amr mone hoi somoi katate tmr lekhar upr o ektu jor dao uchit.
যা মনে এসেছে লিখে গেছি। ভালো লেগেছে জেনে আমার ভালো লাগছে :blush:
 
আমি আজ পড়লাম.. খুব ভালো লাগলো.. আর এটাও ভালো লাগলো অনেকটা মিল ছিল আমাদের গল্পের মতোন.. যাই হোক ভালো থেকো... ভালো রেখো..
 
আমি আজ পড়লাম.. খুব ভালো লাগলো.. আর এটাও ভালো লাগলো অনেকটা মিল ছিল আমাদের গল্পের মতোন.. যাই হোক ভালো থেকো... ভালো রেখো..
:heart1:
 
বছরের শেষ দিনের দিনলিপি লিখতে বসেছি অনেক কিছু মনে পড়ছে……… সবচেয়ে উল্লেখ্য যা তা হল তোমার ফিরে আসা । কিন্তু সত্যি কি ফিরে এসেছিলে !? সেটা বুঝতে বুঝতে কেটে গেলো আরো কয়েকটা মাস। যেদিন বুঝলাম, সেদিন আমি আবার একা। যান্ত্রিকসম দিন কাটাতে লাগলাম। সকালে কোনরকমে নাকে মুখে গুজে ছুটতাম অফিসে, সেখানে কাজে ডুবে থাকতাম, বিকেলে ফিরে আসতাম আমার একাকী ঘরে। কাজ শেষ হলে পড়তাম। যে করেই হোক নিজেকে ব্যস্ত রাখার ফন্দি আটতাম।

এতকিছু পর বিধ্বস্ত আমি কথা বলার মানুষ খুঁজতে খুঁজতে এসে পড়লাম ভার্চুয়াল জগতে। এখানে কেউ কাওকে চেনে না আসল নাম জানে না শুধু জানে ওপর প্রান্তেও একটা একা মানুষ জুটে যায়। কেও নিজের কথা বলতে চাই, কেউ নিষিদ্ধ মনের গোপন আলোচনাতে মত্ত, কেউ বা এখানেও অন্য কাওকে নোংরা কথা বলে কুণ্ঠিত করতে ব্যস্ত। কেউ বন্ধুত্ত্ব খুঁজছে, কেউ বা ভালোবাসা। এখানে এসে এরম অনেক রকম মানুষের সাথে আলাপ হয়েছে। তাদের অনেক কাহিনী আমায় অনেক কিছু শিখিয়েছে। জানতে পেরেছি আমার মতনই বহু মানুষ একা ঘুরে বেড়াচ্ছে, অনবরত খুঁজে চলেছে নিজেদের ব্যস্ত রাখার ফন্দি।



আমি কিছু খুঁজতে আসিনি কখনই। কিন্তু কি করে যেন পেয়ে গেছি তাকে। বিশ্বাস, ভরসা, বন্ধুত্ত্ব, ভালোবাসা…. এমন অনেক অনুভূতির নাম সে। তাকে না পেলে এজীবনে জানতেই পারতাম না আমার জন্যেও কেউ অপেক্ষা করে, আমাকেও কেউ মিস করতে পারে। অপেক্ষার জীবনে আমার জন্য কেউ অপেক্ষা করবে…… সে ছাড়া কেউ অনুভব করায় নি আমাকে। এখন আমি জানি ঘরে ফিরলে তার একটা বার্তা পাবো, অনেকক্ষণ অফলাইন থাকলে খুঁজে বেড়াবে সে আমায়। ভবিষ্যত আমি বা আমরা কেউই জানি না। জানি এই মুহূর্তে ভালো আছি দুজনে। একটুকুই যথেষ্ট।

View attachment 191221

বছরের শেষ দিনে প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব নিয়ে বসার মানুষ কোনো কালেই আমি ছিলাম না। যা গেছে তা যাওয়ারই ছিল, যা আসবে তাকেও গ্রহণ করায় শ্রেয়। আর যা থেকে যাবে তা না হয় সে আর আমি ভাগ করে নেবো।
জানু.....এটা তো পুরো আমার মনের কথা:hearteyes:
নতুন বছর খুব খুব খুব ভাল কাটুক.........মনের অন্তঃস্থল থেকে এই প্রার্থনা করি
 
Top