বছরের শেষ দিনের দিনলিপি লিখতে বসেছি অনেক কিছু মনে পড়ছে……… সবচেয়ে উল্লেখ্য যা তা হল তোমার ফিরে আসা । কিন্তু সত্যি কি ফিরে এসেছিলে !? সেটা বুঝতে বুঝতে কেটে গেলো আরো কয়েকটা মাস। যেদিন বুঝলাম, সেদিন আমি আবার একা। যান্ত্রিকসম দিন কাটাতে লাগলাম। সকালে কোনরকমে নাকে মুখে গুজে ছুটতাম অফিসে, সেখানে কাজে ডুবে থাকতাম, বিকেলে ফিরে আসতাম আমার একাকী ঘরে। কাজ শেষ হলে পড়তাম। যে করেই হোক নিজেকে ব্যস্ত রাখার ফন্দি আটতাম।
এতকিছু পর বিধ্বস্ত আমি কথা বলার মানুষ খুঁজতে খুঁজতে এসে পড়লাম ভার্চুয়াল জগতে। এখানে কেউ কাওকে চেনে না আসল নাম জানে না শুধু জানে ওপর প্রান্তেও একটা একা মানুষ জুটে যায়। কেও নিজের কথা বলতে চাই, কেউ নিষিদ্ধ মনের গোপন আলোচনাতে মত্ত, কেউ বা এখানেও অন্য কাওকে নোংরা কথা বলে কুণ্ঠিত করতে ব্যস্ত। কেউ বন্ধুত্ত্ব খুঁজছে, কেউ বা ভালোবাসা। এখানে এসে এরম অনেক রকম মানুষের সাথে আলাপ হয়েছে। তাদের অনেক কাহিনী আমায় অনেক কিছু শিখিয়েছে। জানতে পেরেছি আমার মতনই বহু মানুষ একা ঘুরে বেড়াচ্ছে, অনবরত খুঁজে চলেছে নিজেদের ব্যস্ত রাখার ফন্দি।
আমি কিছু খুঁজতে আসিনি কখনই। কিন্তু কি করে যেন পেয়ে গেছি তাকে। বিশ্বাস, ভরসা, বন্ধুত্ত্ব, ভালোবাসা…. এমন অনেক অনুভূতির নাম সে। তাকে না পেলে এজীবনে জানতেই পারতাম না আমার জন্যেও কেউ অপেক্ষা করে, আমাকেও কেউ মিস করতে পারে। অপেক্ষার জীবনে আমার জন্য কেউ অপেক্ষা করবে…… সে ছাড়া কেউ অনুভব করায় নি আমাকে। এখন আমি জানি ঘরে ফিরলে তার একটা বার্তা পাবো, অনেকক্ষণ অফলাইন থাকলে খুঁজে বেড়াবে সে আমায়। ভবিষ্যত আমি বা আমরা কেউই জানি না। জানি এই মুহূর্তে ভালো আছি দুজনে। একটুকুই যথেষ্ট।
বছরের শেষ দিনে প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব নিয়ে বসার মানুষ কোনো কালেই আমি ছিলাম না। যা গেছে তা যাওয়ারই ছিল, যা আসবে তাকেও গ্রহণ করায় শ্রেয়। আর যা থেকে যাবে তা না হয় সে আর আমি ভাগ করে নেবো।
এতকিছু পর বিধ্বস্ত আমি কথা বলার মানুষ খুঁজতে খুঁজতে এসে পড়লাম ভার্চুয়াল জগতে। এখানে কেউ কাওকে চেনে না আসল নাম জানে না শুধু জানে ওপর প্রান্তেও একটা একা মানুষ জুটে যায়। কেও নিজের কথা বলতে চাই, কেউ নিষিদ্ধ মনের গোপন আলোচনাতে মত্ত, কেউ বা এখানেও অন্য কাওকে নোংরা কথা বলে কুণ্ঠিত করতে ব্যস্ত। কেউ বন্ধুত্ত্ব খুঁজছে, কেউ বা ভালোবাসা। এখানে এসে এরম অনেক রকম মানুষের সাথে আলাপ হয়েছে। তাদের অনেক কাহিনী আমায় অনেক কিছু শিখিয়েছে। জানতে পেরেছি আমার মতনই বহু মানুষ একা ঘুরে বেড়াচ্ছে, অনবরত খুঁজে চলেছে নিজেদের ব্যস্ত রাখার ফন্দি।
আমি কিছু খুঁজতে আসিনি কখনই। কিন্তু কি করে যেন পেয়ে গেছি তাকে। বিশ্বাস, ভরসা, বন্ধুত্ত্ব, ভালোবাসা…. এমন অনেক অনুভূতির নাম সে। তাকে না পেলে এজীবনে জানতেই পারতাম না আমার জন্যেও কেউ অপেক্ষা করে, আমাকেও কেউ মিস করতে পারে। অপেক্ষার জীবনে আমার জন্য কেউ অপেক্ষা করবে…… সে ছাড়া কেউ অনুভব করায় নি আমাকে। এখন আমি জানি ঘরে ফিরলে তার একটা বার্তা পাবো, অনেকক্ষণ অফলাইন থাকলে খুঁজে বেড়াবে সে আমায়। ভবিষ্যত আমি বা আমরা কেউই জানি না। জানি এই মুহূর্তে ভালো আছি দুজনে। একটুকুই যথেষ্ট।
বছরের শেষ দিনে প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব নিয়ে বসার মানুষ কোনো কালেই আমি ছিলাম না। যা গেছে তা যাওয়ারই ছিল, যা আসবে তাকেও গ্রহণ করায় শ্রেয়। আর যা থেকে যাবে তা না হয় সে আর আমি ভাগ করে নেবো।