Day_Dreamer
Favoured Frenzy
আষাঢ় :
আজ আবার ঝড় উঠতে তোমার কথা মনে পড়ছিল
তাই ক্যাসেট গুলো বাজিয়েছি সারা সন্ধ্যে জুড়ে -
সেই যেবার তুমি ব্যালকনিতে স্লিপ কেটে,পা ভেঙে বসলে
সারা মাস তোমার মাথার পাশে বসে
এই গান গুলো দিয়েই আষাঢ় কাটিয়েছিলাম দুজনে
আজ আবার একটা দিন কাটলো,
গত একাশি টার মতোই -
এখন মাঝে মধ্যে চড়ুই আসে জানলায়
তোমার কথা জিগালে আমি চুপ করে থাকি,
ওরা ঘরে ফিরে যায় নিঃশব্দে
খোলা জানলা গলেও আসো না তুমি
কোনো চিঠি ও আসেনা, হয়ত পাঠাও না
কিজানি পাহাড়ে আছো বোধ হয়
যেখানে গ্যালারি ঘিরে কালপুরুষরা রাত জেগে থাকে
জোনাকির গানে মেতে..
এখন একটা পাহাড়ি নদীর পাশে বসে -
তোমার প্রিয় ভাস্কর পড়ছি ,
বৃষ্টির রাতের মতো তুমি আবছা
আমার ভালবাসা তোমার জোনাকির দল জানে
পালিয়ে যাবে বলতে,এভাবে পালাবে তা ভাবিনি
একটা কবরের ঘরে কিভাবে বন্দী আছো এতদিন?
তোমার প্রিয় সূর্যমুখী গুলো শুকিয়ে গেছে
সূর্যমুখীরা মরে না,জোনাকি হয়ে ফিরে আসে তোমার আষাঢ় মাসে !
আজ আবার ঝড় উঠতে তোমার কথা মনে পড়ছিল
তাই ক্যাসেট গুলো বাজিয়েছি সারা সন্ধ্যে জুড়ে -
সেই যেবার তুমি ব্যালকনিতে স্লিপ কেটে,পা ভেঙে বসলে
সারা মাস তোমার মাথার পাশে বসে
এই গান গুলো দিয়েই আষাঢ় কাটিয়েছিলাম দুজনে
আজ আবার একটা দিন কাটলো,
গত একাশি টার মতোই -
এখন মাঝে মধ্যে চড়ুই আসে জানলায়
তোমার কথা জিগালে আমি চুপ করে থাকি,
ওরা ঘরে ফিরে যায় নিঃশব্দে
খোলা জানলা গলেও আসো না তুমি
কোনো চিঠি ও আসেনা, হয়ত পাঠাও না
কিজানি পাহাড়ে আছো বোধ হয়
যেখানে গ্যালারি ঘিরে কালপুরুষরা রাত জেগে থাকে
জোনাকির গানে মেতে..
এখন একটা পাহাড়ি নদীর পাশে বসে -
তোমার প্রিয় ভাস্কর পড়ছি ,
বৃষ্টির রাতের মতো তুমি আবছা
আমার ভালবাসা তোমার জোনাকির দল জানে
পালিয়ে যাবে বলতে,এভাবে পালাবে তা ভাবিনি
একটা কবরের ঘরে কিভাবে বন্দী আছো এতদিন?
তোমার প্রিয় সূর্যমুখী গুলো শুকিয়ে গেছে
সূর্যমুখীরা মরে না,জোনাকি হয়ে ফিরে আসে তোমার আষাঢ় মাসে !