Abir91
Active Ranker
হয়তো আবির আবার আসবে ফিরে,
বলবে তোমায় জরিয়ে ধরে।
থাকবে কি তুমি ওগো?
নিশিত রাতে জ্যোনাকি হয়ে।
হয়তো আবির আবার আসবে ফিরে,
বলবে তোমায় জরিয়ে ধরে।
বিকাল বেলার ঐ সোনালী রোদে,
এলোমেলো ওই তোমার চুলে!
মন খারাপ এর দেশে যাবো,
সঙ্গে তুমি নাই বা এলে।
হয়তো আবির আবার আসবে ফিরে,
বলবে তোমায় জরিয়ে ধরে।
গৌধুলি বেলার রাঙ্গা আকাশে,
হারিয়ে যাবো তোমায় নিয়ে মায়ার দেশে।
আবেগময় মুহুর্তে ওগো,
বইবে সুগন্ধি
আকাশে বাতাসে।
হয়তো আবির আবার আসবে ফিরে,
বলবে তোমায় জরিয়ে ধরে।
বলবে তোমায় জরিয়ে ধরে।
থাকবে কি তুমি ওগো?
নিশিত রাতে জ্যোনাকি হয়ে।
হয়তো আবির আবার আসবে ফিরে,
বলবে তোমায় জরিয়ে ধরে।
বিকাল বেলার ঐ সোনালী রোদে,
এলোমেলো ওই তোমার চুলে!
মন খারাপ এর দেশে যাবো,
সঙ্গে তুমি নাই বা এলে।
হয়তো আবির আবার আসবে ফিরে,
বলবে তোমায় জরিয়ে ধরে।
গৌধুলি বেলার রাঙ্গা আকাশে,
হারিয়ে যাবো তোমায় নিয়ে মায়ার দেশে।
আবেগময় মুহুর্তে ওগো,
বইবে সুগন্ধি
আকাশে বাতাসে।
হয়তো আবির আবার আসবে ফিরে,
বলবে তোমায় জরিয়ে ধরে।