এই ফোরামে আমি নতুন, গৃহহারা হয়ে এখানে আসা। এখানেই বসতী গড়তে চাই। প্রায় ৮ বছর আগের একটি লেখা দিয়ে শুরু করলাম আজ। ক্ষমা করবেন। শান্তি...
সাঁঝ দরিয়ার আলতা গোলা জলে মেঘলা নাওয়ের চলা শুরু হতে না হতেই রাতের বুড়ি অরুণ শিখা নিভিয়ে দিলেন
কেননা অম্বরি তার নীল সারিটা বদলে পরে নেবে শোকবর্ণ বসন ।
তার ললাটে থাকবে শাদা টিপ;
যেন রবিন্দ্র প্রেমিকা কৃষ্ণকলির খোঁপায় গোঁজা শাপলা ।
অভ্ররানীর এ সাঁজ আজ সেই সকল জীবের জন্য,
যারা ভাগ্যভরসায় আর সৌন্দর্যের ছায় দিন কাটায় ।
হয়ত তেমনি কারও ঘরে আজ প্রদোষ-প্রদীপ জ্বলেনি,
তাই স্রষ্টা এই দ্বিপ জ্বালালেন তার ঘর আলকিত করতে ।
হয়ত হিমেল হেমন্ত রাতে সেই জীব শীতার্ত,
তাই চাঁদটা অপারগতা সত্ত্বেও চেষ্টা করছে কিছুটা উত্তাপ ছড়িয়ে তাকে উষ্ণ করার জন্য ।
এমনি হাজার সাহায্য পেয়ে থাকি আপনার কাছ থেকে,
তাই ম্লান বদনে কিন্তু কৃতার্থ ও উতফুল্ল মনে ধন্যবাদ জানাই ।
22:33; 24-11-2015
সাঁঝ দরিয়ার আলতা গোলা জলে মেঘলা নাওয়ের চলা শুরু হতে না হতেই রাতের বুড়ি অরুণ শিখা নিভিয়ে দিলেন
কেননা অম্বরি তার নীল সারিটা বদলে পরে নেবে শোকবর্ণ বসন ।
তার ললাটে থাকবে শাদা টিপ;
যেন রবিন্দ্র প্রেমিকা কৃষ্ণকলির খোঁপায় গোঁজা শাপলা ।
অভ্ররানীর এ সাঁজ আজ সেই সকল জীবের জন্য,
যারা ভাগ্যভরসায় আর সৌন্দর্যের ছায় দিন কাটায় ।
হয়ত তেমনি কারও ঘরে আজ প্রদোষ-প্রদীপ জ্বলেনি,
তাই স্রষ্টা এই দ্বিপ জ্বালালেন তার ঘর আলকিত করতে ।
হয়ত হিমেল হেমন্ত রাতে সেই জীব শীতার্ত,
তাই চাঁদটা অপারগতা সত্ত্বেও চেষ্টা করছে কিছুটা উত্তাপ ছড়িয়ে তাকে উষ্ণ করার জন্য ।
এমনি হাজার সাহায্য পেয়ে থাকি আপনার কাছ থেকে,
তাই ম্লান বদনে কিন্তু কৃতার্থ ও উতফুল্ল মনে ধন্যবাদ জানাই ।
22:33; 24-11-2015