******* রাই *****
## ##
শ্যাম সোহাগী রাইএর কানে
শ্যামের বাঁশি বেজেই চলে,
ঘরকণ্যা চুলোয় গেছে
বাঁশির সাথে কথা বলে।
সখিরা সব অবাক হয়ে
তাকিয়ে থাকে রাই এর পানে,
চেষ্টা করে মনটা আবার
ফিরিয়ে আনে গানে গানে।
চটক ভেঙে রাই বলে,
চল সখি চল যমুনা ঘাটে,
এখুনি তো সন্ধ্যা হবে
সূর্য যাবে উল্টো পাটে।
বাঁশির ডাকে পাগোল পারা
রাই ছুটে যায় কদম তলে,
শ্যামের সোহাগ শরীর জুড়ে
কৃষ্ণ দেখে যমুনার জলে। ****
## ##
শ্যাম সোহাগী রাইএর কানে
শ্যামের বাঁশি বেজেই চলে,
ঘরকণ্যা চুলোয় গেছে
বাঁশির সাথে কথা বলে।
সখিরা সব অবাক হয়ে
তাকিয়ে থাকে রাই এর পানে,
চেষ্টা করে মনটা আবার
ফিরিয়ে আনে গানে গানে।
চটক ভেঙে রাই বলে,
চল সখি চল যমুনা ঘাটে,
এখুনি তো সন্ধ্যা হবে
সূর্য যাবে উল্টো পাটে।
বাঁশির ডাকে পাগোল পারা
রাই ছুটে যায় কদম তলে,
শ্যামের সোহাগ শরীর জুড়ে
কৃষ্ণ দেখে যমুনার জলে। ****