জীবনে কত কিছু পাওয়া না পাওয়ার সাক্ষী এই ডিসেম্বার। আরে ঐ বছরটা, যে বছর আলসে রোদের খামে নতুন মানুষটা এসেছিল মন খারাপী অশ্রু সরিয়ে দিয়ে। বা ঐ বছরটা, যে বছর নতুন পাওয়া কাজের আনন্দে আরো একবার প্রাণ ফিরে পেয়েছিল স্তব্ধ বোহেমিয়ান জীবন। কিংবা ঐ বছরটা, যে বছর প্রিয় মানুষের বিয়োগে শীতের বাহারি ডাকটিকিট তার ঠিকানা হারিয়েছিল। চোখ ভিজে যাচ্ছিল কান্নায়, কিন্তু দুচোখে শীত আঁকতে পারেনি ডিসেম্বার।
আসলে কি জানো তো, নাছোড় স্মৃতির আঁচড়গুলো অল্পবিস্তর সবার জীবনেই থেকে যাবে। তবুও এই ডিসেম্বারের এলোমেলো চেনা রোদ ক্ষণিকের আশ্রয় খোঁজার চেষ্টা বাড়িয়ে দেয় বারবার। কোথাও যেন এই শীতের শহরের রংবাহারি আলো জানিয়ে দেয় উপসংহারেও বেঁচে থাকা যায়। এই আলোই টিমটিম করে জ্বলে, রাত পেরিয়ে ভোর প্রসব করে, আবার সকাল হয়।
️ @DopeNheaven
#আলোবিক্রেতা
আসলে কি জানো তো, নাছোড় স্মৃতির আঁচড়গুলো অল্পবিস্তর সবার জীবনেই থেকে যাবে। তবুও এই ডিসেম্বারের এলোমেলো চেনা রোদ ক্ষণিকের আশ্রয় খোঁজার চেষ্টা বাড়িয়ে দেয় বারবার। কোথাও যেন এই শীতের শহরের রংবাহারি আলো জানিয়ে দেয় উপসংহারেও বেঁচে থাকা যায়। এই আলোই টিমটিম করে জ্বলে, রাত পেরিয়ে ভোর প্রসব করে, আবার সকাল হয়।
️ @DopeNheaven
#আলোবিক্রেতা