Bose Arun
Favoured Frenzy
**** মনের দরজা *******
&& &&
আমি আমার লুকোনো মনের দরজা
বন্ধ করে দিয়েছি,
কেননা আমার ভালবাসা
আমার থেকে অনেক অনেক দূরে ।
আমার মনের অদ্ভূত বণ্য চিন্তা গুলো
ক্লান্তির সাথে, আমার স্বপ্নে দেখা
ভোরের রাজ্যে ,রক্তিম সূর্যে অস্ত গিয়েছে ।
এখন আমি আমার মনটাকে
এমন একটা জায়গায় রেখেছি,
যেখানে ছোটোছোটো চিন্তা গুলো
কুয়াশা ঢাকা ঠান্ডা বরফের মতো নিঃস্তব্ধ ।
যেখান থেকে বিসন্ন স্বর্ণালী বাতাসও
চুরি হয়ে গেছে । কেননা সে নেই………
ভালোবাসা আমার থেকে অনেক দূরে ।
বিশাল সময়ের মাঝে আমি ঘর বেঁধেছি ,
যেখানে এক সময়ে আমি উজ্জ্বল
জীবনের রশ্মিকে হাত দিয়ে
ছুঁয়েছিলাম ক্লান্ত দরজার মধ্য দিয়ে ।
যেখানে ফুলেরা খেলা করতে পারতো,
মৃত্যুহীন ঝরণার গন্ধ জড়িয়ে
থাকতে পারতো আমার হৃদয় ।
বহু দিন একাএকা আছি, আমি
হারিয়ে ফেলেছি মিষ্টি ঝরনার পাগলামি,
ভুলে গেছি চিৎকার করে হাসতে,
ভুলে গেছি চুম্বন করতে……..
আমি হারিয়ে ফেলেছি আমার
মনের সব আনন্দকে ।
তবু আমি অপেক্ষা করে আছি
আমার মনের দরজা খোলার,
যে দরজা আমি নিজের হাতে
বন্ধ করেছিলাম, কেননা সে নেই ।
ভালবাসা আমার থেকে
অনেক অনেক দূরে ।...............
&& &&
আমি আমার লুকোনো মনের দরজা
বন্ধ করে দিয়েছি,
কেননা আমার ভালবাসা
আমার থেকে অনেক অনেক দূরে ।
আমার মনের অদ্ভূত বণ্য চিন্তা গুলো
ক্লান্তির সাথে, আমার স্বপ্নে দেখা
ভোরের রাজ্যে ,রক্তিম সূর্যে অস্ত গিয়েছে ।
এখন আমি আমার মনটাকে
এমন একটা জায়গায় রেখেছি,
যেখানে ছোটোছোটো চিন্তা গুলো
কুয়াশা ঢাকা ঠান্ডা বরফের মতো নিঃস্তব্ধ ।
যেখান থেকে বিসন্ন স্বর্ণালী বাতাসও
চুরি হয়ে গেছে । কেননা সে নেই………
ভালোবাসা আমার থেকে অনেক দূরে ।
বিশাল সময়ের মাঝে আমি ঘর বেঁধেছি ,
যেখানে এক সময়ে আমি উজ্জ্বল
জীবনের রশ্মিকে হাত দিয়ে
ছুঁয়েছিলাম ক্লান্ত দরজার মধ্য দিয়ে ।
যেখানে ফুলেরা খেলা করতে পারতো,
মৃত্যুহীন ঝরণার গন্ধ জড়িয়ে
থাকতে পারতো আমার হৃদয় ।
বহু দিন একাএকা আছি, আমি
হারিয়ে ফেলেছি মিষ্টি ঝরনার পাগলামি,
ভুলে গেছি চিৎকার করে হাসতে,
ভুলে গেছি চুম্বন করতে……..
আমি হারিয়ে ফেলেছি আমার
মনের সব আনন্দকে ।
তবু আমি অপেক্ষা করে আছি
আমার মনের দরজা খোলার,
যে দরজা আমি নিজের হাতে
বন্ধ করেছিলাম, কেননা সে নেই ।
ভালবাসা আমার থেকে
অনেক অনেক দূরে ।...............