ক্ষুদ্র ক্ষুদ্র কথা কিছু,
ভাবনা তুচ্ছ তুচ্ছ ;
রেশ যে ছড়ায় মাথার ভিতর-
যেমন ময়ূর পুচ্ছ।
মস্তিষ্ক আর হৃদয়ে
তার, হল অধিকার;
কলম আমার চলল আবার
যদিও- নয় সে ক্ষুরধার।
ভাবনা তুচ্ছ তুচ্ছ ;
রেশ যে ছড়ায় মাথার ভিতর-
যেমন ময়ূর পুচ্ছ।
মস্তিষ্ক আর হৃদয়ে
তার, হল অধিকার;
কলম আমার চলল আবার
যদিও- নয় সে ক্ষুরধার।