বড়োবেলায় আমরা আর প্রেমে পড়িনা। আমরা আশ্রয়ে পড়ি। ক্লান্ত অবশ্রান্ত শরীর মন নিয়ে জাপটে ধরি উল্টোদিকের মানুষটাকে।
আমরা আর অধিকার দেখাইনা,অভিমান করি। ঠোঁট ফুলিয়ে বলতে পারিনা,'থেকে যাও, তোমার থেকে যাওয়াটা দরকার'।
দায়িত্ব নিতে শিখি, পালনও করতে শিখি।
আসতে আসতে বুঝতে পারি জীবন মানে চারচাকা গাড়ি,প্রাসাদের ন্যায় বাড়ি বা শুধুই বিলাসবহুল জীবনযাপন নয়। জীবন আসলে একটা মানুষ,একটা শান্তির কোল বা হয়তো জীবন একটা রহস্যের মতো-আমরা কেউ সেখানে ফেলুদা, কেউ ব্যোমকেশ, কেউ কিরীটি -আর পরিচালক সেখানে পরিস্থিতি!
বড়োবেলায় আমরা আর প্রেমে পড়িনা। স্নেহাতুর মানুষের আলিঙ্গনে পড়ি। আমরা আশ্রয়ে পড়ি।
খুব দামী কথাগুলো.. প্রেমে পড়তে ভালোবাসি
(ফেসবুক থেকে সংগৃহীত)
আমরা আর অধিকার দেখাইনা,অভিমান করি। ঠোঁট ফুলিয়ে বলতে পারিনা,'থেকে যাও, তোমার থেকে যাওয়াটা দরকার'।
দায়িত্ব নিতে শিখি, পালনও করতে শিখি।
আসতে আসতে বুঝতে পারি জীবন মানে চারচাকা গাড়ি,প্রাসাদের ন্যায় বাড়ি বা শুধুই বিলাসবহুল জীবনযাপন নয়। জীবন আসলে একটা মানুষ,একটা শান্তির কোল বা হয়তো জীবন একটা রহস্যের মতো-আমরা কেউ সেখানে ফেলুদা, কেউ ব্যোমকেশ, কেউ কিরীটি -আর পরিচালক সেখানে পরিস্থিতি!
বড়োবেলায় আমরা আর প্রেমে পড়িনা। স্নেহাতুর মানুষের আলিঙ্গনে পড়ি। আমরা আশ্রয়ে পড়ি।
খুব দামী কথাগুলো.. প্রেমে পড়তে ভালোবাসি
(ফেসবুক থেকে সংগৃহীত)