** বৃষ্টি ভেজা জুঁই **
শরীর জুড়ে আদর তোর
মনটা জুড়ে তুই,
রৌদ্র মেঘে জড়াজড়ি
আমার বৃষ্টি ভেজা জুঁই।
তোর শরীরের গন্ধে আমি,
মাতাল বাউল বাতাস,
তোর ছোঁয়াতে আমার এ
মন রঙিন মধু মাস।
স্বপ্নে আমি স্বপ্ন দেখি
তোর কাজল টানা চোখ দুটি,
সেই চোখের পাতায়, আমার
এ প্রেম, করছে লুটোপুটি।
আমায় যদি না ডাকিস,
তুই , না ভালোবাসিস,
আমার স্বপ্ন থেকে হারিয়ে
গিয়ে,স্মৃতি হয়ে থাকিস।
&&&&&&&**&&&&&&
শরীর জুড়ে আদর তোর
মনটা জুড়ে তুই,
রৌদ্র মেঘে জড়াজড়ি
আমার বৃষ্টি ভেজা জুঁই।
তোর শরীরের গন্ধে আমি,
মাতাল বাউল বাতাস,
তোর ছোঁয়াতে আমার এ
মন রঙিন মধু মাস।
স্বপ্নে আমি স্বপ্ন দেখি
তোর কাজল টানা চোখ দুটি,
সেই চোখের পাতায়, আমার
এ প্রেম, করছে লুটোপুটি।
আমায় যদি না ডাকিস,
তুই , না ভালোবাসিস,
আমার স্বপ্ন থেকে হারিয়ে
গিয়ে,স্মৃতি হয়ে থাকিস।
&&&&&&&**&&&&&&