Nilabha
Wellknown Ace
এটা অবশ্য অনেকদিন আগের লেখা কিন্তু তবুও আমার বেশ লাগে তাই পোস্ট করলাম।
কিছু লিখতে মন চাইছে
কি লিখবো
পাচ্ছিনা তা ভেবে,
ফেসবুকেতে দেখলাম কি
রাশিয়া নাকি
ইউক্রেনকে নেবে।
বিশ্বযুদ্ধ লাগলো বলে
নিউজ চ্যানেলগুলো
করছে মাতামাতি,
একবারও দেখলো না ভেবে
কোটি কোটি মানুষের জীবন
শেষ হয়ে গেলো রাতারাতি।
আরাম করে বিছানায় শুয়ে
বিরোধ করাটা
বিলাসিতা মাত্র,
কিন্তু আমরাই বা কি করবো
কে শুনবে আমাদের কথা
সকলের মতে আমরা কেবল ছাত্র।
ছোটবেলায় ইতিহাস স্যারকে জিজ্ঞেস করেছিলাম
স্যার, ইতিহাস কেনো পড়তে হয়?
স্যার বলেছিলেন হেসে,
যাতে একবার করা ভুল
আবার না করতে হয়।
ওরাও তো ইতিহাস পড়েছে,
জেনেছে দুই বিশ্ব যুদ্ধের কী ফল;
তবুও তারা যুদ্ধ কেনো করে?
শুধু দেখাতে যে কার কতো বল?
এ প্রশ্ন জাগে না কারো মনে,
সংসারে তো ঝগড়া সবারই হয়
তার ফলে কি সব স্বামী-স্ত্রী
আলাদা হয়ে রয়?
বিশ্ব জুড়েও এমনি এক সংসার আছে
যেখানে প্রত্যেকটা দেশ একে অপরের খুব কাছে
থেকেও
নেই যে কেউই কাছে।
সবাই নিজের স্বার্থ খোঁজে
দেখে কার কিসে হবে ভালো,
যারা অপ্রয়োজনীয় যারা দুর্বল,
তারা না থাকলেও চলবে
তাদের শেষ করে ফেলো।
এসব বড়দের ব্যাপার,
আমাদের নাকি এখানে মাথা না ঘামালেও চলবে
আমরা চুপ করে থাকলে তবেই তো
বড়োদের পকেট ফুলে ফেঁপে উঠবে।
ক্ষমতা আমাদের নগণ্যই,
আশা নেই এর বিপরীতে পাবো কোনো ফল,
মানিক বাবুর সেই গানটার কথা মনে পড়ে গেলো
"ও রে হল্লা রাজার সেনা, তোরা যুদ্ধ করে করবি কি তা বল।"
কিছু লিখতে মন চাইছে
কি লিখবো
পাচ্ছিনা তা ভেবে,
ফেসবুকেতে দেখলাম কি
রাশিয়া নাকি
ইউক্রেনকে নেবে।
বিশ্বযুদ্ধ লাগলো বলে
নিউজ চ্যানেলগুলো
করছে মাতামাতি,
একবারও দেখলো না ভেবে
কোটি কোটি মানুষের জীবন
শেষ হয়ে গেলো রাতারাতি।
আরাম করে বিছানায় শুয়ে
বিরোধ করাটা
বিলাসিতা মাত্র,
কিন্তু আমরাই বা কি করবো
কে শুনবে আমাদের কথা
সকলের মতে আমরা কেবল ছাত্র।
ছোটবেলায় ইতিহাস স্যারকে জিজ্ঞেস করেছিলাম
স্যার, ইতিহাস কেনো পড়তে হয়?
স্যার বলেছিলেন হেসে,
যাতে একবার করা ভুল
আবার না করতে হয়।
ওরাও তো ইতিহাস পড়েছে,
জেনেছে দুই বিশ্ব যুদ্ধের কী ফল;
তবুও তারা যুদ্ধ কেনো করে?
শুধু দেখাতে যে কার কতো বল?
এ প্রশ্ন জাগে না কারো মনে,
সংসারে তো ঝগড়া সবারই হয়
তার ফলে কি সব স্বামী-স্ত্রী
আলাদা হয়ে রয়?
বিশ্ব জুড়েও এমনি এক সংসার আছে
যেখানে প্রত্যেকটা দেশ একে অপরের খুব কাছে
থেকেও
নেই যে কেউই কাছে।
সবাই নিজের স্বার্থ খোঁজে
দেখে কার কিসে হবে ভালো,
যারা অপ্রয়োজনীয় যারা দুর্বল,
তারা না থাকলেও চলবে
তাদের শেষ করে ফেলো।
এসব বড়দের ব্যাপার,
আমাদের নাকি এখানে মাথা না ঘামালেও চলবে
আমরা চুপ করে থাকলে তবেই তো
বড়োদের পকেট ফুলে ফেঁপে উঠবে।
ক্ষমতা আমাদের নগণ্যই,
আশা নেই এর বিপরীতে পাবো কোনো ফল,
মানিক বাবুর সেই গানটার কথা মনে পড়ে গেলো
"ও রে হল্লা রাজার সেনা, তোরা যুদ্ধ করে করবি কি তা বল।"