বাংলা সিনেমার কথা বল্লে প্রথমেই যে নাম গুলো আসে তাদের মধ্যে অন্যতম হচ্ছে সত্যজিৎ রায়, মৃণাল সেন এবং ঋত্বিক ঘটক। কনটেন্ট এর দিক বিবেচনা করলে আমার কাছে মনে হয় ঋত্বিক ঘটকই সেরা। যদিও সে বিভিন্ন কারনে খুবই অল্প কাজ করেছে। আবার সিনেমাটোগ্রাফি, এবং ক্যারেক্টার ইম্প্রভ এর ক্ষেত্রে সত্যজিৎ রায় কে সেরা মনে হয়। মৃণাল সেন কে আমার মনে হয়েছে একজন চিত্রকর যে, মধ্যবিত্ত নিপীড়িত মানুষের গল্প তুলি দিয়ে সেলুলয়েড এর ফিতা তে আঁকছে। সর্বপরি বিবেচনাতে মৃণাল সেন কেই আমি এগিয়ে রাখতে চাই। হয়ত আমি নিজেও মধ্যবিত্ত পরিবার থেকেই বলে। আমার মতে বাংলা চলচিত্রের সেরা ক্রম হচ্ছেঃ-
০১। মৃণাল সেন
০২। ঋত্বিক ঘটক
০৩। সত্যজিৎ রায়
তপন সিনহা এর কাজ ও ভাল লাগে তবে এখনও উনার মুভি খুব একটা দেখা হইনি। তাই উনাকে এই তালিকাতে রাখতে পারছি না। যদিও শিল্পি এবং শিল্প এর কোন রাঙ্কিং করাটা ঠিক না। তারপর ও তোমাদের মতামত জানতে ইচ্ছা করছে। তোমাদের মতে বাংলা সিনেমার সেরা তিন পরিচালক কোন তিনজন? এবং তাদের ক্রম তালিকাটা জানাও।
০১। মৃণাল সেন
০২। ঋত্বিক ঘটক
০৩। সত্যজিৎ রায়
তপন সিনহা এর কাজ ও ভাল লাগে তবে এখনও উনার মুভি খুব একটা দেখা হইনি। তাই উনাকে এই তালিকাতে রাখতে পারছি না। যদিও শিল্পি এবং শিল্প এর কোন রাঙ্কিং করাটা ঠিক না। তারপর ও তোমাদের মতামত জানতে ইচ্ছা করছে। তোমাদের মতে বাংলা সিনেমার সেরা তিন পরিচালক কোন তিনজন? এবং তাদের ক্রম তালিকাটা জানাও।