• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

প্রেম ও ভালোবাসার মধ্যে পার্থক্য কি?

subsar

Want to touch the Moon
Senior's
Chat Pro User

প্রেম যে কাঁঠালের আঠা, লাগলে পড়ে ছাড়ে না।' সত্যি প্রেমের অনুভূতি এক অদ্ভুত অনুভূতি। প্রেমে পড়লেও জ্বালা আবার এর স্বাদ না নিলেও যেন মন ভরে না। তবে হরেক রকমের প্রেম বর্তমান আমাদের এই দুনিয়ায়। প্রেমে পড়ার সঠিক কোনও বয়সই হয় না। তাই যখন ইচ্ছা তখনই পড়া যেতেই পারে। জীবনের বিভিন্ন পর্যায় এসে প্রেমের বিভিন্ন সংজ্ঞার মানে বোঝা যায়। কিন্তু লুকিয়ে প্রেম করার মজাটাই একটু অন্যরকম হয়ে থাকে।

প্রেম ও ভালোবাসার মধ্যে পার্থক্য কি?​

১। ‘ভালবাসা’-তে দুই পক্ষের কোনো ভূমিকা নেই। প্রধান ভুমিকা ‘ত্যাগ’-এর।
২। প্রেম আত্মহিত-কেন্দ্রিক, ভালোবাসা পরহিত-কেন্দ্রিক।
৩। প্রেম ভালোবাসার একটা রুপ, কিন্তু ভালোবাসা স্বতন্ত্র।
৪। প্রেমের ক্ষেত্র সংকীর্ণ, আর ভালোবাসার ক্ষেত্র ব্যাপক ও সর্বজনীন।
৫। দুপক্ষের সম্মতিতে প্রেম হয়,আর ভালোবাসায় অপরপক্ষের সম্মতি মুখ্য নয়।
৬। ভালবাসার জন্য প্রেম আবশ্যক নয় কিন্তু প্রেমের জন্য ভালবাসা অপরিহার্য।
৭। প্রেম হল আত্মসুখের জন্য প্রেমাষ্পদকে আপন করে নেওয়ার প্রবল আকাঙ্খা, ভালবাসা হল প্রেমাষ্পদের সুখের জন্য নিজেকে বিলীন করে দেওয়া।
 
Last edited:

প্রেম যে কাঁঠালের আঠা, লাগলে পড়ে ছাড়ে না।' সত্যি প্রেমের অনুভূতি এক অদ্ভুত অনুভূতি। প্রেমে পড়লেও জ্বালা আবার এর স্বাদ না নিলেও যেন মন ভরে না। তবে হরেক রকমের প্রেম বর্তমান আমাদের এই দুনিয়ায়। প্রেমে পড়ার সঠিক কোনও বয়সই হয় না। তাই যখন ইচ্ছা তখনই পড়া যেতেই পারে। জীবনের বিভিন্ন পর্যায় এসে প্রেমের বিভিন্ন সংজ্ঞার মানে বোঝা যায়। কিন্তু লুকিয়ে প্রেম করার মজাটাই একটু অন্যরকম হয়ে থাকে।

প্রেম ও ভালোবাসার মধ্যে পার্থক্য কি?​

১। ‘ভালবাসা’-তে দুই পক্ষের কোনো ভূমিকা নেই। প্রধান ভুমিকা ‘ত্যাগ’-এর।
২। প্রেম আত্মহিত-কেন্দ্রিক, ভালোবাসা পরহিত-কেন্দ্রিক।
৩। প্রেম ভালোবাসার একটা রুপ, কিন্তু ভালোবাসা স্বতন্ত্র।
৪। প্রেমের ক্ষেত্র সংকীর্ণ, আর ভালোবাসার ক্ষেত্র ব্যাপক ও সর্বজনীন।
৫। দুপক্ষের সম্মতিতে প্রেম হয়,আর ভালোবাসায় অপরপক্ষের সম্মতি মুখ্য নয়।
৬। ভালবাসার জন্য প্রেম আবশ্যক নয় কিন্তু প্রেমের জন্য ভালবাসা অপরিহার্য।
৭। প্রেম হল আত্মসুখের জন্য প্রেমাষ্পদকে আপন করে নেওয়ার প্রবল আকাঙ্খা, ভালবাসা হল প্রেমাষ্পদের সুখের জন্য নিজেকে বিলীন করে দেওয়া।
কোথায় যেন শুনেছিলাম, "তোমাকে ভালবাসার জন্য আমার তোমাকে দরকার নেই।" ভালবাসা ব্যাপারটা সম্পূর্ণই নিজের উপর নির্ভর করে। সম্পর্ক থাকলেও ভালবাসা যায়৷ না থাকলেও৷ পুরোটাই নিজস্ব মনের ব্যাপার।
 

প্রেম যে কাঁঠালের আঠা, লাগলে পড়ে ছাড়ে না।' সত্যি প্রেমের অনুভূতি এক অদ্ভুত অনুভূতি। প্রেমে পড়লেও জ্বালা আবার এর স্বাদ না নিলেও যেন মন ভরে না। তবে হরেক রকমের প্রেম বর্তমান আমাদের এই দুনিয়ায়। প্রেমে পড়ার সঠিক কোনও বয়সই হয় না। তাই যখন ইচ্ছা তখনই পড়া যেতেই পারে। জীবনের বিভিন্ন পর্যায় এসে প্রেমের বিভিন্ন সংজ্ঞার মানে বোঝা যায়। কিন্তু লুকিয়ে প্রেম করার মজাটাই একটু অন্যরকম হয়ে থাকে।

প্রেম ও ভালোবাসার মধ্যে পার্থক্য কি?​

১। ‘ভালবাসা’-তে দুই পক্ষের কোনো ভূমিকা নেই। প্রধান ভুমিকা ‘ত্যাগ’-এর।
২। প্রেম আত্মহিত-কেন্দ্রিক, ভালোবাসা পরহিত-কেন্দ্রিক।
৩। প্রেম ভালোবাসার একটা রুপ, কিন্তু ভালোবাসা স্বতন্ত্র।
৪। প্রেমের ক্ষেত্র সংকীর্ণ, আর ভালোবাসার ক্ষেত্র ব্যাপক ও সর্বজনীন।
৫। দুপক্ষের সম্মতিতে প্রেম হয়,আর ভালোবাসায় অপরপক্ষের সম্মতি মুখ্য নয়।
৬। ভালবাসার জন্য প্রেম আবশ্যক নয় কিন্তু প্রেমের জন্য ভালবাসা অপরিহার্য।
৭। প্রেম হল আত্মসুখের জন্য প্রেমাষ্পদকে আপন করে নেওয়ার প্রবল আকাঙ্খা, ভালবাসা হল প্রেমাষ্পদের সুখের জন্য নিজেকে বিলীন করে দেওয়া।
আত্মেন্দ্রীয় প্রীতি ইচ্ছা, তারে বলে কাম
কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম
 
প্রেম দুটো মানুষের মধ্যে হয় আর ভালোবাসা সবার সাথে করা যায় , ভালোবাসা সবার মধ্যে প্রকাশ করা যায় কিন্তু প্রেম টা প্রকাশ করা যায় না ।প্রেম এর আনন্দ দুজন মানুষ সমান ভাবে উপভোগ করতে পারে কিন্তু ভালোবাসা একদিক থেকেও করা যায় ।
 
প্রেম দুটো মানুষের মধ্যে হয় আর ভালোবাসা সবার সাথে করা যায় , ভালোবাসা সবার মধ্যে প্রকাশ করা যায় কিন্তু প্রেম টা প্রকাশ করা যায় না ।প্রেম এর আনন্দ দুজন মানুষ সমান ভাবে উপভোগ করতে পারে কিন্তু ভালোবাসা একদিক থেকেও করা যায় ।
তাই বটে
 
প্রেম দুটো মানুষের মধ্যে হয় আর ভালোবাসা সবার সাথে করা যায় , ভালোবাসা সবার মধ্যে প্রকাশ করা যায় কিন্তু প্রেম টা প্রকাশ করা যায় না ।প্রেম এর আনন্দ দুজন মানুষ সমান ভাবে উপভোগ করতে পারে কিন্তু ভালোবাসা একদিক থেকেও করা যায় ।
Etai ami bojhanor chesta korchi....kintu kau bujhei na.... :Cwl:
 
প্রেম দুটো মানুষের মধ্যে হয় আর ভালোবাসা সবার সাথে করা যায় , ভালোবাসা সবার মধ্যে প্রকাশ করা যায় কিন্তু প্রেম টা প্রকাশ করা যায় না ।প্রেম এর আনন্দ দুজন মানুষ সমান ভাবে উপভোগ করতে পারে কিন্তু ভালোবাসা একদিক থেকেও করা যায় ।
Eto sundor besleson .er base r ki bola jate pare
 
আমি শুধু এটাই জানি..... ভালোবেসে সখী নিভৃতে jotone আমার নাম টি লিখো তোমার মনের মন্দিরে
 

প্রেম যে কাঁঠালের আঠা, লাগলে পড়ে ছাড়ে না।' সত্যি প্রেমের অনুভূতি এক অদ্ভুত অনুভূতি। প্রেমে পড়লেও জ্বালা আবার এর স্বাদ না নিলেও যেন মন ভরে না। তবে হরেক রকমের প্রেম বর্তমান আমাদের এই দুনিয়ায়। প্রেমে পড়ার সঠিক কোনও বয়সই হয় না। তাই যখন ইচ্ছা তখনই পড়া যেতেই পারে। জীবনের বিভিন্ন পর্যায় এসে প্রেমের বিভিন্ন সংজ্ঞার মানে বোঝা যায়। কিন্তু লুকিয়ে প্রেম করার মজাটাই একটু অন্যরকম হয়ে থাকে।

প্রেম ও ভালোবাসার মধ্যে পার্থক্য কি?​

১। ‘ভালবাসা’-তে দুই পক্ষের কোনো ভূমিকা নেই। প্রধান ভুমিকা ‘ত্যাগ’-এর।
২। প্রেম আত্মহিত-কেন্দ্রিক, ভালোবাসা পরহিত-কেন্দ্রিক।
৩। প্রেম ভালোবাসার একটা রুপ, কিন্তু ভালোবাসা স্বতন্ত্র।
৪। প্রেমের ক্ষেত্র সংকীর্ণ, আর ভালোবাসার ক্ষেত্র ব্যাপক ও সর্বজনীন।
৫। দুপক্ষের সম্মতিতে প্রেম হয়,আর ভালোবাসায় অপরপক্ষের সম্মতি মুখ্য নয়।
৬। ভালবাসার জন্য প্রেম আবশ্যক নয় কিন্তু প্রেমের জন্য ভালবাসা অপরিহার্য।
৭। প্রেম হল আত্মসুখের জন্য প্রেমাষ্পদকে আপন করে নেওয়ার প্রবল আকাঙ্খা, ভালবাসা হল প্রেমাষ্পদের সুখের জন্য নিজেকে বিলীন করে দেওয়া।
আমার কোনোটাই নাই। যখন ছিলো দুটোই ছিলো। এহন, যে কোনো একটা হইলেই চলবে।

পুনশ্চ: বন্ধু, আত্মীয় স্বজনের ভালোবাসা আছে। এখানে সেটার কথা বলা হয়নি বলে ধরে নিলাম।
 
আমি শুধু এটাই জানি..... ভালোবেসে সখী নিভৃতে jotone আমার নাম টি লিখো তোমার মনের মন্দিরে
Oh কি দিলে এটা খুব সুন্দর ছিলো
 
আমার কোনোটাই নাই। যখন ছিলো দুটোই ছিলো। এহন, যে কোনো একটা হইলেই চলবে।

পুনশ্চ: বন্ধু, আত্মীয় স্বজনের ভালোবাসা আছে। এখানে সেটার কথা বলা হয়নি বলে ধরে নিলাম।
চারিদিকে কতশত হাতছানি.......একবার চোখ খুলে দেখ :giggle:
 
খুব কঠিন সব কথাবার্তা এদের, আমি বাপু ওতো শত বুঝিনে, আমার বাপু একটু পেরেম হলেই হলো( আর একটু ধোঁয়া )

:headphones:
 
মানুষের প্রতি মানুষের ভালোলাগা, শ্রদ্ধাবোধ ও টান থেকেই মূলত ভালোবাসার উৎপত্তি।
প্রেমাষ্পদের প্রতি আসক্তি ছাড়া প্রেম আসেনা, দুজনের সহযোগ থেকেই আসে, না হলে প্রেমে ব্যাঘাৎ ঘটতে পারে।
 
মানুষের প্রতি মানুষের ভালোলাগা, শ্রদ্ধাবোধ ও টান থেকেই মূলত ভালোবাসার উৎপত্তি।
প্রেমাষ্পদের প্রতি আসক্তি ছাড়া প্রেম আসেনা, দুজনের সহযোগ থেকেই আসে, না হলে প্রেমে ব্যাঘাৎ ঘটতে পারে।
Ekdom thik katha, Taito bola hoy valobasa ektorfa hote pare, Kintu prem kakhono one side hote parena
 
Top