প্রেম যে কাঁঠালের আঠা, লাগলে পড়ে ছাড়ে না।' সত্যি প্রেমের অনুভূতি এক অদ্ভুত অনুভূতি। প্রেমে পড়লেও জ্বালা আবার এর স্বাদ না নিলেও যেন মন ভরে না। তবে হরেক রকমের প্রেম বর্তমান আমাদের এই দুনিয়ায়। প্রেমে পড়ার সঠিক কোনও বয়সই হয় না। তাই যখন ইচ্ছা তখনই পড়া যেতেই পারে। জীবনের বিভিন্ন পর্যায় এসে প্রেমের বিভিন্ন সংজ্ঞার মানে বোঝা যায়। কিন্তু লুকিয়ে প্রেম করার মজাটাই একটু অন্যরকম হয়ে থাকে।প্রেম ও ভালোবাসার মধ্যে পার্থক্য কি?
১। ‘ভালবাসা’-তে দুই পক্ষের কোনো ভূমিকা নেই। প্রধান ভুমিকা ‘ত্যাগ’-এর।২। প্রেম আত্মহিত-কেন্দ্রিক, ভালোবাসা পরহিত-কেন্দ্রিক।
৩। প্রেম ভালোবাসার একটা রুপ, কিন্তু ভালোবাসা স্বতন্ত্র।
৪। প্রেমের ক্ষেত্র সংকীর্ণ, আর ভালোবাসার ক্ষেত্র ব্যাপক ও সর্বজনীন।
৫। দুপক্ষের সম্মতিতে প্রেম হয়,আর ভালোবাসায় অপরপক্ষের সম্মতি মুখ্য নয়।
৬। ভালবাসার জন্য প্রেম আবশ্যক নয় কিন্তু প্রেমের জন্য ভালবাসা অপরিহার্য।
৭। প্রেম হল আত্মসুখের জন্য প্রেমাষ্পদকে আপন করে নেওয়ার প্রবল আকাঙ্খা, ভালবাসা হল প্রেমাষ্পদের সুখের জন্য নিজেকে বিলীন করে দেওয়া।
Last edited: