**রঙিন প্রজাপতি ***
তোমার বাদিকের বুকের ওপরে
আকা একটা ছোট্ট ট্যাটু, রঙিন
প্রজাপতি। আমি সেই প্রজাপতি
তে একটা চুমু দিয়ে বলেছিলাম
তুমি আমার কাছে এই রকম
রঙিন প্রজাপতি হয়েই থেকো
সারা জীবন। কথাটা শুনে আমার
গাল দুটো দুহাতে ধরে আমার ঠোঁটে
আলতো একটা চুমু খেয়ে বলেছিলে,
ভয় পাও? প্রজাপতি হয়ে যদি আমি
বিশাল ফুলের বনে হারিয়ে যাই?
খুঁজে নিও ভালোবেসে, দেখবে ঠিক
খুঁজে পাবে আমাকে।
জানো এক দিন সত্যি তুমি হারিয়ে
গেলে আমার জীবন থেকে।
কত স্মৃতি ভিড় করে আছে মনের
মাঝে। কলেজ পালিয়ে নাম না
দেখে কোনো একটা সাউথের
লোকাল ট্রেনে উঠে পরতাম তুমি
আর আমি। জানলা দিয়ে তুমি
তাকিয়ে থাকতে বাইরের দিকে
আমি দেখতাম তোমাকে। জানলার
বাইরে ছায়া ছবির মতো মাঠ ঘাট
ক্ষেত ছোটো ছোটো ঝোপ ঝাড়
যেন পেছন দিকে ছুটে যাচ্ছে।
হটাৎ চমক ভেঙে তুমি বলতে চলো
পরে যে স্টেশনে থামবে সেখানেই
নামবো। একটা মেঠো হল্টে ট্রেন
থামতে আমরা নেমে পরেছিলাম।
কি দারুন সুন্দর শান্ত পরিবেশ।
স্টেশনের পাস দিয়ে একটা ছোট্ট
নাম না জানা নদী, পারে কাশ বনের
ঢেউ, এক রাশ রঙিন প্রজাপতি
উড়ে বেড়াচ্ছে, তুমি আমি নদীর
পাড়ে দুজনে দুজনকে জড়িয়ে ধোরে
মুগ্ধ দৃষ্টিতে দেখতাম প্রকৃতির অকৃপন
সৌন্দর্য। সেদিনের সেই মোহময়ী
পরিবেশে তুমি আমাকে জড়িয়ে
ধোরে কানের কাছে মুখ নিয়ে ফিস
ফিসিয়ে বলেছিলে, ভালোবাসি
তোমাকে খুব ভালোবাসি, আমাকে
হারিয়ে ফেলো না, সারা জীবন
তোমার কাছে তোমার প্রজাপতি
করে মনের মাঝে রেখো।
কোথায় হারিয়ে গেলো তোমার সেই
অঙ্গীকার। সত্যি একদিন হারিয়ে
গেলে আমার কাছ থেকে। সেই থেকে
খুঁজে চলেছি তোমাকে । এখনো
তোমাকে খুঁজতে উঠে পরি নাম না
জানা ট্রেনে, নেমে পরি অজানা কোনো মেঠো হল্টে, আর
খুঁজে বেড়াই নদীর পাড়ে কাশ ফুলের ঢেউয়ে, নাম
না জানা ফুলের বনে অনেক অনেক
প্রজাপতির মাঝে আমার হারিয়ে
যাওয়া ছোট্ট একটা রঙিন প্রজাপতি
কে।......
তোমার বাদিকের বুকের ওপরে
আকা একটা ছোট্ট ট্যাটু, রঙিন
প্রজাপতি। আমি সেই প্রজাপতি
তে একটা চুমু দিয়ে বলেছিলাম
তুমি আমার কাছে এই রকম
রঙিন প্রজাপতি হয়েই থেকো
সারা জীবন। কথাটা শুনে আমার
গাল দুটো দুহাতে ধরে আমার ঠোঁটে
আলতো একটা চুমু খেয়ে বলেছিলে,
ভয় পাও? প্রজাপতি হয়ে যদি আমি
বিশাল ফুলের বনে হারিয়ে যাই?
খুঁজে নিও ভালোবেসে, দেখবে ঠিক
খুঁজে পাবে আমাকে।
জানো এক দিন সত্যি তুমি হারিয়ে
গেলে আমার জীবন থেকে।
কত স্মৃতি ভিড় করে আছে মনের
মাঝে। কলেজ পালিয়ে নাম না
দেখে কোনো একটা সাউথের
লোকাল ট্রেনে উঠে পরতাম তুমি
আর আমি। জানলা দিয়ে তুমি
তাকিয়ে থাকতে বাইরের দিকে
আমি দেখতাম তোমাকে। জানলার
বাইরে ছায়া ছবির মতো মাঠ ঘাট
ক্ষেত ছোটো ছোটো ঝোপ ঝাড়
যেন পেছন দিকে ছুটে যাচ্ছে।
হটাৎ চমক ভেঙে তুমি বলতে চলো
পরে যে স্টেশনে থামবে সেখানেই
নামবো। একটা মেঠো হল্টে ট্রেন
থামতে আমরা নেমে পরেছিলাম।
কি দারুন সুন্দর শান্ত পরিবেশ।
স্টেশনের পাস দিয়ে একটা ছোট্ট
নাম না জানা নদী, পারে কাশ বনের
ঢেউ, এক রাশ রঙিন প্রজাপতি
উড়ে বেড়াচ্ছে, তুমি আমি নদীর
পাড়ে দুজনে দুজনকে জড়িয়ে ধোরে
মুগ্ধ দৃষ্টিতে দেখতাম প্রকৃতির অকৃপন
সৌন্দর্য। সেদিনের সেই মোহময়ী
পরিবেশে তুমি আমাকে জড়িয়ে
ধোরে কানের কাছে মুখ নিয়ে ফিস
ফিসিয়ে বলেছিলে, ভালোবাসি
তোমাকে খুব ভালোবাসি, আমাকে
হারিয়ে ফেলো না, সারা জীবন
তোমার কাছে তোমার প্রজাপতি
করে মনের মাঝে রেখো।
কোথায় হারিয়ে গেলো তোমার সেই
অঙ্গীকার। সত্যি একদিন হারিয়ে
গেলে আমার কাছ থেকে। সেই থেকে
খুঁজে চলেছি তোমাকে । এখনো
তোমাকে খুঁজতে উঠে পরি নাম না
জানা ট্রেনে, নেমে পরি অজানা কোনো মেঠো হল্টে, আর
খুঁজে বেড়াই নদীর পাড়ে কাশ ফুলের ঢেউয়ে, নাম
না জানা ফুলের বনে অনেক অনেক
প্রজাপতির মাঝে আমার হারিয়ে
যাওয়া ছোট্ট একটা রঙিন প্রজাপতি
কে।......