*** পাগল নীড় *****
৷৷৷ ।।।
জীবনটা আমার একটা
সাদা মাটা পুকুরের মতো,
বাতাসে ওঠে না ঢেউ
ভেসে বেড়ায় আবর্জনা যতো ।
প্রতিটা দিন বিস্বাদের মতো আসে
আর তেতো হয়ে ফিরে যায় ।
রাত দিন ঘুম নেই চোখে
অশান্তি মনটা কুড়ে কুড়ে খায় ।
সারা দিন কেমন পাগোল পাগোল লাগে ।
বেরিয়ে পড়ি ঘর থেকে,
দেখি রাস্তায় পাগলের মতো গাড়ী ছোটে,
গাছ গুলোতে পাগল পাগল ফুল ফোটে,
আর ডাষ্টবিনে কিছু পাগল খাবার খোটে ।
কেউ পাগল ছুটছে টাকার লোভে
কেউ না পেয়ে পাগল হয়ে যায় ক্ষোভে ।
ভালবেসে পাগল দেব দাস হয়ে যায় কেউ,
কবি গুলোও পাগল, মনের পালে
পাগল হাওয়ার ঢেউ ।
এ কিরে বাবা সবাই যে পাগল বাইরে,
মন বলে পালিয়ে চল নিজের ঘরে
রাচির পাগল নীড়ে ।
৷৷৷ ।।।
জীবনটা আমার একটা
সাদা মাটা পুকুরের মতো,
বাতাসে ওঠে না ঢেউ
ভেসে বেড়ায় আবর্জনা যতো ।
প্রতিটা দিন বিস্বাদের মতো আসে
আর তেতো হয়ে ফিরে যায় ।
রাত দিন ঘুম নেই চোখে
অশান্তি মনটা কুড়ে কুড়ে খায় ।
সারা দিন কেমন পাগোল পাগোল লাগে ।
বেরিয়ে পড়ি ঘর থেকে,
দেখি রাস্তায় পাগলের মতো গাড়ী ছোটে,
গাছ গুলোতে পাগল পাগল ফুল ফোটে,
আর ডাষ্টবিনে কিছু পাগল খাবার খোটে ।
কেউ পাগল ছুটছে টাকার লোভে
কেউ না পেয়ে পাগল হয়ে যায় ক্ষোভে ।
ভালবেসে পাগল দেব দাস হয়ে যায় কেউ,
কবি গুলোও পাগল, মনের পালে
পাগল হাওয়ার ঢেউ ।
এ কিরে বাবা সবাই যে পাগল বাইরে,
মন বলে পালিয়ে চল নিজের ঘরে
রাচির পাগল নীড়ে ।