Satyanweshi
Favoured Frenzy
কয়েক মুহূর্তের অবকাশে দুটো ঝর্ণার সৃষ্টি হয়েছিলো। উৎস জানা, কিন্তু উৎপত্তির কারণ আজও অজানা থেকে গেছে। সত্যি অজানা? নাকি জেনেবুঝে শেষ শান্তিচুক্তির চাপে পড়ে, শুধু মাত্র একটা যুদ্ধ এড়ানোর জল্পনা। কোনও এক দ্বিপাক্ষিক গুপ্তচরের মদতে ঘন কুয়াশার তলা দিয়ে সাদা মলাটেমোড়া একটা লাল কবিতার খাতা আজও কাঁটাতারের বেড়া টপকাচ্ছে। আজ-কাল এইসব খবর আর কাগজে আসে না, উপর মহল থেকে চাপআসছে।
দুটো ঝর্ণা সৃষ্টির ক্ষয়ক্ষতি নেহাত কম নয়। নিহতের সংখ্যা শূন্য হলেও আহতের সংখ্যা প্রায় শতাধিক। দীর্ঘ চারটে বছরের যুদ্ধের শেষে, যুদ্ধেরকারণটাই সবাই ভুলে গেছে। আজ ঝর্ণা দুটো সমুদ্রে না; মিশেছে সেই শেষ সৈনিকের পায়ের খুব কাছে একচিলতে মাটিতে। নতুন ভোর আসার সাথেসাথে একটা ফুল ফুটলেও ফুটতে পারে সেখানে।
দুটো ঝর্ণা সৃষ্টির ক্ষয়ক্ষতি নেহাত কম নয়। নিহতের সংখ্যা শূন্য হলেও আহতের সংখ্যা প্রায় শতাধিক। দীর্ঘ চারটে বছরের যুদ্ধের শেষে, যুদ্ধেরকারণটাই সবাই ভুলে গেছে। আজ ঝর্ণা দুটো সমুদ্রে না; মিশেছে সেই শেষ সৈনিকের পায়ের খুব কাছে একচিলতে মাটিতে। নতুন ভোর আসার সাথেসাথে একটা ফুল ফুটলেও ফুটতে পারে সেখানে।