Coca cola
Wellknown Ace
জানি হাত বাড়ালেই বন্ধু, তবু বন্ধু কি হয়?
ভিতর ও বাহিরে দেখি শুধু ঘনিষ্ঠতার ক্ষয়।
আজ যারে জড়িয়েছি বুকে, দুর্দিনে ও সুখে,
সে মধুর বন্ধন কালকেই ছিঁড়ে যাবে নিশ্চয়।
জন্মিলে মরিতে হবে, এ কথা শুনেছি যবে,
হৃদয়ের অন্তরালে মাগিয়াছি পিরীতের জয়।
খড়কুটো উড়ে গেছি, আগুনে যে পুড়ে গেছি,
প্রেমহীন হৃদয়েতে মৃত্যু মোর একমাত্র সঞ্চয়।
শব্দই সম্বল মোর, কেটে যায় কত রাত ভোর,
প্রেমের খোঁজে তবু হেঁটে যাই দুয়ারে দুয়ারে,
স্মরগরলের নদী, ভেসে যাই ডুবে যাই নিরবধি,
বেঁচে থাকি প্রেমহীন ক্ষমাহীন রক্তাক্ত ভোরে।
অন্ধ নির্জন কক্ষে, অনির্বান আশাভরা চক্ষে,
"ভালোবাসো?" রমণীরে এইটুকুই প্রশ্ন ছিল মোর।
শূন্যতা ঘিরে ধরে, প্রেমহীন যৌন নিগড়ে ,
ছায়াময়ী নীরব থাকে, আঁধারে মেলেনা উত্তর।
ভিতর ও বাহিরে দেখি শুধু ঘনিষ্ঠতার ক্ষয়।
আজ যারে জড়িয়েছি বুকে, দুর্দিনে ও সুখে,
সে মধুর বন্ধন কালকেই ছিঁড়ে যাবে নিশ্চয়।
জন্মিলে মরিতে হবে, এ কথা শুনেছি যবে,
হৃদয়ের অন্তরালে মাগিয়াছি পিরীতের জয়।
খড়কুটো উড়ে গেছি, আগুনে যে পুড়ে গেছি,
প্রেমহীন হৃদয়েতে মৃত্যু মোর একমাত্র সঞ্চয়।
শব্দই সম্বল মোর, কেটে যায় কত রাত ভোর,
প্রেমের খোঁজে তবু হেঁটে যাই দুয়ারে দুয়ারে,
স্মরগরলের নদী, ভেসে যাই ডুবে যাই নিরবধি,
বেঁচে থাকি প্রেমহীন ক্ষমাহীন রক্তাক্ত ভোরে।
অন্ধ নির্জন কক্ষে, অনির্বান আশাভরা চক্ষে,
"ভালোবাসো?" রমণীরে এইটুকুই প্রশ্ন ছিল মোর।
শূন্যতা ঘিরে ধরে, প্রেমহীন যৌন নিগড়ে ,
ছায়াময়ী নীরব থাকে, আঁধারে মেলেনা উত্তর।