Bose Arun
Favoured Frenzy
****দীর্ঘশ্বাস ****
## ##
আজ হটাৎ মনে পরে
যাচ্ছে তোমার কথা, কত
দিন আগে তুমি আমার কাছ
থেকে হারিয়ে গেছ।
হিসেবটাও আর করে উঠতে
পারি না কত বছর, আজও মাঝে মাঝে
মনে পরে যায় তোমার কথা, বৌদির
কথা, সেই কোলে ব্যারাক আর আমার
টিউশন। রাস্তায় আমার সার্ট ধরে
তোমার টান, আর গীটারের ক্লাস।
মনে আছে তোমার? কত দিন
তুমি আমি ঘুরে বেড়িয়েছি একা একা
এই বিশাল শহরের বুকে, হাজার
হাজার মানুষের মাঝে তুমি আমি
একাকিত্ব খুঁজে নিতাম।
পুরনো নিউ মার্কেটের দোতলায়
ছোট্ট রেষ্টুরেন্টের ছোট্ট কেবিনে
আমাদের দুজনের স্বর্গ ছুঁয়ে
দেখা। তোমার হয়তো মনে নেই
সন্ধ্যা বেলা গঙ্গার বুকে হাতে হাত
ধরে নৌকোতে বসে অস্তগামী সুর্যের
রঙিন আকাশ দেখতে দেখতে আমাকে
তুমি জিগ্যেস করেছিলে একটা
ফুলের নাম, আমি বলেছিলাম
দুঃক্ষ, তুমি জিগ্যেস করেছিলে
একটা তারার নাম আমি বলেছিলাম
অশ্রু, মনে আছে তোমার?
তুমি বলেছিলে একটা গাছের নাম
বলো আমি বলেছিলাম দীর্ঘশ্বাস।
আমার উত্তর শুনে তুমি চুপ করে
ডুবন্ত সূর্যের দিকে তাকিয়ে বসেছিলে।
সেই দীর্ঘশ্বাস বুকের মধ্যে ধরে
রেখেছি আজ দীর্ঘ চল্লিশটা বছর।
অবশ্য আমি কোনো চেষ্টাই করিনি
তোমাকে খোঁজার। তারপর ধীরে
ধীরে তোমাকে ভুলেই গিয়েছিলাম।
আজ জানি না কেন তোমাকে
খুব মনে পরছে। আজ হটাৎ তোমার
সাথে দেখা হলে তুমি আমাকে
চিনতে পারবে না,আমিও তোমাকে
চিনতে পারবো না। তাই আজ
শেষ জীবনে সোশাল মিডিয়া ফেস
বুকে তোমাকে খুঁজে বেড়াচ্ছি, যদি
কেউ তোমাকে খুঁজে দিতে পারে।
জানো টুটু আমি আজও তোমাকে
ভুলতে পারিনি।
## ##
আজ হটাৎ মনে পরে
যাচ্ছে তোমার কথা, কত
দিন আগে তুমি আমার কাছ
থেকে হারিয়ে গেছ।
হিসেবটাও আর করে উঠতে
পারি না কত বছর, আজও মাঝে মাঝে
মনে পরে যায় তোমার কথা, বৌদির
কথা, সেই কোলে ব্যারাক আর আমার
টিউশন। রাস্তায় আমার সার্ট ধরে
তোমার টান, আর গীটারের ক্লাস।
মনে আছে তোমার? কত দিন
তুমি আমি ঘুরে বেড়িয়েছি একা একা
এই বিশাল শহরের বুকে, হাজার
হাজার মানুষের মাঝে তুমি আমি
একাকিত্ব খুঁজে নিতাম।
পুরনো নিউ মার্কেটের দোতলায়
ছোট্ট রেষ্টুরেন্টের ছোট্ট কেবিনে
আমাদের দুজনের স্বর্গ ছুঁয়ে
দেখা। তোমার হয়তো মনে নেই
সন্ধ্যা বেলা গঙ্গার বুকে হাতে হাত
ধরে নৌকোতে বসে অস্তগামী সুর্যের
রঙিন আকাশ দেখতে দেখতে আমাকে
তুমি জিগ্যেস করেছিলে একটা
ফুলের নাম, আমি বলেছিলাম
দুঃক্ষ, তুমি জিগ্যেস করেছিলে
একটা তারার নাম আমি বলেছিলাম
অশ্রু, মনে আছে তোমার?
তুমি বলেছিলে একটা গাছের নাম
বলো আমি বলেছিলাম দীর্ঘশ্বাস।
আমার উত্তর শুনে তুমি চুপ করে
ডুবন্ত সূর্যের দিকে তাকিয়ে বসেছিলে।
সেই দীর্ঘশ্বাস বুকের মধ্যে ধরে
রেখেছি আজ দীর্ঘ চল্লিশটা বছর।
অবশ্য আমি কোনো চেষ্টাই করিনি
তোমাকে খোঁজার। তারপর ধীরে
ধীরে তোমাকে ভুলেই গিয়েছিলাম।
আজ জানি না কেন তোমাকে
খুব মনে পরছে। আজ হটাৎ তোমার
সাথে দেখা হলে তুমি আমাকে
চিনতে পারবে না,আমিও তোমাকে
চিনতে পারবো না। তাই আজ
শেষ জীবনে সোশাল মিডিয়া ফেস
বুকে তোমাকে খুঁজে বেড়াচ্ছি, যদি
কেউ তোমাকে খুঁজে দিতে পারে।
জানো টুটু আমি আজও তোমাকে
ভুলতে পারিনি।