বিকেল বেলা মালতি পুকুরঘাট থেকে গা ধুয়ে বাড়ি ফেরার সময় পথে প্রতিমা বৌদির সাথে দেখা। মালতি প্রতিমা বৌদিকে জিজ্ঞেস করল,
“বৌদি, রুদ্রদা কখন এসেছে গো? “
রুদ্র হল প্রতিমার দেওর। পুরুলিয়ায় একটি ডেকোরেটর সংস্থায় কাজ করে। মালতি মনে মনে রুদ্রকে চায়, সে কথা প্রতিমা জানে ৷ তবে রুদ্রও যে মালতিকে পছন্দ করে সে খবর কিন্তু প্রতিমার জানা নেই। রুদ্রকে নিয়ে মালতির এই ন্যাকাপনা প্রতিমা একদম সহ্য করতে পারে না। তাই প্রতিমা ঝাঁঝিয়ে উত্তর দিল,
-“এখন আসবে কি? ঠাকুরপো আসবে সেই বড় দিনের ছুটিতে।”
![20240109_020152.jpg 20240109_020152.jpg](https://www.chatzozo.com/forum/data/attachments/193/193829-6edecbd032a8e82f6ff59722258e01d5.jpg)
-“সেকি? দুপুরে যখন ঘাটে বসে বাসন মাজছিলাম তখন যে পুকুর ঘাটের নিমতলায় রুদ্রদাকে দেখলাম দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে! আমি ঘাটের এপার থেকে জানতে চাইলাম, ‘কখন এসেছো?' আমার কথা বোধহয় শুনতে পায় নি রুদ্রদা, তাই কোন কথার উত্তর দিল না। বলো না গো বউদি, রুদ্রদা কখন এসেছে? কদিন থাকবে গো?”
রুদ্রকে নিয়ে মালতির এই আদিখ্যেতায় প্রতিমার গা জ্বলে গেল৷
-“বললাম যে আসেনি, বড়দিনের ছুটিতে আসবে। যত্ত সব ঢঙ্!”- ঝাঁঝিয়ে কথাগুলো বলে প্রতিমা হনহনিয়ে চলে গেল।
(পর্ব -২ শিঘ্রই আসছে)
“বৌদি, রুদ্রদা কখন এসেছে গো? “
রুদ্র হল প্রতিমার দেওর। পুরুলিয়ায় একটি ডেকোরেটর সংস্থায় কাজ করে। মালতি মনে মনে রুদ্রকে চায়, সে কথা প্রতিমা জানে ৷ তবে রুদ্রও যে মালতিকে পছন্দ করে সে খবর কিন্তু প্রতিমার জানা নেই। রুদ্রকে নিয়ে মালতির এই ন্যাকাপনা প্রতিমা একদম সহ্য করতে পারে না। তাই প্রতিমা ঝাঁঝিয়ে উত্তর দিল,
-“এখন আসবে কি? ঠাকুরপো আসবে সেই বড় দিনের ছুটিতে।”
![20240109_020152.jpg 20240109_020152.jpg](https://www.chatzozo.com/forum/data/attachments/193/193829-6edecbd032a8e82f6ff59722258e01d5.jpg)
-“সেকি? দুপুরে যখন ঘাটে বসে বাসন মাজছিলাম তখন যে পুকুর ঘাটের নিমতলায় রুদ্রদাকে দেখলাম দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে! আমি ঘাটের এপার থেকে জানতে চাইলাম, ‘কখন এসেছো?' আমার কথা বোধহয় শুনতে পায় নি রুদ্রদা, তাই কোন কথার উত্তর দিল না। বলো না গো বউদি, রুদ্রদা কখন এসেছে? কদিন থাকবে গো?”
রুদ্রকে নিয়ে মালতির এই আদিখ্যেতায় প্রতিমার গা জ্বলে গেল৷
-“বললাম যে আসেনি, বড়দিনের ছুটিতে আসবে। যত্ত সব ঢঙ্!”- ঝাঁঝিয়ে কথাগুলো বলে প্রতিমা হনহনিয়ে চলে গেল।
(পর্ব -২ শিঘ্রই আসছে)