Tanvir
Favoured Frenzy
জীবন প্রদীপ নিভে যে দিন,
আসবে গহীন রাতি,
থেকো তুমি এই জীবনে,
হয়ে চিরো সাথী।
জীবন নদীর দু-কুল জুড়ে,
আসলে অবিনিসা,
থাকবে না আর দু-চোঁখ জুড়ে,
একটু আলোর দিশা,
সেদিন আমার আধাঁর ঘরে,
তুমি থেকো বাতি।
আমার আমার বলে যখন
কাউ কে পাবো না
সেদিন আমার শূন্য হিয়ায়
তুমি থেকো সান্তনা।
আঁখির আলো নিভবে যেদিন
মনের আলো দিয়ে
আসবে না কেউ এই জীবনে
একটু আলো নিয়ে
সেদিন আমার অন্ধ চোঁখে
তুমি থেকো আলোর জ্যোতি।
আসবে গহীন রাতি,
থেকো তুমি এই জীবনে,
হয়ে চিরো সাথী।
জীবন নদীর দু-কুল জুড়ে,
আসলে অবিনিসা,
থাকবে না আর দু-চোঁখ জুড়ে,
একটু আলোর দিশা,
সেদিন আমার আধাঁর ঘরে,
তুমি থেকো বাতি।
আমার আমার বলে যখন
কাউ কে পাবো না
সেদিন আমার শূন্য হিয়ায়
তুমি থেকো সান্তনা।
আঁখির আলো নিভবে যেদিন
মনের আলো দিয়ে
আসবে না কেউ এই জীবনে
একটু আলো নিয়ে
সেদিন আমার অন্ধ চোঁখে
তুমি থেকো আলোর জ্যোতি।