A
arunbose
Guest
জীবনের ভাষা
>>>>>>>>><<<<<<<<<
বসন্তে সহসা যে হিমেল বায়
পরশিয়া মোরে সোহাগেতে ভরে,
অদেখা মুখটি হিয়াতে ভাসায়
অন্তর মাঝারে কোন স্বপ্ন গড়ে।।
কহি সমীরণে এ কেমন খেলা
ধরা নাহি দাও ফিরে চলে যাও,
খেলিবার আশে ফেরো সারাবেলা
সরসী সলিলে কোন সুর দাও?
সে কহে হাসিয়া এ'তো খেলা নয়
জীবন জোয়ারে ভাসিবার ছন্দ,
প্রেমের মাঝারে কতো মধু রয়
কতো সুর আর কতো না আনন্দ।।
ভুলিও না কভু প্রেম না রহিলে
জীবন যে হ'তো শুষ্ক এক মরু,
সুখে ও দুখে খেলা নাহি করিলে
হাসিতোনা কুসুমেতে ভরা তরু।।
প্রকৃতি মাঝারে যে প্রেমানুভুতি
সকল হৃদয়ে করে বিচরণ,
তাইতো জীবনে সুখ ও সম্প্রীতি
যাহার নাহিকো কোন বিবরণ।।
জীবনের ভাষা প্রেম কিগো তবে
বরষায় প্রকৃতির অশ্রুধারা
তাহাও তবে প্রেমের অঙ্গ হবে
ফাগুনে অলি গুঞ্জে পাগলপারা।।
প্রেমই দেখি যে জীবনের ভাষা
প্রকৃতি,প্রাণীতে তারই প্রকাশ,
মৌন ও মুখরেতে যে ভালবাসা
জীবনের ছন্দে হয় সে বিকাশ।।
>>>>>>>>><<<<<<<<<
বসন্তে সহসা যে হিমেল বায়
পরশিয়া মোরে সোহাগেতে ভরে,
অদেখা মুখটি হিয়াতে ভাসায়
অন্তর মাঝারে কোন স্বপ্ন গড়ে।।
কহি সমীরণে এ কেমন খেলা
ধরা নাহি দাও ফিরে চলে যাও,
খেলিবার আশে ফেরো সারাবেলা
সরসী সলিলে কোন সুর দাও?
সে কহে হাসিয়া এ'তো খেলা নয়
জীবন জোয়ারে ভাসিবার ছন্দ,
প্রেমের মাঝারে কতো মধু রয়
কতো সুর আর কতো না আনন্দ।।
ভুলিও না কভু প্রেম না রহিলে
জীবন যে হ'তো শুষ্ক এক মরু,
সুখে ও দুখে খেলা নাহি করিলে
হাসিতোনা কুসুমেতে ভরা তরু।।
প্রকৃতি মাঝারে যে প্রেমানুভুতি
সকল হৃদয়ে করে বিচরণ,
তাইতো জীবনে সুখ ও সম্প্রীতি
যাহার নাহিকো কোন বিবরণ।।
জীবনের ভাষা প্রেম কিগো তবে
বরষায় প্রকৃতির অশ্রুধারা
তাহাও তবে প্রেমের অঙ্গ হবে
ফাগুনে অলি গুঞ্জে পাগলপারা।।
প্রেমই দেখি যে জীবনের ভাষা
প্রকৃতি,প্রাণীতে তারই প্রকাশ,
মৌন ও মুখরেতে যে ভালবাসা
জীবনের ছন্দে হয় সে বিকাশ।।