******* চাঁদ ********
চাঁদ তুমি কি জানতে দূর নীলিমার প্রান্তে
ঝরা বকুলের মালা গলে
জোছনা ভরা আকাশ তলে ,
দাঁড়িয়ে আছে আঁধার তোমার আশায় i
ভাবোনিত তুমি আঁধারের কথা ,
বোঝনি কখনো মনের ব্যাথা,
মেঘেদের সাথে লুকো চুরি খেলে
আকাশের বুকে পাখনা মেলে,
বাতাসের কানে কানে কথা বলে যাও
প্রেম বিহ্বল ভাষায় i
আঁধারের কাছে কতো তুমি ঋণী
জানোকী তুমি রাতের মানসী ? .
আঁধার আছে তাই তুমি আছো
আকাশের গায় পূর্নিমা শশী i
চাঁদ তুমি কি জানতে দূর নীলিমার প্রান্তে
ঝরা বকুলের মালা গলে
জোছনা ভরা আকাশ তলে ,
দাঁড়িয়ে আছে আঁধার তোমার আশায় i
ভাবোনিত তুমি আঁধারের কথা ,
বোঝনি কখনো মনের ব্যাথা,
মেঘেদের সাথে লুকো চুরি খেলে
আকাশের বুকে পাখনা মেলে,
বাতাসের কানে কানে কথা বলে যাও
প্রেম বিহ্বল ভাষায় i
আঁধারের কাছে কতো তুমি ঋণী
জানোকী তুমি রাতের মানসী ? .
আঁধার আছে তাই তুমি আছো
আকাশের গায় পূর্নিমা শশী i
Last edited: