****খেজুর পাতায়*****
খেজুর পাতায় নুপূর বাজে
পদ্ম পাতায় মন,
তারায় তারায় আকাশ ভরা
ফুলে ফুলে বন ।
গোলাপ বকুল শিউলী চাঁপা
হাসছে গাছের ডালে ডালে,
নাচছে ময়ূর পেখম তুলে
কোকিল সুরের তালে তালে ।
মৌমাছিরা মধুর খোঁজে
উড়ে বেড়ায় ফুলের মেলায়,
চাঁপা বনে পাগল হাওয়া
মেতে ওঠে পরাগ খেলায় ।
সন্ধ্যা নামে মাটীর বুকে
গাছের ফাকে জোনাক জ্বলে,
চাঁদকে ছেড়ে জোছনা এসে
মাটীর সাথে কথা বলে ।
******
খেজুর পাতায় নুপূর বাজে
পদ্ম পাতায় মন,
তারায় তারায় আকাশ ভরা
ফুলে ফুলে বন ।
গোলাপ বকুল শিউলী চাঁপা
হাসছে গাছের ডালে ডালে,
নাচছে ময়ূর পেখম তুলে
কোকিল সুরের তালে তালে ।
মৌমাছিরা মধুর খোঁজে
উড়ে বেড়ায় ফুলের মেলায়,
চাঁপা বনে পাগল হাওয়া
মেতে ওঠে পরাগ খেলায় ।
সন্ধ্যা নামে মাটীর বুকে
গাছের ফাকে জোনাক জ্বলে,
চাঁদকে ছেড়ে জোছনা এসে
মাটীর সাথে কথা বলে ।
******