Intrigued Individual
Newbie
টাইটেলে ঠিক কি থাকবে, তা ভেবে না পেয়ে থ্রেড বডিতেই আগেভাগে লেখাটা স্থির করলাম। গ্রুপেতে কতক আলাপ-আলোচনা চালু রয়েছে এই নিয়ে যে - নববর্ষ গতকাল না আজকে, তবে তাতে শুভেচ্ছা ও প্রীতি সম্ভাষনের স্রোতে ভাটা পড়েনি। তবু অন্তিত্য জীবনের অমোঘ কিছু সত্যের মধ্যে অন্যতম সত্য যে সুখ-দুঃখের নিত্য আনাগোনা- তা এই শুভ লগ্নেও প্রতীত হয়েছে।
কিন্তু এই সুখ-দুঃখের প্রবহমানতায় আমি এখানে আমার আড্ডার সাথীদের ডুবতে, ভাসতে দেখে যুগপৎ পুলকিত আর ব্যথিত হই, এটা জেনেও যে মেঘ কেটে আলো আজ নয় কাল ফুটবেই আবার খানিক পরে আকাশ আবার কালো মেঘে ঢেকে যাবে।
তাই সব সঙ্গী সাথীদের যা সর্বদা বলতে চেয়েছি, বলেছি তা আবার বলি- তোমরা যতদিন আছো এই মানবমিলন ভূমিতে, একে অপরের সাথে মিলেমিশে থাকো। ছোট্ট ইগো, ছোট্ট ঈর্ষা, ছোট্ট ঘেন্না, ছোট্ট সংঘাতকে দানা বাঁধতে দিওনা। তাহলে আমরা যেদিম এখান থেকে যাবো, যা কিনা অবশ্যম্ভাবী, সেদিন যেন একেবারে রিক্ত হাতে বিদেয় না নিতে হয়।
কিন্তু এই সুখ-দুঃখের প্রবহমানতায় আমি এখানে আমার আড্ডার সাথীদের ডুবতে, ভাসতে দেখে যুগপৎ পুলকিত আর ব্যথিত হই, এটা জেনেও যে মেঘ কেটে আলো আজ নয় কাল ফুটবেই আবার খানিক পরে আকাশ আবার কালো মেঘে ঢেকে যাবে।
তাই সব সঙ্গী সাথীদের যা সর্বদা বলতে চেয়েছি, বলেছি তা আবার বলি- তোমরা যতদিন আছো এই মানবমিলন ভূমিতে, একে অপরের সাথে মিলেমিশে থাকো। ছোট্ট ইগো, ছোট্ট ঈর্ষা, ছোট্ট ঘেন্না, ছোট্ট সংঘাতকে দানা বাঁধতে দিওনা। তাহলে আমরা যেদিম এখান থেকে যাবো, যা কিনা অবশ্যম্ভাবী, সেদিন যেন একেবারে রিক্ত হাতে বিদেয় না নিতে হয়।