• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

কস্তুরির গন্ধ..

আবেশ সামনে ল্যাপটপটা খুলে স্ট্যাচুর মতন বসে আছে। আজ আকাশটা মেঘলা, বৃষ্টি খানিক আগে ঝমঝমিয়ে হয়েছে, গায়ে রেইনকোট থাকা স্বত্তেও আবেশ বাইক চালিয়ে বাড়ি ফিরে দ্যাখে জামা আর প্যান্ট কিছুটা হলেও ভিজেছে। শাওয়ারের তলায় তাই নিজেকে পরিপূর্নভাবে ভিজিয়ে নিতে নিতে তাই আধভেজা থেকে ফুল ভেজার প্রক্রিয়াটা সেরে নিচ্ছিল। আর ভাবছিলো ও কি সত্যিই কিছু লিখবে বা কোনো পড কাস্টে আমন্ত্রিত হয়ে ও কি সত্যিই এই গত কাল ঘটে যাওয়া ঘটনাটা শেয়ার করবে হোস্টের সাথে? সেই ভাবনার জাল ছিঁড়তে পারেনি এখনো আবেশ!

আবেশ রায় একজন পেশাদার ঘোস্ট বাস্টার বা বাংলা মতে ওঝা। তার বেকবাগানের মর্ডান ফ্ল্যাটের সব প্রতিবেশিই প্রায় হয় ইঞ্জিনিয়ার নয় ব্যবসাদার বা উকিল কিম্বা তথাকথিত চেনাজানা পেশার সাথেই যুক্ত। কলকাতার মতন আধুনিক শহরের মেইন এলাকায় এতজন মানুষের মাঝে একজন ওঝা বাস করে, এ ব্যাপারটা শুনতে সত্যিই আজব লাগে। আর সত্যি বলতে কি আবেশ নিজেও আজও অনেকটাই অবাক হয় নিজের এই অদ্ভুত পেশার কথা ভেবে। আর দশটা পাঁচটা বন্ধুর মতন আবেশের কেরিয়ারটাও তো অনেকটাই চেনা ছকে বাঁধা ছিল। কলকাতারই এক কমার্স কলেজ থেকে পাশ করে আবেশ কিছু সরকারি চাকরির জন্যে আদাজল খেয়ে লেগে পড়েছিল প্রবেশিকা পরীক্ষায় পাশ করবে বলে। ভাগ্যচক্ত্রেই হোক বা নিজের অক্লান্ত পরিশ্রমের জন্যেই হোক আবেশ সফলই হয়েছিল বলা যায়। এক রাষ্ট্রীয় ব্যাংকে জুনিয়ার আ্যকাউন্টেন্টের একটা চাকরি সে পায়। ফলে ভেবেছিল এই বেশ, এভাবেই জীবনটা চেনা খাতেই বয়ে যাক। কিন্তু ওই- মানুষ ভাবে এক আর হয় আরেক! আবেশের সাথে কতকটা এমনই হয়েছিল।

আবেশ বড় হয়েছে এক বড় পরিবারে। এক জ্যাঠা আর আরেক কাকা, কাকীমা, খুড়তুতো ভাই। তবে পরিবারে আক্ষেপ ছিল তার বাবা আর কাকাদের। তিন ভাইয়ের কারোরই মেয়ে হয়নি। জ্যাঠার এক ছেলে, আবেশপ ওর বাবা আর মায়ের একমাত্র সন্তান, কাকার এক ছেলে। বয়েসে আবেশই সবার থেকে বড়। জ্যাঠা আর কাকারা অনেক বেশি বয়েসে বিয়ে করায় তাদের ছেলেরা আবেশের পরেই জন্মেছে। আবেশ নিজেকে খুব ভাগ্যবান মনে করতো এমন এক যৌথ পরিবারে জমাতে পেরে।

আবেশ চাকরি পাওয়ার এক বছরের মাথায় প্ল্যান হলো পুরো পরিবার মিলে নৈনিতাল বেড়াতে যাওয়ার। আসলে আবেশ চাকরি পাওয়ার আগে বহু বছরই কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আর সেই ঘুরতে যাওয়াই আবেশের জীবনে ডেকে এনেছিল এক মর্মান্তিক অভিশাপ। ওরা দুটো সুমো ভাড়া করে নৈনিতালের হোটেলে যাচ্ছিল। এঁকাবেঁকা পাহাড়ি গিরিপথ, সময়টা ছিল সেপ্টেম্বর মাস। ঘটনাটা ঘটে এত আকষ্মিকভাবে যে আজও আবেশ চোখ বুজলে শিউরে ওঠে।

সেদিনও খুব বৃষ্টি হচ্ছিল, পাহাড়ি রাস্তার উপর দিয়ে মাঝে মাঝে নেমে আসছিলো অনামি পার্বত্য ঝর্ণা। সেপ্টেম্বরেও তাই একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া। আবেশের খুব জোরে হিসি পায়। ড্রাইভারকে বলে গাড়ি থামানো হয়। ওর গাড়িটাই আগে ছিল, ওটায় ছিল ও ওর বাবা, মা, আর জেঠ্যার ছেলে। আর পিছনেরটায় কাকাদের গোটা,পরিবার। যেখানটায় থামলো গাড়ি সেখানে রাস্তার এক পাশে খাদ আর অন্য পাশে খাঁড়া পাহাড়। রাস্তাটা পাহাড়টাকে কিছুটা কেটেই যেন পাহাড়ের পেটে ঢুকে গেছে অর্ধেকটা।

আবেশ দুটো গাড়িকে পিছনে রেখে কিছুটা এগিয়ে ওই ছাতার মতন পাহাড়ের তলায় পৌঁছাতেই এক বাজ পড়ার মতন শব্দ শুনে চমকে পিছনে তাকাতেই চোখের সামনে মুহুর্তের মধ্যে যা ঘটলো তা দেখে ও বাকরুদ্ধ হয়ে পড়েছিল,,পা দুটোকে যেন পাথুরে রাস্তাটা কামড়ে ধরে স্থির করে দিয়েছিল। প্রায় সাত আটটা দৈত্যাকার আকারের কালান্তক যমের মতন পাথর বা বোল্ডার, চোখের নিমেষে পাহাড় থেকে উল্কার মতন ধেয়ে এসে রাস্তার সাইডে দাঁড় করা গাড়ি দুটোর উপরে পড়লো। কয়েক সেকেন্ডের ব্যাপার, গাড়িতে বসা মানুষগুলো গান শুনছিলো, কেবল হয়তো ঘাড় টুকু ঘোরাতে পেরেছিল ওরাও। তারপর? গাড়ি দুটো দুমড়ে মুচড়ে চ্যাপ্টা হয়ে গেল, সেই সাথে গাড়ির মানুষগুলোও! এক লহমায় আবেশ অনাথ হয়ে গেল সেই ক্ষণিকের আতঙ্কময় দুর্ঘটনায়। শোকে পাথর আবেশ ওই স্পটেই জ্ঞ্যাণ হারিয়ে রাস্তায় পড়ে গিয়েছিল।জ্ঞ্যাণ ফিরতে ও নিজেকে এক সরকারি হাসপাতালের বেডে খুঁজে পেয়েছিল। কারা কিভাবে ওকে নিয়ে এসেছিল, সেসব আরেক ইতিহাস। আবেশ ফিরে এসে বারুইপুরের বসদ ভিটে, সম্পত্তি সবই বেচে দিয়েছিল প্রায় জলের দরেই বলতে গেলে, জীবন তার ছারখার হয়ে গিয়েছিল। ওখানে থাকা ছিল তার পক্ষে অসম্ভব হয়ে গিয়েছিল। সেই টাকায় আবেশ বেকবাগানে ছোট্ট দুই কামরার এক ফ্ল্যাট কিনে বাকি টাকা ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করে। উত্তরাধিকার সূত্রে যা পেয়েছিল তা জলের দরে বেচেও আবেশের হাতে টাকাকড়ি বিস্তরই এসেছিল। কিন্তু সেসবে কি মানুষের মন ভোলে? এমন ঘটনার পরে কোন মানুষটা শান্তিতে দিন কাটাতে পারে? আবেশ হাজার চেষ্টা করেও নিজেকে সামলাতে পারছিলো না। অনেক মনোবিদ, অনেক চিকিৎসকের কাছে গিয়েও আবেশ নিজেকে উদ্ভ্রান্ত হিসেবেই খুঁজে পাচ্ছিল। এক অদ্ভুত অপরাধবোধ আবেশকে কুরে কুরে খাচ্ছিল, খালি মনে হতো এই চরম দুর্ঘটনার জন্যে সেই দায়ী। এরকম অবস্থায় হঠাৎ এক বন্ধুর পরামর্শে এক প্রকার নিমরাজি হয়েই আবেশ পৌঁছেছিল এক তান্ত্রিকের আড্ডায়। আসলে আবেশ এসব তন্ত্র মন্ত্রকে স্রেফ বুজরুকি আর মানুষ ঠকানোর ফন্দি হিসেবেই ভাবতো। ফলে যখন সে গিয়ে পৌঁছালো অবশেষে সিদ্ধ তান্ত্রিক আচার্য অশোক চাটুজ্যের চেম্বারে, তখন তার চেতনা জুড়ে এক রাশ বিরক্তি।


নিরস বদনে সামনে তাকিয়ে সেদিন সে দেখতে পেয়েছিল তার জীবনে আসা এক অসাধারণ মানুষকে প্রথমবার। খুবই সাধারণ বেশভূষা মানুষটার, জটা জুটো ধারী একটা ইমেজ আবেশের মাথায় ছিল। এ মানুষ তার ধারে কাছেই নেই। স্মিত হেসে প্রৌড়ত্ব পার করে বার্ধক্যের চৌকাঠে পা রাখা সৌম্য দর্শন মানুষটা প্রথমেই বলেছিল এক অদ্ভুত কথা- এসো, বসো। চা আর বিস্কিট দিতে বলেছি, সাথে অল্প তেলেভাজা। খাওয়াদাওয়া প্রায় ছেড়েই দিয়েছো তুমি। ওগুলো খেয়্র তারপর বাড়ি চলে যাও। আজ ঠিক করে তুমি স্বপ্নটা দ্যখার জন্যে প্রস্তুত নও।

আবেশ অবাক হয়ে জিজ্ঞেস করেছিল - স্বপ্ন? মানে? খামোকা স্বপ্ন দেখতে যাবো কেন? আমি কি এখাবে শুতে এসেছি নাকি? কাউন্সেলিং বোঝেন? সেটা যদি পারেন কিছু তো করুন, অনেক বড় হেল্প হবে। নয়তো মাফ করবেন, ওসব তেলেভাজা আর চায়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। আর হ্যাঁ আপনার ফিজটা আমি বরং এখনই দিই, সেটা দরকারী, চেম্বারে ঢোকার মুখেও দেখলাম লেখা আছে, প্রথম ভিজিটে আপনি ২৫০০ টাকা নিয়ে থাকেন। আসুন, আপনার ফিজ।


আবার আকর্ণ হেসে বলেছিলেন অশোকবাবু - টাকা আমি নেবোনা। আজও না, কালও নয়, কখনোই নয়। তবে তোমায় কথা দিতে হবে আজ খেয়েদেয়ে পরশু শুক্লা ত্রয়োদশীতে তুমি আমার চেম্বারে আর একবার আসবে। তারপরের ব্যাপার পরেই দ্যাখা যাবে।


অশোকবাবু সত্যিই কথা রেখেছিলেন আর আবেশও এই পিতৃপ্রতিম মানুষটার আন্তরিক অনুরোধে কোনো খাদ পায়নি। আবেশ এসেছিল পরেরদিন। অশোকবাবু আবেশকে চেম্বারের ইজি চেয়ারে শুইয়ে আবেশকে হয়তো সম্মোহিতই করেছিল। আবেশের গায়ে কাঁটা দেয় আজও সেদিনের কথা ভাবলে। স্বপ্নের ঘোরে আবেশ পৌঁছে গিয়েছিল সেই পাহাড়ি রাস্তাটার কাছে, কেবল চারিদিক ফাঁকা, গাড়িঘোড়া কিচ্ছু নেই, কেবল আবেশের পরিভার ছিল, ওদেরকে আবেশ দেখতে পেয়ে হাউমাউ করে কেঁদে গিয়ে জড়িয়ে ধরেছিল। তারপর ওরা আবেশকে বলেছিল ও যেন ওদেরকে কখনো না ভোলে আর জীবনকে ওদেরই মুখ চেয়ে নষ্ট না হতে দেয়। আর মা মাথায় হাত রেখে বলেছিল- তোর ভালো হবে, খুঁটি পেয়েছিস একটা, ধরে রাখ শক্ত করে, তাহলে আর ভেসে যাবিনা! চোখ খুলে সামনে অশোকবাবুকে দেখতে পেয়ে ও অশ্যকবাবুকে জড়িয়ে ধরে শিশুর মতন বহুক্ষন ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছিল। আর অশোকবাবু অপার অপত্যস্নেহে আবেশের মাথায়, পিঠে হাত বোলাতে বোলাতে বলেছিলেন- কেঁদে নাও খুঁটিটা ধরে, এরপর তোমার অনেক কাজ। আমি তোমায় কেবল পথ দ্যাখাবো, হাঁটতে কিন্তু তোমাকেই হবে, একা একা। তুমি শক্ত হও, তবেই সে সফর সম্ভব।
 
আবেশের কাছে অশোকবাবু এক অচেনা জগৎের ঠিকানা দিয়েছিল। এক অদ্ভুত আকর্ষন ছিল মানুষটার ব্যক্তিত্ত্বে, কথা বলতেন খুব শান্ত ভাবে। কখনো কখনো আবেশের মনে হতো অশোকবাবুর শরীরটুকুই সামনে, কথা যার ভেসে আসছে আবেশের কানে, সে ঘরের অনেক বাইরে কোথায় আছে। আবেশ মন্ত্রমুগ্ধ হয়ে শুধু শুনে যেতো মানুষটার কথা। উনি আবেশকে প্রথাগতভাবে দীক্ষা দিয়েছিলেন ঠিকই, কিন্তু সেসব অনেক পরে, তার অনেক আগেই গুরু শিষ্যের পরম্পরার বীজ বপন করা হয়ে গিয়েছিল তাদের মধ্যে। তন্ত্র, নন্ত্র, হটযোগ, যাগ যজ্ঞের প্রক্রিয়া, খুবই গোপন সাধনার খুঁটিনাটি- এসবের এক অনন্ত লাইব্রেরী মনে হতো অশোকবাবুকে আর আবেশ যেন এক বিরামহীন ব্লটিং পেপার, শুষে নিতো আঁজলা ভরে সেই অতলান্তিক জ্ঞ্যানসমুদ্র থেকে জ্ঞ্যাণের মনি মুক্তোগুলো। তবে সে সব হয়েছিল অনেক পরে। অশোকবাবুত কাছে আবেশ দিনের পর দিন যেতে যেতে অবশেষে স্বীদ্ধান্ত নেয় যে সে আর চাকরি করবে না ব্যাঙ্কে। চাকরিটায় সে ইস্তফা দিয়ে রাতদিন অশোকবাবুর কাভহে গিয়ে ঘন্টার পর ঘন্টা শিক্ষার পাঠ নেওয়াই হয়ে উঠেছিল আবেশের ধ্যান, জ্ঞ্যান। শোকময় হলেও এও সত্যি যে আবেশের অর্থচিন্তা ছিলনা। যে পরিমান সম্পদের মালিক বনেছিলো আবেশ, তাতে তিন পুরুষ পায়ের উপরে পা তুলে যথেচ্ছাচারে পয়সা উড়িয়ে ভোগ বিলাসে আকন্ঠ ডুবে থেকেও চলে যেতে পারে।

এরই মধ্যে আলাপের এক মাসের মধ্যেই অশোকবাবু যে কান্ডটা ঘটিয়ে বসলেন তার জন্যে আবেশ একেবারেই প্রস্তুত ছিলনা। মানুষ এ যুগেও এমন হয় বুঝি।সেদিন আবেশ পৌঁছেছে অশোকবাবুর চেম্বারে দুপুর ১২ টা নাগাদ, কারণ এ সময়টায় ওনার চেম্বারে মানুষজনের ভিড় তেমন একটা থাকেনা, কাজেই আবেশ লম্বা একটা সময় পায় অশোকবাবুর সঙ্গে কাটানোর জন্যে। সেদিন চেম্বারে ঢুকে অশোকবাবু দেখলেন একজন পুরু কালো ফ্রেমের চশমা আঁটা গোলগাল ভদ্রলোক বসে আছেন সামনের চেয়স্রে। তা দেখে আবেশ ভাবলো ইনিও জয়তো কোনো মক্কেল হবেন অশোকবাবুর। আবেশ কেবল একটা মৃদু হেসে অশোকবাবুকে বললেন- ওহ আচ্ছা, আপনি ব্যস্ত আছেন, আমি বাইরে অপেক্ষা করছি। এই বলে বেরিয়ে যেতেই অশোকবাবু ভরাট গলায় বললেন- আরে না না! কোত্থাও যেতে হবেনা, তুমি ওই সোফাটায় স্থির হয়ে বসো দিকি! বলে হাসিমুখে সেই চশমাওয়ালা মানুষটার দিকে তাকিয়ে বললেন - বুঝলেন মিত্তিরমশাই, এই এঁনার কথাই আপনাকে বলেছি। নিন এবার সইটই যা করানোর একে দিয়ে করিয়ে নিন। গোলগাল মানুষটা একটু ঢোঁক গিললো, তারপর একটু চাপা উত্তেজনায় বলে উঠলো - মশাই আরেকবার ভেবে দেখুন, এখনো সময় আছে। আপনার চোদ্দ পুরুষের জমানো পুঁজি, এত বিপুল সম্পদ একজন অচেনা মানুষকে আপনি মাত্র এক মাস কথা বলেই সঁপে দিচ্ছেন। জবাবে অশোকবাবু একটু মৃদু হেসে আবেশের দিকে তাকিয়ে বললেন- বুঝলে হে, আমার উকিল বন্ধুটা ঠিক ভরসা পাচ্ছেনা। আরে বাবা আমি তো অকৃতদার, আমি মরলে এই ঘরদোর, টাকাকড়ি কেই বা দেখবে, কেইই বা আগলাবে? তাই আমি উইল করে আমার সব কিছু তোমার নামে করে দিতে চাই। তো তাতে ই উকিলব্যাটটি খুব টেনশানে পড়েছে।
 
আবেশ সত্যিই বলার মতন ভাষা খুঁজে পাচ্ছিলনা। অথচ অশোকবাবু ছিলেন নির্লিপ্ত, নির্বিকার। কেবল অশোকবাবু সই সাবুদ হয়ে যাওয়ার পরে উকিলমশাই চলে যাওয়ার পরে আবেশকে একান্তে বলেছিলেন কিছু মনের কথা। সেই কথাগুলো আবেশের কাছে আজও পাথেয় হয়ে আছে। অশোকবাবু বলেছিলেন- আবেশ, তুমি যে পেশার সাথেই যুক্ত থাকো না কেন, চিরকাল তুমি রেসের ঘোড়ার মতন ছুটতে পারবে না। রিলে রেসের দৌড়ে আমরা সবাই আছি, ব্যাটনটা তাই দেওয়ার সময় এসেছে। এই শিক্ষা আমায় আমার গুরু দিয়েছিলেন। বলেছিলেন যে আমরা যারা জীবনে উৎকর্ষতার পূজারী তাদের জীবনে কেবল দুটো উল্লেখযোগ্য অধ্যায় থাকা উচিৎ - এক হলো এক বা একাধিক আদর্শ শিক্ষক বা গুরুর সন্ধান, যার বা যাদের থেকে আকণ্ঠ জ্ঞ্যাণের অমৃত সুধা পান করা যায়। আর দ্বিতীয় অধ্যায় হলো এক বা একাধিক আদর্শ শিষ্যের সন্ধান করা যাকে নিজের জীবনের ক্ষুদ্র পরিসরে লব্ধ জ্ঞ্যাণের ভাণ্ডার সঁপে দিয়ে জ্ঞ্যাণের অনন্ত স্রোতকে প্রবহমান রাখা। আমি খুব সাধারণ মাপের মানুষ আবেশ, হয়তো পূর্বজন্মে অনেক পূণ্য করেছিলাম, তাই অনেক খুঁজে কেবল একটিমাত্র গুরুর সন্ধান আমি পেয়েছিলাম। আর তাকে পেয়েই আমার তুচ্ছ জীবন পরিপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু গুরুদেবের তিরোধানের পর থেকেই আমার অন্বেষন চালু হয়েছে, আর সেই খোঁজের উত্তর হয়ে তুমি উদয় হয়েছিলে এক মাস আগে। তোমায় দেখে আমি বুঝেছিলাম আমার সন্ধান শেষ, এবার শুধুই দেওয়ার পালা। জ্ঞ্যান আমার সীমিত, কিন্তু যা জানি, যতটুকু জানি, আপ্রাণ চেষ্টা করবো তোমায় দেওয়ার। আমি জানি, তুমিও চেষ্টার ত্রুটি রাখবেনা। তবে একটা কথা, লোকে যাইই বলুক কানাঘুষো আমাদের তন্ত্র, মন্ত্র, গ্রন্থ, প্রক্রিয়া নিয়ে, আসল সত্যি এটাই যে এর সব কিছুই প্রকৃতির মৌলিক নিয়মের উপরেই সৃষ্ট। আর প্রকৃতির নিয়মকে আমরা যেরকম পরাবাস্তব প্রক্রিয়াতে বিশ্লেষন করি, তা করার আগে তোমাকে বাস্তব প্রক্রিয়া সম্পর্কে বেশ কিছুটাই জানতে জবে। এই বাস্তব প্রক্রিয়ার নামই হলো বিজ্ঞান। তোমাকে রসায়ন, পদার্থবিদ্যা, অঙ্ক৷ ভূগোল - এসব বিষয়ে বিশদে পড়তে ও জানতে হবে।
 
Top