**** একটা কবিতার জন্ম******
* *
কলকাতার কাছেই একটি গ্রামে আমার এক বান্ধবীর বাড়ি, বাড়ির সাথে অনেকটা জায়গা নিয়ে সবজী বাগান । ওর বাবা শখের চাষি, নানা রকম সব্জী ফলাতে ভালবাসেন । আমিও গাছে ঢ্যারস, টমাটো, বেগুন, নটে শাক ওল কফি..
এ সব ফলে রয়েছে দেখতে ভালোবাসি । তাই কল্পনায় ওদের বাগানের একটা কোনায় আমি একটা মাটির কুড়ে ঘর বানিয়ে আমি থাকছি । বান্ধবীর নাম রাত্রি । কাল রাতে খাওয়া দাওয়ার পর ………. তুমিতো bye বলে ঘুমতে চলে গেলে। তোমাদের বাগানের কুড়ে ঘরে শুয়ে আমারতো আর ঘুম আসে না, বাইরে ঝিঝি পোকারা আপ্রান চিৎকার করে যাচ্ছে….আর ঘরে মিট মিটে হ্যারিকেনের আলোয় আমাকে ঘুমতে না দেখে টিকটিকি গুলো বলছে টিক টিক টিক…ঠিক ঠিক ঠিক…বেশ হয়েছে…কি আর করি উঠে তোমার সবজী বাগানে ঘুরে বেরাচ্ছি দেখি বেগুন গাছ গুলো তন তনে হয়ে উঠেছে, টমাটো গাছ ভরে টমাটো ঝুলছে, ঢ্যাঁরস গাছের ফুলে মৌ মাছিদের ভীর ঢ্যাঁরস ফুলের মধু খাওয়ার লোভে, কিছু প্রজাপতী ইতি উতি উড়ে বেড়াচ্ছে বাগানে ঘুমবার জায়গা খুজছে, কি করি আবার নিজের মাটির ঘরে ফিরে গেলাম । কাগজ কলম নিয়ে একটা কবিতা লিখে ফেললাম । ভাবলাম তোমাকে পড়াই গেলাম তোমার ঘরে,
দেখি তুমি ঘুমে কাদা..ঠ্যালা মেরে মেরে কত ডাকলাম তোমাকে..এই রাত্রি ..এই রাত্রি, .দেখি তোমার মৃদু মৃদু নাসিকা গর্জন হচ্ছে, বুঝলাম gone case তুমি উঠবে না ।
আবার আমার মাটির ঘরে ফিরে এলাম । জানি রোজ সকালে তুমি একটা জায়গায় যাও " আলোক সন্ধানী " কাব্য গ্রুপে।
খামে ভরে কবিতাটা পাঠিয়ে দিলাম ওদের কাছে….
শোনো আমার ওই কবিতাটা ওরা ওদের নোটিস বোর্ডে টাঙ্গীয়ে দিয়েছে..তুমি কিন্তু পড়ে কমেন্ট কোরো ।
কবিতাটার নাম " তোমার বাগান " আশা করি তোমার
ভালোই লাগবে ।…………
" নোটিস বোর্ড "
** তোমার বাগান****
তোমার বাড়ির সবজী বাগান
যেন জাদু মাখা,
আমার মনের স্বপ্ন গুলো
বেগুন পাতায় আঁকা ।
ওল কপিদের গুমোর ভারি
মাটীর নিচে থাকে,
গাছে গাছে লাল টমাটো
ঝুলছে ঝাকে ঝাকে ।
ঢ্যাঁড়স গাছের ঢ্যাঁড়স ফুলে
মৌমাছিদের ভীর,
প্রজাপতী খুঁজে বেড়ায়
রাত কাটাবার নির ।
বাঁধা কপি বাধন হারা
নিচ্ছে সবার খবর,
সবুজ সবুজ উচ্ছে গুলো
ঝুলচ্ছে মাচার ওপর ।****
আমার লেখাটি ফুরোলো
নটে গাছটি মুরোলো ।
* *
কলকাতার কাছেই একটি গ্রামে আমার এক বান্ধবীর বাড়ি, বাড়ির সাথে অনেকটা জায়গা নিয়ে সবজী বাগান । ওর বাবা শখের চাষি, নানা রকম সব্জী ফলাতে ভালবাসেন । আমিও গাছে ঢ্যারস, টমাটো, বেগুন, নটে শাক ওল কফি..
এ সব ফলে রয়েছে দেখতে ভালোবাসি । তাই কল্পনায় ওদের বাগানের একটা কোনায় আমি একটা মাটির কুড়ে ঘর বানিয়ে আমি থাকছি । বান্ধবীর নাম রাত্রি । কাল রাতে খাওয়া দাওয়ার পর ………. তুমিতো bye বলে ঘুমতে চলে গেলে। তোমাদের বাগানের কুড়ে ঘরে শুয়ে আমারতো আর ঘুম আসে না, বাইরে ঝিঝি পোকারা আপ্রান চিৎকার করে যাচ্ছে….আর ঘরে মিট মিটে হ্যারিকেনের আলোয় আমাকে ঘুমতে না দেখে টিকটিকি গুলো বলছে টিক টিক টিক…ঠিক ঠিক ঠিক…বেশ হয়েছে…কি আর করি উঠে তোমার সবজী বাগানে ঘুরে বেরাচ্ছি দেখি বেগুন গাছ গুলো তন তনে হয়ে উঠেছে, টমাটো গাছ ভরে টমাটো ঝুলছে, ঢ্যাঁরস গাছের ফুলে মৌ মাছিদের ভীর ঢ্যাঁরস ফুলের মধু খাওয়ার লোভে, কিছু প্রজাপতী ইতি উতি উড়ে বেড়াচ্ছে বাগানে ঘুমবার জায়গা খুজছে, কি করি আবার নিজের মাটির ঘরে ফিরে গেলাম । কাগজ কলম নিয়ে একটা কবিতা লিখে ফেললাম । ভাবলাম তোমাকে পড়াই গেলাম তোমার ঘরে,
দেখি তুমি ঘুমে কাদা..ঠ্যালা মেরে মেরে কত ডাকলাম তোমাকে..এই রাত্রি ..এই রাত্রি, .দেখি তোমার মৃদু মৃদু নাসিকা গর্জন হচ্ছে, বুঝলাম gone case তুমি উঠবে না ।
আবার আমার মাটির ঘরে ফিরে এলাম । জানি রোজ সকালে তুমি একটা জায়গায় যাও " আলোক সন্ধানী " কাব্য গ্রুপে।
খামে ভরে কবিতাটা পাঠিয়ে দিলাম ওদের কাছে….
শোনো আমার ওই কবিতাটা ওরা ওদের নোটিস বোর্ডে টাঙ্গীয়ে দিয়েছে..তুমি কিন্তু পড়ে কমেন্ট কোরো ।
কবিতাটার নাম " তোমার বাগান " আশা করি তোমার
ভালোই লাগবে ।…………
" নোটিস বোর্ড "
** তোমার বাগান****
তোমার বাড়ির সবজী বাগান
যেন জাদু মাখা,
আমার মনের স্বপ্ন গুলো
বেগুন পাতায় আঁকা ।
ওল কপিদের গুমোর ভারি
মাটীর নিচে থাকে,
গাছে গাছে লাল টমাটো
ঝুলছে ঝাকে ঝাকে ।
ঢ্যাঁড়স গাছের ঢ্যাঁড়স ফুলে
মৌমাছিদের ভীর,
প্রজাপতী খুঁজে বেড়ায়
রাত কাটাবার নির ।
বাঁধা কপি বাধন হারা
নিচ্ছে সবার খবর,
সবুজ সবুজ উচ্ছে গুলো
ঝুলচ্ছে মাচার ওপর ।****
আমার লেখাটি ফুরোলো
নটে গাছটি মুরোলো ।
Last edited: