Chowdhury2
Epic Legend
আসলে কেউ বর হয় না, বরর মত দেখায়,
নকল আর আসলে তাকে বড়োর মত দেখায়
গাছের কাছে গিয়ে দারাও দেখবে তুমি কত ছোটো
সোনার টাল তাংড়ে ধরে পেয়েছে ধুলিমুঠো।
ভালবাসার দিঘিতে কত করেছো অবগাহন
পেয়েছি শুখ দঃখ আর ছলে ভলানো দাহ
পরেছ বনে মালার মত, জাওনি তবু ছেড়ে
যতক্ষণ স্মৃতি আড়াল নিয়েছে তাকে কেড়ে।
আসলে তুমি ক্ষুদ্র ছোটো, ফুলের মত বাগানে ফোটো
বিরহে যদি দাঁড়িয়ে ওঠো ভূতের মতো দেখায়!
গাছের কাছে গিয়ে দাড়াও, দেখবে কত ছোট।
শক্তি চট্টোপাধ্যায়
নকল আর আসলে তাকে বড়োর মত দেখায়
গাছের কাছে গিয়ে দারাও দেখবে তুমি কত ছোটো
সোনার টাল তাংড়ে ধরে পেয়েছে ধুলিমুঠো।
ভালবাসার দিঘিতে কত করেছো অবগাহন
পেয়েছি শুখ দঃখ আর ছলে ভলানো দাহ
পরেছ বনে মালার মত, জাওনি তবু ছেড়ে
যতক্ষণ স্মৃতি আড়াল নিয়েছে তাকে কেড়ে।
আসলে তুমি ক্ষুদ্র ছোটো, ফুলের মত বাগানে ফোটো
বিরহে যদি দাঁড়িয়ে ওঠো ভূতের মতো দেখায়!
গাছের কাছে গিয়ে দাড়াও, দেখবে কত ছোট।
শক্তি চট্টোপাধ্যায়