অনেক সময় আমরা দেখি রাস্তায় অনেক পশুপাখি আশ্রয় হারা তাদের মধ্যে বেশি সংখক হলো বিড়াল।এর কারণ বস্তুত একটা নয় অনেকগুলো যেমন অনেকে বিড়াল পছন্দ করে না,অনেকে দেখেও দেখে না,আবার অনেকে বিড়াল কে ভালো বাসলেও ঘরে নিয়ে যেতে ভয় পায় পাছে বাড়ির লোক তাকে বকাঝকা করে।কিন্তু এই আশ্রয় হারাদের কি হবে কিন্তু কেউ ভেবে দেখে না,আমাদের মধ্যে একজন বিড়াল প্রেমী আছেন @Neptune,তিনি ব্যাপার গুলো নিশ্চই বুঝবেন।একটা প্রতিবেদনের হিসাবে বিড়ালের সংখ্যা কমেগেছে প্রায় 2000 শুধু কলকাতা শহরে,এর কারণ হিসেবে বলা হচ্ছে মা বিড়াল খাওয়ার জোগাড় করার জন্যে বাইরে গেলে তার বাচ্চারা এদিক ওদিক ছোটাছুটি করে এই করতে করতে কোনো গাড়ির সামনে পড়লে প্রাণে মারা যায় অথবা কুকুরের সামনে পড়লে কুকুর তাকে ছিঁড়ে খেয়ে নেয়,সাধারণত আমরা সবাই জানি বিড়াল জল ভয় পায়।সেই হিসাবে বেশি বৃষ্টিতে শহরের রাস্তায় জল জমে গেলে বিড়াল জল পেরোতে গিয়ে জলে ডুবে মারা যায় বা কোনো মতে জল পার করার পর বৃষ্টিতে ভেজার জন্যে ঠান্ডা লেগে মারা যায়,আমার মতে অর্ধেক বিড়াল মারা যায় শুধু গাড়ির তলায় চাপা পরে,আমি সমস্ত মানুষ কে অনুরোধ করবো যেনো তারা গাড়ি একটু দেখে চালায় যেনো এই অবলা প্রাণীগুলোর ক্ষতি না হয়,আজ একটা মানুষকে গাড়িতে ধাক্কা মারলেও থানায় কেস হয়,কিন্তু বিড়াল দের কেউ নেই আমরা তাদের রক্ষা না করলে তাদের বংশ বিলুপ্ত হয়ে যাবে,এটা আমার অনুরোধ যতটা সবাই পারবেন ততটা এই অবলা প্রাণীদের সাহায্য করবেন।