• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

আর দুমুঠো চাল ফেলে দে হাঁড়িতে

নেংটি পল্লির ভুটাই সাত সকালেই ধুতির কোচা হাতে নিয়ে হনহনিয়ে হেঁটে যাচ্ছে, আরেক হাতে হাতে মিষ্টির বড় হাঁড়ি, শ্বশুর বাড়ি যাচ্ছে জামাইষষ্টীর নিমন্ত্রন কিনা, ছোট জামাই বলে কথা কিছু না নিয়ে গেলে হয় নাকি।
আচ্ছা এই জামাইষষ্টী পার্বনটা শুরু হলো কি ভাবে? জামাইষষ্টী মানেই জামাই আপ্যায়ন? বাজারে আগুন লেগে যায় কে জামাইয়ের পাতে সবথেকে বড় গলদা চিংড়ি দিতে পারবে, চিতলের পেটি কাটতে কাটতেই মাছওয়ালারা হাঁপিয়ে ওঠে।
ইতিহাস কিন্ত অন্য কথা বলছে, বাংলার আর কয়েকটা ষষ্ঠীর মতই একসময় প্রচলিত ছিল অরন্য ষষ্ঠী, জৈষ্ট মাসের এই তিথীতে মায়েরা সন্তানদের কল্যানের জন্য উপোষ করত, শোনা যায় এই ষষ্ঠীর পূজা অরন্যের মাঝে করতে হত। তাহলে এর সাথে জামাই ষষ্ঠীর কি সম্পর্ক? কথিত রয়েছে, একবার দেবী ষষ্ঠী এক গৃহবধূকে শিখিয়েছিলেন অরণ্য ষষ্ঠী ব্রত পালন করার সমস্ত নিয়ম কানুন। ওই বিশেষ দিনে ব্রত পালন করার সময় ওই গৃহবধূ বাড়িতে ডেকেছিলেন নিজের মেয়ে এবং জামাইকেও। জামাই আসার পর দই-চন্দনের ফোঁটা দিয়ে জামাইকে আম কাঁঠাল খেতে বলেন ওই মহিলা। সেই থেকে অরণ্য ষষ্ঠীর সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছে জামাইষষ্ঠীর নাম।
মত নিয়ে নানা বিতর্ক থাকবেই তাতে মন না দিয়ে বাংলার পার্বনগুলো বেচেঁ থাকুক। প্রতিটা জামাইয়ের থালা সাধ্যমত ভরে উঠুক।
ছবি: সংগৃহিত
 

Attachments

  • 1606335173_5fbebac5a1bbc_jamai-sasthi.jpg
    1606335173_5fbebac5a1bbc_jamai-sasthi.jpg
    69 KB · Views: 1
নেংটি পল্লির ভুটাই সাত সকালেই ধুতির কোচা হাতে নিয়ে হনহনিয়ে হেঁটে যাচ্ছে, আরেক হাতে হাতে মিষ্টির বড় হাঁড়ি, শ্বশুর বাড়ি যাচ্ছে জামাইষষ্টীর নিমন্ত্রন কিনা, ছোট জামাই বলে কথা কিছু না নিয়ে গেলে হয় নাকি।
আচ্ছা এই জামাইষষ্টী পার্বনটা শুরু হলো কি ভাবে? জামাইষষ্টী মানেই জামাই আপ্যায়ন? বাজারে আগুন লেগে যায় কে জামাইয়ের পাতে সবথেকে বড় গলদা চিংড়ি দিতে পারবে, চিতলের পেটি কাটতে কাটতেই মাছওয়ালারা হাঁপিয়ে ওঠে।
ইতিহাস কিন্ত অন্য কথা বলছে, বাংলার আর কয়েকটা ষষ্ঠীর মতই একসময় প্রচলিত ছিল অরন্য ষষ্ঠী, জৈষ্ট মাসের এই তিথীতে মায়েরা সন্তানদের কল্যানের জন্য উপোষ করত, শোনা যায় এই ষষ্ঠীর পূজা অরন্যের মাঝে করতে হত। তাহলে এর সাথে জামাই ষষ্ঠীর কি সম্পর্ক? কথিত রয়েছে, একবার দেবী ষষ্ঠী এক গৃহবধূকে শিখিয়েছিলেন অরণ্য ষষ্ঠী ব্রত পালন করার সমস্ত নিয়ম কানুন। ওই বিশেষ দিনে ব্রত পালন করার সময় ওই গৃহবধূ বাড়িতে ডেকেছিলেন নিজের মেয়ে এবং জামাইকেও। জামাই আসার পর দই-চন্দনের ফোঁটা দিয়ে জামাইকে আম কাঁঠাল খেতে বলেন ওই মহিলা। সেই থেকে অরণ্য ষষ্ঠীর সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছে জামাইষষ্ঠীর নাম।
মত নিয়ে নানা বিতর্ক থাকবেই তাতে মন না দিয়ে বাংলার পার্বনগুলো বেচেঁ থাকুক। প্রতিটা জামাইয়ের থালা সাধ্যমত ভরে উঠুক।
ছবি: সংগৃহিত
খুব ভালো লাগলো কন্টেন্টটি, "অরণ্য ষষ্ঠী" শুনতে বেশি আলঙ্কারিক, thread title very thoughtful, well done :clapping:
 
নেংটি পল্লির ভুটাই সাত সকালেই ধুতির কোচা হাতে নিয়ে হনহনিয়ে হেঁটে যাচ্ছে, আরেক হাতে হাতে মিষ্টির বড় হাঁড়ি, শ্বশুর বাড়ি যাচ্ছে জামাইষষ্টীর নিমন্ত্রন কিনা, ছোট জামাই বলে কথা কিছু না নিয়ে গেলে হয় নাকি।
আচ্ছা এই জামাইষষ্টী পার্বনটা শুরু হলো কি ভাবে? জামাইষষ্টী মানেই জামাই আপ্যায়ন? বাজারে আগুন লেগে যায় কে জামাইয়ের পাতে সবথেকে বড় গলদা চিংড়ি দিতে পারবে, চিতলের পেটি কাটতে কাটতেই মাছওয়ালারা হাঁপিয়ে ওঠে।
ইতিহাস কিন্ত অন্য কথা বলছে, বাংলার আর কয়েকটা ষষ্ঠীর মতই একসময় প্রচলিত ছিল অরন্য ষষ্ঠী, জৈষ্ট মাসের এই তিথীতে মায়েরা সন্তানদের কল্যানের জন্য উপোষ করত, শোনা যায় এই ষষ্ঠীর পূজা অরন্যের মাঝে করতে হত। তাহলে এর সাথে জামাই ষষ্ঠীর কি সম্পর্ক? কথিত রয়েছে, একবার দেবী ষষ্ঠী এক গৃহবধূকে শিখিয়েছিলেন অরণ্য ষষ্ঠী ব্রত পালন করার সমস্ত নিয়ম কানুন। ওই বিশেষ দিনে ব্রত পালন করার সময় ওই গৃহবধূ বাড়িতে ডেকেছিলেন নিজের মেয়ে এবং জামাইকেও। জামাই আসার পর দই-চন্দনের ফোঁটা দিয়ে জামাইকে আম কাঁঠাল খেতে বলেন ওই মহিলা। সেই থেকে অরণ্য ষষ্ঠীর সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছে জামাইষষ্ঠীর নাম।
মত নিয়ে নানা বিতর্ক থাকবেই তাতে মন না দিয়ে বাংলার পার্বনগুলো বেচেঁ থাকুক। প্রতিটা জামাইয়ের থালা সাধ্যমত ভরে উঠুক।
ছবি: সংগৃহিত
দারুণ তো........বেশ গুছিয়ে পাতিয়ে লিখেছিস, তুই যে ইনফো জোগাড় করে পুরোদমে প্রস্তুতি নিচ্ছিস সেটা বুঝলাম.......keep it up:heart1:
 
নেংটি পল্লির ভুটাই সাত সকালেই ধুতির কোচা হাতে নিয়ে হনহনিয়ে হেঁটে যাচ্ছে, আরেক হাতে হাতে মিষ্টির বড় হাঁড়ি, শ্বশুর বাড়ি যাচ্ছে জামাইষষ্টীর নিমন্ত্রন কিনা, ছোট জামাই বলে কথা কিছু না নিয়ে গেলে হয় নাকি।
আচ্ছা এই জামাইষষ্টী পার্বনটা শুরু হলো কি ভাবে? জামাইষষ্টী মানেই জামাই আপ্যায়ন? বাজারে আগুন লেগে যায় কে জামাইয়ের পাতে সবথেকে বড় গলদা চিংড়ি দিতে পারবে, চিতলের পেটি কাটতে কাটতেই মাছওয়ালারা হাঁপিয়ে ওঠে।
ইতিহাস কিন্ত অন্য কথা বলছে, বাংলার আর কয়েকটা ষষ্ঠীর মতই একসময় প্রচলিত ছিল অরন্য ষষ্ঠী, জৈষ্ট মাসের এই তিথীতে মায়েরা সন্তানদের কল্যানের জন্য উপোষ করত, শোনা যায় এই ষষ্ঠীর পূজা অরন্যের মাঝে করতে হত। তাহলে এর সাথে জামাই ষষ্ঠীর কি সম্পর্ক? কথিত রয়েছে, একবার দেবী ষষ্ঠী এক গৃহবধূকে শিখিয়েছিলেন অরণ্য ষষ্ঠী ব্রত পালন করার সমস্ত নিয়ম কানুন। ওই বিশেষ দিনে ব্রত পালন করার সময় ওই গৃহবধূ বাড়িতে ডেকেছিলেন নিজের মেয়ে এবং জামাইকেও। জামাই আসার পর দই-চন্দনের ফোঁটা দিয়ে জামাইকে আম কাঁঠাল খেতে বলেন ওই মহিলা। সেই থেকে অরণ্য ষষ্ঠীর সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছে জামাইষষ্ঠীর নাম।
মত নিয়ে নানা বিতর্ক থাকবেই তাতে মন না দিয়ে বাংলার পার্বনগুলো বেচেঁ থাকুক। প্রতিটা জামাইয়ের থালা সাধ্যমত ভরে উঠুক।
ছবি: সংগৃহিত
:Laugh1:
 
Top