নাম পরিচয় গোপন রেখে সবাই এথায় গপ্প করে |
কেউ খুজছে কাম সঙ্গী কেউ আঁধারে স্বপ্ন ধরে ||
কথায় কথায় সবটা যেনো আলো আঁধারির মায়া জাল |
গানে সুরে মাতে দেয়াল আবার কামের জ্বালায় নাজেহাল||
হুট করে না ভুলকরেই এই জগতে দিলাম ডুব |
বাংলা ভাষী ঘর টি ছিল সেদিন একটু একটু চুপ ||
ঠিক তক্ষুনি কিরম যেনো মাথার ভেতর উঠলো টান |
কিছু না ভেবেই হুট করে গেয়ে দিলুম গান একটি গান||
অবাক হয়ে হাকলো সবাই ডাকলো কতো নাম ধরে |
কেউ বলো কি মিষ্টি গলা কেউ বলে আরে তুই RJ রে ||
অচেনার ভিড়ে কতো চেনা নামে আজ বন্ধু দের কত রূপ |
আমি হাসি মুখে গেলাম মিশে আমি , মিষ্টি নামি আগন্তুক ||
কি ? আমি ফেমাস নাকি ? হুশ ভাল্লাগেনা ওই ফেম গেম |
গানে আড্ডায় চলছে চলুক RJ মিষ্টির ZOZO fm ||
দেয়ালে বাওয়াল , সব বেসামাল দুগ্গা দুগ্গা আমি হোস্ট |
আমি আসলে মিষ্টি নই ফোরাম এ আমার ইন্ট্রো পোস্ট ||
লিখবো...? নাকি আঁকবো ছবি ? কাব্য ধুর দেখি কি হয় |
কবিতা লিখেই দিয়ে গেলুম আমার ভুয়ো পরিচয় ||.
কলমে : MISSTTI
..........................................
আমি মিষ্টি তবু মিষ্টি নই