আমি ক্ষুধার্ত, আমাকে অন্ন দাও।
আমি তৃষ্ণার্ত, আমাকে জল দাও।
আমি পথিক, আমাকে চলার পথ দাও।
আমি মানুষ, মাথা তুলে বাচতে দাও।
আমি ধার্মিক, ধর্ম আমার পরিচয় না।
আমার বাঙ্গালী, ভাষা আমার পরিচয় না।
আমি বিলাসি, বিলাসিতা আমার জন্য না।
আমি প্রেমিক, কিন্তু প্রেম আমার জন্য না।
আমার পরিচয়, আমি খেটে খাওয়া এক মানুষ।
আমার পরিচয়, দিনের শেষে ঘামে ভেজা ক্লান্ত শরীর।
আমার পরিচয়, কোটি কোটি মানুষের ভীড়।
আমার পরিচয়, আমি অপরিচিত।