• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
Meghnad
Reaction score
1,617

Profile posts Latest activity Postings About

  • আমার প্রতিটা দুঃস্বপ্নে কেন তুমি থাকো!? যেখানে ঘুম ভাঙলে জড়িয়ে ধরার তুমি নেই।
    Ishq junoon jab hadh se badh jaaye
    Hanste hanste aashiq suli chadh jaaye
    Ishq ka jaadu sar chadhkar bole
    Khoob laga lo pehre raste rab khole

    Yahi ishq di marzi hain

    Yahi rab di marzi hain
    kunti_and_surya_by_zdrava_dcqf1f5.jpg
    যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি, তোমার শরীর স্পর্শ পাবো না
    যদি বাতাসের গায়ে কান না পাতি, তোমার কথা শুনতে পাবো না।
    অভিমানে ভালবাসা বাড়ে, অভিমানে অভিমানে ভালবাসার মৃত্যু হয়
    জ্বালায়া পোড়াইয়া যাইও এই জনমে,
    ভালবাসার কাজল হইতাম তোমার নয়নে।
    মরুভূমিতেও ফোটে মরুগোলাপ, তাতে শকুনের কি?
    আছড়ে পড়ে সে ঢেউ আমার বুকে
    নাকি কাঁদিয়ে আমাকে সেই চোখের জলে ভেজো?
    তৃষ্ণার্ত হৃদয়, শুধু আমি মরিচিকার মত।

    আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ
    যারে নিরন্তর পাহাড়া দেয় এক কাঁটার বাগান।
    Jalaluddin Rumi once said, "The heart knows a thousand ways to speak." So I wonder which one do you listen to.

    And if you listen carefully, you will hear the echo of him in my words, "I belong to no religion. My religion is love. My heart is my temple."
    নিজের মনে সারাক্ষণ আমি কত কথা বলি তোমাকে,
    চোখ মেলে বল আমি তোমার কথা বলব কাকে?
    অচেনার মাঝে খুঁজি তোমার রূপের সন্ধ্যান
    সিজিয়ামের প্রায় নয় বিলিয়নেরও বেশি স্পন্দন ঘটে একটি সেকেন্ডে। এরকম প্রায় সারে চারলক্ষ সেকেন্ড পর একটি চুমু.. সিজিয়ামের ফ্রিকোয়েন্সীর হিসেব আর আমার মত আনাড়ির জন্যে পোষাবে না। ট্রিলিয়ন ট্রিলিয়ন ফ্রিকোয়েন্সীতে কেবল একটা ফ্রিকোয়েন্সীই তোমার চুমুর সাক্ষ্য দেবার সৌভাগ্য অর্জন করেছে৷ এজন্যই হয়তো লোকে এখনও ইশ্বরে বিশ্বাস করে...
  • Loading…
  • Loading…
  • Loading…
Top