বাণী বন্দনা আর প্রেম দিবস আমাদের জানিয়ে দেয়, বসন্ত এসে গেছে।
বুঝতে পারছি আমার লেখার ছত্রে ছত্রে ফুটে উঠছে, বসন্তের আগমন।
******** বসন্ত********
কবিতা আমাকে বলেছিল নিয়ে চলো
আমাকে, আজ তোমাকে আমি ছাড়বো না
তোমাকে দেখাবো পলাশ আর কৃঁষ্ণচুড়ার
গাছে দাবানলের মত আগুন জ্বলছে ,
ফায়ার ব্রিগেড ডাকবে না ?
না হলে যে এই আগুন ছড়িয়ে পরবে
তোমার আমার মনে আর নেভানো
যাবে না ...শাফলা ফুলে ছাঁওয়া মনের
গভীরে ধিকি ধিকি করে জ্বলছে কামনার
আগুন, এক টানে টেনে নিলাম কবিতাকে
বুকের মাঝে, ওর ঠোঁট দুটো তখন পলাশ
ফুলের মত টুক টুকে লাল, আর বৃষ্টি
ভেজা কৃঁষ্ণচুড়ার মত ভিজে ভিজে i
পলাশ গাছে জড়িয়ে থাকা স্বর্ণ লতার
মতো ও জড়িয়ে থাকে আমার শরীরে ।.
কত মুহূর্ত কেটে যায়, গ্রীষ্ম বর্ষা শরত
হেমন্ত শীত পার হয়ে গিয়ে আজ বসন্ত
থমকে দাঁড়িয়েছে কবিতার ঠোঁট দুটিতে i
বুঝলাম বসন্ত এসে গেছে । ..........
বুঝতে পারছি আমার লেখার ছত্রে ছত্রে ফুটে উঠছে, বসন্তের আগমন।
******** বসন্ত********
কবিতা আমাকে বলেছিল নিয়ে চলো
আমাকে, আজ তোমাকে আমি ছাড়বো না
তোমাকে দেখাবো পলাশ আর কৃঁষ্ণচুড়ার
গাছে দাবানলের মত আগুন জ্বলছে ,
ফায়ার ব্রিগেড ডাকবে না ?
না হলে যে এই আগুন ছড়িয়ে পরবে
তোমার আমার মনে আর নেভানো
যাবে না ...শাফলা ফুলে ছাঁওয়া মনের
গভীরে ধিকি ধিকি করে জ্বলছে কামনার
আগুন, এক টানে টেনে নিলাম কবিতাকে
বুকের মাঝে, ওর ঠোঁট দুটো তখন পলাশ
ফুলের মত টুক টুকে লাল, আর বৃষ্টি
ভেজা কৃঁষ্ণচুড়ার মত ভিজে ভিজে i
পলাশ গাছে জড়িয়ে থাকা স্বর্ণ লতার
মতো ও জড়িয়ে থাকে আমার শরীরে ।.
কত মুহূর্ত কেটে যায়, গ্রীষ্ম বর্ষা শরত
হেমন্ত শীত পার হয়ে গিয়ে আজ বসন্ত
থমকে দাঁড়িয়েছে কবিতার ঠোঁট দুটিতে i
বুঝলাম বসন্ত এসে গেছে । ..........
Last edited: