• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

কিছুই না

Ladywiththelamp

Blabbering and Chattering box of Zozo
Posting Freak
মাঝে মাঝেই সব ছেড়ে বেরিয়ে পড়তে মন করে। দায় দায়িত্বের মাঝে জড়িয়ে পরে পারি না বটে......কিন্তু মন চয় একটা পাহাড়ের চূড়ায় শান্ত সূর্যোদয় দেখতে; বসে থাকব আমি প্রিয় মানুষের কাঁধে মাথা রেখে........আর চুপকথারা খুঁজে নেবে দিশা। গাঢ় অন্ধকারের থেকে প্রথম সূর্যরশ্মি পড়বে পাহাড়ের উপর------ সোনায় মোড়া সেই রূপের আলিঙ্গনে শুরু হবে শান্ত দিন।
অথবা এক কোলাহল শান্ত বিকেলে আমি নগ্ন পায়ে বালুকাবেলায় হেঁটে যাব, সমুদ্রের জল এসে সাথে নিয়ে যাবে আমার সব ক্লান্তি; পৌঁছবো যখন দিগন্তের আশেপাশে------- ছুটে এসে জড়িয়ে ধরবে আমার শিশু, অপত্য.........স্নেহের আশ্রয় যে সর্বোচ্চ প্রাপ্তি।
কোন এক ঝিঁঝিঁ ডাকা রাতে অন্ধকার ঘরে বসে শুনব শুধু; অনুভব করব মোহময়তা.......রাত!! সে যে রাণীর মত সেজে আসে; জঙ্গলের যত গন্ধ যত শব্দ সব অনুভূত হবে সেই রাতের মাঝে। চাওয়াটা বোধহয় বড় ছোট্ট নয়!
তবে মাঝে মাঝেই সব ছেড়ে বেরিয়ে পড়তে মন করে..............
20230531_052735.jpg
 
Last edited:
মাঝে মাঝেই সব ছেড়ে বেরিয়ে পড়তে মন করে। দায় দায়িত্বের মাঝে জড়িয়ে পরে পারি না বটে......কিন্তু মন চয় একটা পাহাড়ের চূড়ায় শান্ত সূর্যোদয় দেখতে; বসে থাকব আমি প্রিয় মানুষের কাঁধে মাথা রেখে........আর চুপকথারা খুঁজে নেবে দিশা। গাঢ় অন্ধকার আর থেকে প্রথম সূর্যরশ্মি পড়বে পাহাড়ের উপর------ সোনায় মোড়া সেই রূপের আলিঙ্গনে শুরু হবে শান্ত দিন।
অথবা এক কোলাহল শান্ত বিকেলে আমি নগ্ন পায়ে বালুকাবেলায় হেঁটে যাব, সমুদ্রের জল এসে সাথে নিয়ে যাবে আমার সব ক্লান্তি; পৌঁছবো যখন দিগন্তের আশেপাশে------- ছুটে এসে জড়িয়ে ধরবে আমার শিশু, অপত্য.........স্নেহের আশ্রয় যে সর্বোচ্চ প্রাপ্তি।
কোন এক ঝিঁঝিঁ ডাকা রাতে অন্ধকার ঘরে বসে শুনব শুধু; অনুভব করব মোহময়তা.......রাত!! সে যে রাণীর মত সেজে আসে; জঙ্গলের যত গন্ধ যত শব্দ সব অনুভূত হবে সেই রাতের মাঝে। চাওয়াটা বোধহয় বড় ছোট্ট নয়!
তবে মাঝে মাঝেই সব ছেড়ে বেরিয়ে পড়তে মন করে..............
View attachment 232266
Amaro mon chai ghurte jete.....Hill station amaro khub priyo.....
 
Last edited:
মাঝে মাঝেই সব ছেড়ে বেরিয়ে পড়তে মন করে। দায় দায়িত্বের মাঝে জড়িয়ে পরে পারি না বটে......কিন্তু মন চয় একটা পাহাড়ের চূড়ায় শান্ত সূর্যোদয় দেখতে; বসে থাকব আমি প্রিয় মানুষের কাঁধে মাথা রেখে........আর চুপকথারা খুঁজে নেবে দিশা। গাঢ় অন্ধকার আর থেকে প্রথম সূর্যরশ্মি পড়বে পাহাড়ের উপর------ সোনায় মোড়া সেই রূপের আলিঙ্গনে শুরু হবে শান্ত দিন।
অথবা এক কোলাহল শান্ত বিকেলে আমি নগ্ন পায়ে বালুকাবেলায় হেঁটে যাব, সমুদ্রের জল এসে সাথে নিয়ে যাবে আমার সব ক্লান্তি; পৌঁছবো যখন দিগন্তের আশেপাশে------- ছুটে এসে জড়িয়ে ধরবে আমার শিশু, অপত্য.........স্নেহের আশ্রয় যে সর্বোচ্চ প্রাপ্তি।
কোন এক ঝিঁঝিঁ ডাকা রাতে অন্ধকার ঘরে বসে শুনব শুধু; অনুভব করব মোহময়তা.......রাত!! সে যে রাণীর মত সেজে আসে; জঙ্গলের যত গন্ধ যত শব্দ সব অনুভূত হবে সেই রাতের মাঝে। চাওয়াটা বোধহয় বড় ছোট্ট নয়!
তবে মাঝে মাঝেই সব ছেড়ে বেরিয়ে পড়তে মন করে..............
View attachment 232266
Ata sobar iccha kintu paina
 
মাঝে মাঝেই সব ছেড়ে বেরিয়ে পড়তে মন করে। দায় দায়িত্বের মাঝে জড়িয়ে পরে পারি না বটে......কিন্তু মন চয় একটা পাহাড়ের চূড়ায় শান্ত সূর্যোদয় দেখতে; বসে থাকব আমি প্রিয় মানুষের কাঁধে মাথা রেখে........আর চুপকথারা খুঁজে নেবে দিশা। গাঢ় অন্ধকার আর থেকে প্রথম সূর্যরশ্মি পড়বে পাহাড়ের উপর------ সোনায় মোড়া সেই রূপের আলিঙ্গনে শুরু হবে শান্ত দিন।
অথবা এক কোলাহল শান্ত বিকেলে আমি নগ্ন পায়ে বালুকাবেলায় হেঁটে যাব, সমুদ্রের জল এসে সাথে নিয়ে যাবে আমার সব ক্লান্তি; পৌঁছবো যখন দিগন্তের আশেপাশে------- ছুটে এসে জড়িয়ে ধরবে আমার শিশু, অপত্য.........স্নেহের আশ্রয় যে সর্বোচ্চ প্রাপ্তি।
কোন এক ঝিঁঝিঁ ডাকা রাতে অন্ধকার ঘরে বসে শুনব শুধু; অনুভব করব মোহময়তা.......রাত!! সে যে রাণীর মত সেজে আসে; জঙ্গলের যত গন্ধ যত শব্দ সব অনুভূত হবে সেই রাতের মাঝে। চাওয়াটা বোধহয় বড় ছোট্ট নয়!
তবে মাঝে মাঝেই সব ছেড়ে বেরিয়ে পড়তে মন করে..............
View attachment 232266
Pahar, Jangol aar Samudre tumi toh abadh bichoron korle Kabyik chhonde, kalponar dana mele. Odike tapto Morubhumir usno balu meghbalikar sikto payer sital anubhutir janyo chatok pakhir nyay udas drishtite takiye. Se bujhe paayna keno se bratya.
 
Pahar, Jangol aar Samudre tumi toh abadh bichoron korle Kabyik chhonde, kalponar dana mele. Odike tapto Morubhumir usno balu meghbalikar sikto payer sital anubhutir janyo chatok pakhir nyay udas drishtite takiye. Se bujhe paayna keno se bratya.
আসলে তপ্ত মরুভূমির যে চোখ চমকানো দ্বিপ্রাহরিক রূপ , সে আমায় খুব দিশেহারা করে; বুঝি না কি করলে - কোথায় গেলে শান্তির আশ্রয় বা নীরটুকু জুটবে.......মন চায় কারুর শরণাপন্ন হতে.....কিন্তু কার স্মরণে গেলে অন্তঃ শান্তি পাব??
তাই ঐ টুকুকে সযত্নে এড়িয়ে যাওয়া......এই আর কি!
 
Top