এই জোজো পরিবারে এসে অনেক ভালো বন্ধু পেয়েছি। না চিনলেও তারা অনেক চেনা, তাদের সাথে সময় কেমন ভাবে কেটে যায় সেটা বুঝতেই পারা যায়না। মন খারাপ বা ভালো সব সময় ই তারা থাকে। তারা নিঃসন্দেহে একটা জায়গা করে নিয়েছে আমার মনে। আমি প্রার্থনা করি তারা সবাই যেন ভালো থাকে, তাদের পছন্দের মানুষের সাথে ভালোবাসার সাগরে ভেসে বেড়াতে পারে।
সবাই কে আমার তরফ থেকে,
হ্যাপি রোজ ডে
সবাই কে আমার তরফ থেকে,
হ্যাপি রোজ ডে
