সবাইকে জানাই হ্যাপি প্রপোজ ডে। তোমরা যারা কাউকে সত্যি ই পছন্দ করো, আজকেই সেই দিন তাকে মনের কথা টা জানিয়ে দেওয়ার। অবশ্যই মনে রাখবে শুধু সাময়িক ভালো লাগার জন্য কারো মনে আশা জাগিওনা। তুমি যদি মনে করো তার সাথে বাকি জীবনের পথ টা চলতে পারবে তবেই আজকে তাকে নিজের করে নাও। আজকের দিনে যারা প্রপোজ করবে পছন্দের মানুষ তাকে তাদের সাফল্য কামনা করি।

