আজকালকার সম্পর্ক.. আবেগ অনুভূতিগুলি দিনদিন ঠুনকো হয়ে পড়ছে! কথায় কথায় ব্রেকআপ , একটু এদিক থেকে ওদিক হলে বিচ্ছেদ ! এর কারন হয়তো অপশন! সহজলভ্য বিকল্প! মোবাইল এবং ইন্টারনেটের যুগে প্রেম ভালোবাসার সাথেই অপেক্ষা ও উধাও প্রায়ই! এখন আমাদের মনটা চায়না ফোনের মতো হয়ে গেছে আর মানুষ বস্তুর মতো হয়ে গেছে! সমাজ সংসারে তার দর ওঠে অর্থ এবং খ্যাতির বদলে ।। মন মনুষ্যত্ব আবেগ এসব এখন গৌণ ! মুখ্য হয়ে উঠেছে মানুষের ক্ষুদ্র স্বার্থ ও আত্মচরিতার্থ করাই।