Bose Arun
Favoured Frenzy
*** নতুন বছর ***
চলে যাওয়ার দিন এলো বুঝি ওই
দাবক্লিষ্ট চৈত্রের অবসান,
আকাশের বুকে বৈশাখী মেঘ,
মাঠে দোলে সোনার বরণ ধান।
গুরু গুরু মেঘ উথাল-পাথাল ঝর
কাল বৈশাখীর মত্ত হাতির তান্ডব ,
উড়িয়ে নিয়ে যায় অতিত দিনের
হারিয়ে যাওয়া স্মৃতি গুলো সব।
আজ যে বৈশাখের প্রথম দিন
নতুন বছর শুরু আজ থেকে,
স্মৃতির নদী সাগর সঙ্গমে
চলে যাক একে বেকে।
আশার আলো প্রজ্জ্বলিত মনে
হয়ত আবার সুদিন ফিরবে,
নতুন বছরের নতুন কিরণ
সকলের জীবন ঘিরবে।
পুরানো দিনের সব কিছু অতিত,
চলে যাক পেছন পাতায়,
তবু হারিয়ে না গিয়ে অতিত বছর
লেখা হয়ে থাক স্মৃতির খাতায়।
এসো সবাই করজোরে প্রণাম
করি নতুন বছরের প্রথম সূর্যকে....বলি
ওঁ জবাকুসুমসঙ্কাশং কাশ্যপেয়ং
মহাদুতিম,
ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতোহস্মি
দিবাকরম।
চলে যাওয়ার দিন এলো বুঝি ওই
দাবক্লিষ্ট চৈত্রের অবসান,
আকাশের বুকে বৈশাখী মেঘ,
মাঠে দোলে সোনার বরণ ধান।
গুরু গুরু মেঘ উথাল-পাথাল ঝর
কাল বৈশাখীর মত্ত হাতির তান্ডব ,
উড়িয়ে নিয়ে যায় অতিত দিনের
হারিয়ে যাওয়া স্মৃতি গুলো সব।
আজ যে বৈশাখের প্রথম দিন
নতুন বছর শুরু আজ থেকে,
স্মৃতির নদী সাগর সঙ্গমে
চলে যাক একে বেকে।
আশার আলো প্রজ্জ্বলিত মনে
হয়ত আবার সুদিন ফিরবে,
নতুন বছরের নতুন কিরণ
সকলের জীবন ঘিরবে।
পুরানো দিনের সব কিছু অতিত,
চলে যাক পেছন পাতায়,
তবু হারিয়ে না গিয়ে অতিত বছর
লেখা হয়ে থাক স্মৃতির খাতায়।
এসো সবাই করজোরে প্রণাম
করি নতুন বছরের প্রথম সূর্যকে....বলি
ওঁ জবাকুসুমসঙ্কাশং কাশ্যপেয়ং
মহাদুতিম,
ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতোহস্মি
দিবাকরম।