বাংলা রুমের সকল বন্ধুকে জানাই শুভ বন্ধুত্ব দিবস, আজ শুধু ঝগড়ার অবসান নয় আজ নতুন এক দিনের সূচনা।হয়তো আজ থেকে 20-25 বছর পর কেউ থাকবে না কিন্তু স্মৃতি গুলো মনে রয়ে যাবে দিনের পর দিন।কোনো এক বিকালে নদীর পাড়ে হাওয়া খেতে খেতে মনে পড়বে সেইসব কথা। শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন,যৌবন থেকে পৌঢ়, পৌঢ় থেকে বার্ধক্য এর সময়কালে আমরা বিভিন্ন রকম বন্ধু পাই,এদের মধ্যে ভালো খারাপ সবাই থাকে।আমি অনেক রকম ভালো বন্ধু পেয়েছি
তাদের মধ্যে এরা বিশেষ উল্লেখ্য @Aurelía ʚїɞ @Smrita. @Ankita @Lavender @Satyanweshi @subsar @Count_Dracula @Tongue tornado @En Route @Neptune @ARYAN @Babai_43 @Sumannnn @Surojit @AdityaD @Zer0 আরো অনেকে যাদের নাম দেওয়া হলো না তাদের জানাই "Happy Friendship Day"
তাদের মধ্যে এরা বিশেষ উল্লেখ্য @Aurelía ʚїɞ @Smrita. @Ankita @Lavender @Satyanweshi @subsar @Count_Dracula @Tongue tornado @En Route @Neptune @ARYAN @Babai_43 @Sumannnn @Surojit @AdityaD @Zer0 আরো অনেকে যাদের নাম দেওয়া হলো না তাদের জানাই "Happy Friendship Day"
Last edited: