A
arunbose
Guest
****** রজনীগন্ধা ******
রাত্রি নেমেছে ঘুমের পরীর সাথে
ফিরে গেছে ঘরে সন্ধ্যা ,
বাগানের মাঝে পূর্নিমা রাতে
ফুটেছে রজনীগন্ধ্যা ......
তুমি আর আমি বসে আছি
দুজনে দুজনার পাশা পাশি ,
মনে মনে দুজনে একই কথা
বলে যাই ভালবাসি ভালবাসি ......
রজনীগন্ধা যামিনীরে কহে সখী
সারাদিন তব পথ চেয়ে থাকি
সন্ধ্যা যখন ঘরে ফিরে যায়
শুধু রজনীতে তোমাকে দেখি।।
তুমিও আমার পূর্নিমা রজনী
আমার প্রেমের স্বপ্ন ,
আমি যে রাতের রজনীগন্ধ্যা হয়ে
রয়ে যাবো তোমাতে মগ্ন .......
রাত্রি নেমেছে ঘুমের পরীর সাথে
ফিরে গেছে ঘরে সন্ধ্যা ,
বাগানের মাঝে পূর্নিমা রাতে
ফুটেছে রজনীগন্ধ্যা ......
তুমি আর আমি বসে আছি
দুজনে দুজনার পাশা পাশি ,
মনে মনে দুজনে একই কথা
বলে যাই ভালবাসি ভালবাসি ......
রজনীগন্ধা যামিনীরে কহে সখী
সারাদিন তব পথ চেয়ে থাকি
সন্ধ্যা যখন ঘরে ফিরে যায়
শুধু রজনীতে তোমাকে দেখি।।
তুমিও আমার পূর্নিমা রজনী
আমার প্রেমের স্বপ্ন ,
আমি যে রাতের রজনীগন্ধ্যা হয়ে
রয়ে যাবো তোমাতে মগ্ন .......