অনেক অনেক বছর আগের কথা। একটা দুঃখী হাঁস ছিল। হাঁসটির দু’কূলে কেউ ছিল না। মা-বাবাকে তো তার মনেই পড়ত না। এতেও তার দুঃখ ছিল না। কিন্তু একাকিত্বের জন্য মনে মনে ভীষণ কষ্ট পেত। সে প্রতিদিন একটা বিলে সাঁতার কাটতে যেত। সাঁতার কাটা হতো আর সেই সঙ্গে পেটপুরে খাবারও জুটত। সেই বিলটা ছিল গ্রাম থেকে বেশ দূরে। তাই হাঁসটি সকাল সকাল বের হয়ে যেত। আর বিকেলের সূর্যটা নেতিয়ে পড়লে বাড়ি ফিরত।