আবার এল করোনা! দেশে বাড়ছে আক্রান্ত, মাস্ক ব্যবহার কি শুরু করে দেওয়া দরকার?
দেশ জুড়ে এখন পারদের খামখেয়ালি ওঠানামা। ঠান্ডা-গরমের থেকে খুসখুসে কাশি, হাল্কা জ্বর লেগেই রয়েছে ঘরে ঘরে। অনেকেই ইনফ্লুয়েঞ্জা বা সাধারণ ভাইরাল জ্বর ভেবে এড়িয়ে যাচ্ছেন। তবে এই ধরণের ইনফ্লুয়েঞ্জার লক্ষণের আড়ালেই ধীরে ধীরে বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ।গত কয়েক দিনে দেশের নানা প্রান্তে কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী। উদ্বেগ বাড়িয়েছে ভাইরাসের নতুন উপরূপ জেএন.১।চিনে জেএন.১-এ আক্রান্ত রোগীর সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। ভরে উঠেছে হাসপাতালগুলি।জেএন.১-এ থেকে এখনও মুক্ত বাংলা? মাস্ক-স্যানিটাইজ়ার বিক্রি বাড়ানোর জন্যই কোভিডের বাড়বাড়ন্তের ধুয়ো তোলা হচ্ছে? এমনই মত পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগীর। তার মতে অতিমারির চেহারা ছেড়ে সাধারণ অসুখে পরিণত হয়েছে কোভিড। সত্যিই বাড়াবাড়ি হলে তার মোকাবিলায় রাজ্য স্বাস্থ্য দফতর প্রস্তুত বলেই দাবি তাঁর।