******ঋতু*****
জৈষ্ঠ্য মাসের সন্ধ্যা বেলা
যখন দাড়াও নদীর কূলে,
মনের তরী চলল ভেসে
নদীর বুকে পালটি তুলে i
বর্ষা ঘনায় হরিন চোখে
অশ্রু সজল মনটি তোমার,
কোথায় গেল মনের মানুষ
মেঘকে পাঠাও খবর আনার i
খবর আসে মনের মানুষ
দাঁড়িয়ে আছে আকাশ তলে,
ভাবছে তুমি আসবে কখন
শিউলি ফুলের মালা গলে i
বসন্ত ফোটে বাহার হয়ে
তোমার গোলাপ মনটি ছুঁতে,
শীত যে আসে তোমার কাছে
তোমার ছোঁয়ায় ঊষ্ণ হতে i
জৈষ্ঠ্য মাসের সন্ধ্যা বেলা
যখন দাড়াও নদীর কূলে,
মনের তরী চলল ভেসে
নদীর বুকে পালটি তুলে i
বর্ষা ঘনায় হরিন চোখে
অশ্রু সজল মনটি তোমার,
কোথায় গেল মনের মানুষ
মেঘকে পাঠাও খবর আনার i
খবর আসে মনের মানুষ
দাঁড়িয়ে আছে আকাশ তলে,
ভাবছে তুমি আসবে কখন
শিউলি ফুলের মালা গলে i
বসন্ত ফোটে বাহার হয়ে
তোমার গোলাপ মনটি ছুঁতে,
শীত যে আসে তোমার কাছে
তোমার ছোঁয়ায় ঊষ্ণ হতে i