Tanvir
Favoured Frenzy
হয়তো তুমি আমাকে গেছো ভুলে,
আমি এখনো ভুলতে পারিনি তোমাকে,
কি ভুল ছিলো আমার,
পারিনি এখনো বুঝতে।
আমার এই হৃদয়ে তুমি ছিলে,
রেখেছিলাম খুব যতনে,
ছোট্ট একটি ভুলে,
চলে গেলে আমাকে ছেড়ে।
এই জীবনটা তোমাকে দিয়েছিলাম সপে,
ভালোবেসে ছিলাম তোমাকে,
ভুল বুঝলে তুমি আমাকে,
ফিরে এলেনা এই মনের ঘরে।
হাজারো ব্যাথ্যা বেদনা নিয়ে,
আছি বেঁচে এই পৃথবীতে,
তোমারই অপেক্ষাতে,
আমি আছি পথ চেয়ে।
ফিরে এসো তুমি,
পারিনা তোমায় ছাড়া থাকতে আমি,
ভুল গুলো ক্ষমা করে,
ফিরে আস আমার কাছে।
তোমারই জন্য এই মনের আকাশে,
কালো মেঘ জমে,
অঝোর ধারায় ঝরছে বৃষ্টি,
বুঝাবো কেমন করে।
প্রিয়ো তোমার অপেক্ষাতে আমি,
ফিরে এসো তুমি,
তোমায় ছাড়া বাঁচবো না আমি,
বুঝতে কি পারোনা তুমি।
আমি যদি যাই মরে,
খুশি কি হবে তুমি,
পৃথিবী ছেড়ে যাব চলে,
সুখে থেকো তুমি।
একদিন আমাকে পড়বে মনে,
খুঁজবে সেদিন আমায়,
পাবেনা আমাকে কোথাও তুমি,
আকাশের তাঁরা হয়ে থাকবো আমি।
আমি এখনো ভুলতে পারিনি তোমাকে,
কি ভুল ছিলো আমার,
পারিনি এখনো বুঝতে।
আমার এই হৃদয়ে তুমি ছিলে,
রেখেছিলাম খুব যতনে,
ছোট্ট একটি ভুলে,
চলে গেলে আমাকে ছেড়ে।
এই জীবনটা তোমাকে দিয়েছিলাম সপে,
ভালোবেসে ছিলাম তোমাকে,
ভুল বুঝলে তুমি আমাকে,
ফিরে এলেনা এই মনের ঘরে।
হাজারো ব্যাথ্যা বেদনা নিয়ে,
আছি বেঁচে এই পৃথবীতে,
তোমারই অপেক্ষাতে,
আমি আছি পথ চেয়ে।
ফিরে এসো তুমি,
পারিনা তোমায় ছাড়া থাকতে আমি,
ভুল গুলো ক্ষমা করে,
ফিরে আস আমার কাছে।
তোমারই জন্য এই মনের আকাশে,
কালো মেঘ জমে,
অঝোর ধারায় ঝরছে বৃষ্টি,
বুঝাবো কেমন করে।
প্রিয়ো তোমার অপেক্ষাতে আমি,
ফিরে এসো তুমি,
তোমায় ছাড়া বাঁচবো না আমি,
বুঝতে কি পারোনা তুমি।
আমি যদি যাই মরে,
খুশি কি হবে তুমি,
পৃথিবী ছেড়ে যাব চলে,
সুখে থেকো তুমি।
একদিন আমাকে পড়বে মনে,
খুঁজবে সেদিন আমায়,
পাবেনা আমাকে কোথাও তুমি,
আকাশের তাঁরা হয়ে থাকবো আমি।